ETV Bharat / state

বাংলাদেশে পাচারের আগেই বাজেয়াপ্ত দেড় কোটির ইয়াবা, গ্রেপ্তার 4 - Kolkata

যাদবপুর থানা এলাকায় কয়েকদিন ধরেই গোপন সূত্রে খবর পেয়ে নজরদারি রাখছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ গতকাল সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের কাছ থেকে প্রায় 1 কোটি 50 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ইয়াবা ট্যাবলেট
ইয়াবা ট্যাবলেট
author img

By

Published : Feb 15, 2020, 1:14 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : মায়ানমার থেকে উত্তর-পূর্ব ভারত ৷ সেখান থেকে কলকাতা ৷ তারপর সীমান্ত পার হয়ে বাংলাদেশ ৷ এভাবেই বহুদিন ধরে চলছে আন্তর্জাতিক মাদক চক্র ৷ এমনই এক চক্রের হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ প্রায় 1 কোটি 50 লাখ টাকার ইয়াবা-সহ গ্রেপ্তার করা হয় চারজনকে ৷

গতকাল গোয়েন্দাদের কাছে খবর আসে বড় অঙ্কের মাদক শহরে ঢুকেছে ৷ সেই মতো চলছিল নজরদারি ৷ যাদবপুর থানা এলাকার গলফ ক্লাবের কাছে আটক করা হয় চারজনকে ৷ ধৃতদের দু'জন মণিপুরের ও একজন উত্তর 24 পরগনার স্বরূপনগরের বাসিন্দা ৷ ধৃত মহম্মদ আকসার খান ওরফে আজগর, মহম্মদ আনিস ও মহম্মদ আবদুল মাজিদ মণিপুরের বাসিন্দা ৷ মায়ানমার থেকে মাদক নিয়ে কলকাতায় ঢুকেছিল তারা ৷ সেই মাদকই গতকাল বাংলাদেশে পাচারের জন্য মহসিন বিশ্বাস নামে এক যুবকের কাছে পৌঁছে দিচ্ছিল তারা ৷ 26 বছর বয়সি মহসিন উত্তর 24 পরগনার স্বরূপনগরের গোবরার বাসিন্দা ৷ তাদের কাছ থেকে 50 হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে ৷ যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি 50 লাখ টাকা ৷ তারপরই গ্রেপ্তার করা হয় চারজনকেই ৷

কলকাতায় পর পর ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হচ্ছে ৷ 11 জানুয়ারি মণিপুরের বাসিন্দা 30 বছরের মহম্মদ আমির খান ও বিহারের 35 বছর বয়সি যোগেশ্বর মাহাত ওরফে অরুণ কুমারের কাছে 13 কেজি 534 গ্রাম ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় ৷ যার বাজার মূল্য ছিল তিন কোটিরও বেশি ৷ তাদের জিজ্ঞাসাবাদ করেই এই চক্রের কথা জানতে পারে পুলিশ ৷

ইয়াবা ট্যাবলেট
ইয়াবা ট্যাবলেট পাচারের সময় ধৃত 4

থাইল্যান্ডেই মূলত তৈরি হয়ে থাকে এই ইয়াবা ট্যাবলেট ৷ সেখান থেকেই বিভিন্ন দেশে পাচার হচ্ছে নিষিদ্ধ এই ট্যাবলেট ৷ ব্যবহার করা হচ্ছে পার্টি ড্রাগ হিসেবেও ৷ কখনও ব্রাউন সুগার, কখনও হেরোইনের সঙ্গে ইনহেল করা হয় ৷ কখনও বা ট্যাবলেটের মতো জলের সঙ্গে গিলে ফেলা হয় এই ইয়াবা ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি : মায়ানমার থেকে উত্তর-পূর্ব ভারত ৷ সেখান থেকে কলকাতা ৷ তারপর সীমান্ত পার হয়ে বাংলাদেশ ৷ এভাবেই বহুদিন ধরে চলছে আন্তর্জাতিক মাদক চক্র ৷ এমনই এক চক্রের হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ প্রায় 1 কোটি 50 লাখ টাকার ইয়াবা-সহ গ্রেপ্তার করা হয় চারজনকে ৷

গতকাল গোয়েন্দাদের কাছে খবর আসে বড় অঙ্কের মাদক শহরে ঢুকেছে ৷ সেই মতো চলছিল নজরদারি ৷ যাদবপুর থানা এলাকার গলফ ক্লাবের কাছে আটক করা হয় চারজনকে ৷ ধৃতদের দু'জন মণিপুরের ও একজন উত্তর 24 পরগনার স্বরূপনগরের বাসিন্দা ৷ ধৃত মহম্মদ আকসার খান ওরফে আজগর, মহম্মদ আনিস ও মহম্মদ আবদুল মাজিদ মণিপুরের বাসিন্দা ৷ মায়ানমার থেকে মাদক নিয়ে কলকাতায় ঢুকেছিল তারা ৷ সেই মাদকই গতকাল বাংলাদেশে পাচারের জন্য মহসিন বিশ্বাস নামে এক যুবকের কাছে পৌঁছে দিচ্ছিল তারা ৷ 26 বছর বয়সি মহসিন উত্তর 24 পরগনার স্বরূপনগরের গোবরার বাসিন্দা ৷ তাদের কাছ থেকে 50 হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে ৷ যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি 50 লাখ টাকা ৷ তারপরই গ্রেপ্তার করা হয় চারজনকেই ৷

কলকাতায় পর পর ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হচ্ছে ৷ 11 জানুয়ারি মণিপুরের বাসিন্দা 30 বছরের মহম্মদ আমির খান ও বিহারের 35 বছর বয়সি যোগেশ্বর মাহাত ওরফে অরুণ কুমারের কাছে 13 কেজি 534 গ্রাম ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় ৷ যার বাজার মূল্য ছিল তিন কোটিরও বেশি ৷ তাদের জিজ্ঞাসাবাদ করেই এই চক্রের কথা জানতে পারে পুলিশ ৷

ইয়াবা ট্যাবলেট
ইয়াবা ট্যাবলেট পাচারের সময় ধৃত 4

থাইল্যান্ডেই মূলত তৈরি হয়ে থাকে এই ইয়াবা ট্যাবলেট ৷ সেখান থেকেই বিভিন্ন দেশে পাচার হচ্ছে নিষিদ্ধ এই ট্যাবলেট ৷ ব্যবহার করা হচ্ছে পার্টি ড্রাগ হিসেবেও ৷ কখনও ব্রাউন সুগার, কখনও হেরোইনের সঙ্গে ইনহেল করা হয় ৷ কখনও বা ট্যাবলেটের মতো জলের সঙ্গে গিলে ফেলা হয় এই ইয়াবা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.