ETV Bharat / state

NRS-এর আরও 44 জনের রিপোর্টে কোরোনা নেগেটিভ - এন আর এস

কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে 79 জনকে কোয়ারান্টাইনে রাখা হয় । আজ তাদের মধ্যে আরও 44 জনের রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছে ।

NRS
ফাইল ফোটো
author img

By

Published : Apr 8, 2020, 3:34 PM IST

কলকাতা, 8 এপ্রিল : চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে যে 79 জনকে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল তাদের মধ্যে আরও 44 জনের রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে । এর আগে 30 জনের রিপোর্টে কোরোনা নেগেটিভ আসে । এই নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট 74 জনের শরীরে কোরোনা কোনও সংক্রমণ পাওয়া যায়নি ।

NRS-এ 30 মার্চ মেডিসিন বিভাগের মেল ওয়ার্ডে এক 34 বছর বয়সি যুবক ভরতি হয় । হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন তিনি । তাই চিকিৎসকরা তাঁর কোরোনা আক্রান্ত হওয়ার বিষয়টি প্রথমে আন্দাজ করতে পারেননি । তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 31 মার্চ তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে(CCU) দেওয়া হয় । ওই যুবকের হাসপাতালে ভরতি হওয়ার চার দিনের মাথায় কিছু উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হয় । এরপরই তাঁর নমুনা 3 এপ্রিল পরীক্ষার জন্য পাঠানো হয় । 4 এপ্রিল ওই যুবকের মৃত্যু হয় । তাঁর মৃত্যুর পর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । তা থেকে জানা যায়, ওই যুবক কোরোনায় আক্রান্ত ছিলেন ।

ওই রোগীর কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানার পর NRS-এর চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 79 জনকে কোয়ারান্টাইনে রাখা হয় । তাঁর মধ্যে 30 জনের রিপোর্টে আগেই কোরোনা নেগেটিভ পাওয়া গেছে । আজ আরও 44 জনের রিপোর্ট কোরোনা নেগেটিভ আসে ।

কলকাতা, 8 এপ্রিল : চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে যে 79 জনকে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল তাদের মধ্যে আরও 44 জনের রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে । এর আগে 30 জনের রিপোর্টে কোরোনা নেগেটিভ আসে । এই নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট 74 জনের শরীরে কোরোনা কোনও সংক্রমণ পাওয়া যায়নি ।

NRS-এ 30 মার্চ মেডিসিন বিভাগের মেল ওয়ার্ডে এক 34 বছর বয়সি যুবক ভরতি হয় । হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন তিনি । তাই চিকিৎসকরা তাঁর কোরোনা আক্রান্ত হওয়ার বিষয়টি প্রথমে আন্দাজ করতে পারেননি । তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 31 মার্চ তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে(CCU) দেওয়া হয় । ওই যুবকের হাসপাতালে ভরতি হওয়ার চার দিনের মাথায় কিছু উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হয় । এরপরই তাঁর নমুনা 3 এপ্রিল পরীক্ষার জন্য পাঠানো হয় । 4 এপ্রিল ওই যুবকের মৃত্যু হয় । তাঁর মৃত্যুর পর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । তা থেকে জানা যায়, ওই যুবক কোরোনায় আক্রান্ত ছিলেন ।

ওই রোগীর কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানার পর NRS-এর চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 79 জনকে কোয়ারান্টাইনে রাখা হয় । তাঁর মধ্যে 30 জনের রিপোর্টে আগেই কোরোনা নেগেটিভ পাওয়া গেছে । আজ আরও 44 জনের রিপোর্ট কোরোনা নেগেটিভ আসে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.