ETV Bharat / state

Fortified Rice Distribution: লক্ষ্যমাত্রা পূরণে ফোর্টিফায়েড চাল বিতরণ শুরু রেশন দোকানগুলিতে

রাজ্যের বিভিন্ন জেলার রেশন দোকান থেকে সময়ের আগেই শুরু হয়েছে ফোর্টিফায়েড চাল বিতরণ (Fortified Rice Distribution started in West Bengal)।

author img

By

Published : Nov 14, 2022, 9:50 PM IST

ETV Bharat
Fortified Rice Distribution

কলকাতা, 14 নভেম্বর: অগ্রিম চাল বিতরণ শুরু করল রাজ্য খাদ্য ও সরবরাহ বিভাগ । আগামী বছর জানুয়ারি মাস থেকে যে চাল বিতরণ করার কথা ছিল, তা রাজ্যের বিভিন্ন জেলার রেশন দোকানগুলি থেকে এখনই বিতরণ করা শুরু হয়েছে । সরবরাহ করা হচ্ছে কেন্দ্রীয় খাদ্য সংস্থা প্রেরিত ফোর্টিফায়েড চাল (Fortified Rice Distribution started in West Bengal)।

এই প্রসঙ্গে রাজ্য খাদ্য ও সরবরাহ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, সাধারণত 2023 সালের জানুয়ারি থেকে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে ফোর্টিফায়েড রাইস বা সুরক্ষিত চাল বিতরণ করার পরিকল্পনা ছিল । বাকি জেলাগুলিতে আগামী বছরের এপ্রিল থেকে এই চাল বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে । তবে, এরই মধ্যে সুবিধাভোগীরা রেশনের সাধারণ চালের পাশাপাশি ফোর্টিফায়েড চাল পেতে শুরু করেছেন । অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং মিড-ডে মিল প্রকল্পেও চলতি বছরের এপ্রিল থেকে ফোর্টিফায়েড চাল দেওয়া শুরু হয়েছে (Fortified Rice Distribution) ৷

খাদ্য ও সরবরাহ বিভাগের আর এক আধিকারিক বলেন, "অতীতে এমন কিছু অভিযোগ এসেছে যেখানে উপভোক্তারা দাবি করেছেন তাঁরা রেশনে প্লাস্টিকের চাল পেয়েছেন । আমরা নিশ্চিত করব তাঁরা যে চাল পেয়েছেন তা প্রকৃতপক্ষে সুরক্ষিত চাল । যার খাদ্যমূল্য সাধারণ চালের চেয়ে অনেক বেশি । কোনও রকম বিভ্রান্তি ব্যাপার নেই ।" তিনি আরও জানিয়েছেন, সুরক্ষিত চালে মাইক্রোনিউট্রিয়েন্টের পাশাপাশি আয়রন, ফলিক অ্যাসিড রয়েছে । যা ভ্রূণের বিকাশে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি-12 আছে এতে (West Bengal rice distribution)।

আরও পড়ুন: গত 19 মাসে সবচেয়ে কম পাইকারি মূল্যবৃদ্ধির হার

ফর্টিফায়েড রাইস কার্নেল (FRK) তৈরির জন্য সাধারণ চালে আয়রন, জিঙ্ক, ভিটামিন এবং অনুরূপ পৌষ্টিক উপাদান যোগ করা হয় । তারপর এই এফআরকে-কে (fortified rice kernels) একটি নির্দিষ্ট অনুপাতে সাধারণ চালের সঙ্গে মিশ্রিত করা হয় ফর্টিফায়েড চাল তৈরির জন্য ৷ সাধারণত 1 কেজি এফআরকে-কে 100 কেজি সাধারণ চালের সঙ্গে মিশিয়ে সরবরাহ করা হয় । বর্তমানে, রাজ্যে সাতটি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে, যারা ফর্টিফায়েড রাইস কার্নেল তৈরি করতে পারে । তবে, চালকল মালিকদের অন্যান্য রাজ্য থেকেও একই জিনিস সংগ্রহ করার স্বাধীনতা দেওয়া হয়েছে । তবে যেখান থেকে তা সংগ্রহ করা হবে তাদের এফএসএসএআই শংসাপত্র থাকতে হবে ৷

এই রাজ্যে প্রায় 1200টি রাইস মিল রয়েছে ৷ খাদ্য দফতরের নিয়ম অনুসারে, রাজ্যকে প্রতি কেজি চালের জন্য অতিরিক্ত 73 পয়সা খরচ করতে হবে ৷ জনসংখ্যার বৃহৎ অংশের মধ্যে রক্তাল্পতা এবং মাইক্রো-নিউট্রিয়েন্টের ঘাটতি কমাতে, কেন্দ্রীয় সরকারও রেশন দোকানগুলির মাধ্যমে এই চাল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ৷

কলকাতা, 14 নভেম্বর: অগ্রিম চাল বিতরণ শুরু করল রাজ্য খাদ্য ও সরবরাহ বিভাগ । আগামী বছর জানুয়ারি মাস থেকে যে চাল বিতরণ করার কথা ছিল, তা রাজ্যের বিভিন্ন জেলার রেশন দোকানগুলি থেকে এখনই বিতরণ করা শুরু হয়েছে । সরবরাহ করা হচ্ছে কেন্দ্রীয় খাদ্য সংস্থা প্রেরিত ফোর্টিফায়েড চাল (Fortified Rice Distribution started in West Bengal)।

এই প্রসঙ্গে রাজ্য খাদ্য ও সরবরাহ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, সাধারণত 2023 সালের জানুয়ারি থেকে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে ফোর্টিফায়েড রাইস বা সুরক্ষিত চাল বিতরণ করার পরিকল্পনা ছিল । বাকি জেলাগুলিতে আগামী বছরের এপ্রিল থেকে এই চাল বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে । তবে, এরই মধ্যে সুবিধাভোগীরা রেশনের সাধারণ চালের পাশাপাশি ফোর্টিফায়েড চাল পেতে শুরু করেছেন । অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং মিড-ডে মিল প্রকল্পেও চলতি বছরের এপ্রিল থেকে ফোর্টিফায়েড চাল দেওয়া শুরু হয়েছে (Fortified Rice Distribution) ৷

খাদ্য ও সরবরাহ বিভাগের আর এক আধিকারিক বলেন, "অতীতে এমন কিছু অভিযোগ এসেছে যেখানে উপভোক্তারা দাবি করেছেন তাঁরা রেশনে প্লাস্টিকের চাল পেয়েছেন । আমরা নিশ্চিত করব তাঁরা যে চাল পেয়েছেন তা প্রকৃতপক্ষে সুরক্ষিত চাল । যার খাদ্যমূল্য সাধারণ চালের চেয়ে অনেক বেশি । কোনও রকম বিভ্রান্তি ব্যাপার নেই ।" তিনি আরও জানিয়েছেন, সুরক্ষিত চালে মাইক্রোনিউট্রিয়েন্টের পাশাপাশি আয়রন, ফলিক অ্যাসিড রয়েছে । যা ভ্রূণের বিকাশে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি-12 আছে এতে (West Bengal rice distribution)।

আরও পড়ুন: গত 19 মাসে সবচেয়ে কম পাইকারি মূল্যবৃদ্ধির হার

ফর্টিফায়েড রাইস কার্নেল (FRK) তৈরির জন্য সাধারণ চালে আয়রন, জিঙ্ক, ভিটামিন এবং অনুরূপ পৌষ্টিক উপাদান যোগ করা হয় । তারপর এই এফআরকে-কে (fortified rice kernels) একটি নির্দিষ্ট অনুপাতে সাধারণ চালের সঙ্গে মিশ্রিত করা হয় ফর্টিফায়েড চাল তৈরির জন্য ৷ সাধারণত 1 কেজি এফআরকে-কে 100 কেজি সাধারণ চালের সঙ্গে মিশিয়ে সরবরাহ করা হয় । বর্তমানে, রাজ্যে সাতটি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে, যারা ফর্টিফায়েড রাইস কার্নেল তৈরি করতে পারে । তবে, চালকল মালিকদের অন্যান্য রাজ্য থেকেও একই জিনিস সংগ্রহ করার স্বাধীনতা দেওয়া হয়েছে । তবে যেখান থেকে তা সংগ্রহ করা হবে তাদের এফএসএসএআই শংসাপত্র থাকতে হবে ৷

এই রাজ্যে প্রায় 1200টি রাইস মিল রয়েছে ৷ খাদ্য দফতরের নিয়ম অনুসারে, রাজ্যকে প্রতি কেজি চালের জন্য অতিরিক্ত 73 পয়সা খরচ করতে হবে ৷ জনসংখ্যার বৃহৎ অংশের মধ্যে রক্তাল্পতা এবং মাইক্রো-নিউট্রিয়েন্টের ঘাটতি কমাতে, কেন্দ্রীয় সরকারও রেশন দোকানগুলির মাধ্যমে এই চাল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.