ETV Bharat / state

Bethune School: 175 বছরে বেথুন স্কুল, গানে গানে পুরোনো দিনকে স্মরণ প্রাক্তনীদের - 175 বছরে বেথুন

বেথুন কলেজিয়েট স্কুলের 175 বছর পূর্তির উৎসবে সামিল আট থেকে আশি ৷ পুরোনো ছাত্রীরা করলেন স্মৃতিচারণা ৷ জালালেন কেমন ছিল আজ থেকে 60-70 বছর আগে এই স্কুল ৷ 81 বছরের এক প্রাক্তনী স্কুলকে নিয়ে লিখেছেন গানও ৷

Bethune School 175th yr Celebration
বেথুন কলেজিয়েট স্কুল
author img

By

Published : May 9, 2023, 8:09 PM IST

বেথুন কলেজিয়েট স্কুলের 175 বছর

কলকাতা, 9 মে: স্কুলের প্রতিষ্ঠা দিবস ৷ তাই শত ব্যস্ততা কাটিয়েও স্কুলে আসতে হবে । এই ইচ্ছা নিয়েই আবাল বৃদ্ধবনিতার ভিড় দেখা গেল বেথুন কলেজিয়েট স্কুলে । নারী শিক্ষার প্রথম নির্দশন বেথুন স্কুলের 175 বছর পূর্ণ হল 7 মে । তাই সেদিন বয়সকে তোয়াক্কা না-করে অসুস্থতাকে পিছনে ফেলে বহু ছাত্রী থেকে শিক্ষিকা এসেছেন শুধুমাত্র স্কুলের টানে । আর স্কুলে পা-রেখেই সকলের মনে পড়ছে পুরোনো সেই দিনের কথা । কেউ দেখেছে স্কুলের 100 বছর আবার কেউ 150 । তবে বছর ঘুরলেও স্কুলের কোনও পরিবর্তন হয়নি বলেই জানাচ্ছেন প্রাক্তনীরা ।

1960 সালে ওই স্কুল থেকেই পাশ করেছেন কৃষ্ণা চক্রবর্তী । আজ তাঁর বয়স প্রায় 81 । শারীরিক অসুস্থতাকে পিছনে ফেলে তিনি পৌঁছেছেন নিজের স্কুলবাড়িতে । তিনি জানান, কিছু ক্লাসরুম ছাড়া বড় আর কোনও বদল নেই স্কুলের । একটা লাইব্রেরি ছিল হল ঘরে, তা এখন অন্য জায়গায় । তাঁদের সময় একজন পুরুষ শিক্ষক ছিলেন বলে তিনি জানান । কৃষ্ণা চক্রবর্তী বলেন, "শিক্ষিকারা সবাই আমাদের শাস্তি দিতেন ৷ কিন্তু গায়ে হাত দেননি কোনওদিন ।" এই বয়সে এসেও নিজের স্কুল ও স্কুলবাড়িকে নিয়ে একটি গানও লিখেছেন তিনি । সেই গানও শোনালেন ইটিভি ভারতকে । তার কিছু বছর পর অতএব 1967 সালে ওই স্কুল থেকেই পাশ করেছেন পার্বতী ভট্টাচার্য । স্কুলের 150 বছরে তিনি ছিলেন স্কুলে । তাঁরও গলায় একই সুর । স্কুল বাড়ির পরিবর্তন হয়নি বলে তিনি জানান ।

অন্যদিকে 1980 সালে ওই স্কুল থেকেই পাশ করেছেন শাশ্বতী অধিকারী । তারপরে ওই স্কুলেই শিক্ষিকা এবং পরে প্রধান শিক্ষিকা হয়ে দায়িত্ব সামলেছেন তিনি । শাশ্বতী বলেন, "আমাদের স্কুল এখন অনেক আধুনিক হয়েছে । মেশিনের ব্যবহার বেড়েছে । ল্যাব উন্নত হয়েছে ৷ স্পেশাল চাইল্ডদের জন্য বাথরুমে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ।" এমনকী প্রধান শিক্ষিকা থাকার সময় থেকে এই স্কুলের প্রতিটা ক্লাসের নামকরণ করেছিলেন তিনি । তার কারণ হিসেবে তিনি জানান, প্রতিটা ক্লাসের নাম থাকলে আর সেটা দিয়ে ডাকলে শুনতে ভালো লাগে। তাই এই ভাবনা ।

আরও পড়ুন: 175তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পদযাত্রা, উৎসবে ভাসল বেথুন স্কুল

তবে স্কুলের জন্মদিন উপলক্ষে সুদূর সিকিম থেকে হেদুয়া এসেছে এক প্রাক্তন ছাত্রী সাগরিকা । তিনিও 1980 সালে পাশ করেছেন বেথুন স্কুল থেকে । তিনি বলেন, "একমাত্র স্কুলের জন্মদিন উপলক্ষে আমি এসেছি । স্কুলের ইউনিফর্মের একটু বদল হয়েছে । এছাড়া সব একই রয়ে গিয়েছে ।" এমনকী আজও যখন দেখেন বেথুনের পোশাক পরে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে তখনও ছুটে তার হাত ধরতে ইচ্ছা করে প্রাক্তনীদের ।

বেথুন কলেজিয়েট স্কুলের 175 বছর

কলকাতা, 9 মে: স্কুলের প্রতিষ্ঠা দিবস ৷ তাই শত ব্যস্ততা কাটিয়েও স্কুলে আসতে হবে । এই ইচ্ছা নিয়েই আবাল বৃদ্ধবনিতার ভিড় দেখা গেল বেথুন কলেজিয়েট স্কুলে । নারী শিক্ষার প্রথম নির্দশন বেথুন স্কুলের 175 বছর পূর্ণ হল 7 মে । তাই সেদিন বয়সকে তোয়াক্কা না-করে অসুস্থতাকে পিছনে ফেলে বহু ছাত্রী থেকে শিক্ষিকা এসেছেন শুধুমাত্র স্কুলের টানে । আর স্কুলে পা-রেখেই সকলের মনে পড়ছে পুরোনো সেই দিনের কথা । কেউ দেখেছে স্কুলের 100 বছর আবার কেউ 150 । তবে বছর ঘুরলেও স্কুলের কোনও পরিবর্তন হয়নি বলেই জানাচ্ছেন প্রাক্তনীরা ।

1960 সালে ওই স্কুল থেকেই পাশ করেছেন কৃষ্ণা চক্রবর্তী । আজ তাঁর বয়স প্রায় 81 । শারীরিক অসুস্থতাকে পিছনে ফেলে তিনি পৌঁছেছেন নিজের স্কুলবাড়িতে । তিনি জানান, কিছু ক্লাসরুম ছাড়া বড় আর কোনও বদল নেই স্কুলের । একটা লাইব্রেরি ছিল হল ঘরে, তা এখন অন্য জায়গায় । তাঁদের সময় একজন পুরুষ শিক্ষক ছিলেন বলে তিনি জানান । কৃষ্ণা চক্রবর্তী বলেন, "শিক্ষিকারা সবাই আমাদের শাস্তি দিতেন ৷ কিন্তু গায়ে হাত দেননি কোনওদিন ।" এই বয়সে এসেও নিজের স্কুল ও স্কুলবাড়িকে নিয়ে একটি গানও লিখেছেন তিনি । সেই গানও শোনালেন ইটিভি ভারতকে । তার কিছু বছর পর অতএব 1967 সালে ওই স্কুল থেকেই পাশ করেছেন পার্বতী ভট্টাচার্য । স্কুলের 150 বছরে তিনি ছিলেন স্কুলে । তাঁরও গলায় একই সুর । স্কুল বাড়ির পরিবর্তন হয়নি বলে তিনি জানান ।

অন্যদিকে 1980 সালে ওই স্কুল থেকেই পাশ করেছেন শাশ্বতী অধিকারী । তারপরে ওই স্কুলেই শিক্ষিকা এবং পরে প্রধান শিক্ষিকা হয়ে দায়িত্ব সামলেছেন তিনি । শাশ্বতী বলেন, "আমাদের স্কুল এখন অনেক আধুনিক হয়েছে । মেশিনের ব্যবহার বেড়েছে । ল্যাব উন্নত হয়েছে ৷ স্পেশাল চাইল্ডদের জন্য বাথরুমে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ।" এমনকী প্রধান শিক্ষিকা থাকার সময় থেকে এই স্কুলের প্রতিটা ক্লাসের নামকরণ করেছিলেন তিনি । তার কারণ হিসেবে তিনি জানান, প্রতিটা ক্লাসের নাম থাকলে আর সেটা দিয়ে ডাকলে শুনতে ভালো লাগে। তাই এই ভাবনা ।

আরও পড়ুন: 175তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পদযাত্রা, উৎসবে ভাসল বেথুন স্কুল

তবে স্কুলের জন্মদিন উপলক্ষে সুদূর সিকিম থেকে হেদুয়া এসেছে এক প্রাক্তন ছাত্রী সাগরিকা । তিনিও 1980 সালে পাশ করেছেন বেথুন স্কুল থেকে । তিনি বলেন, "একমাত্র স্কুলের জন্মদিন উপলক্ষে আমি এসেছি । স্কুলের ইউনিফর্মের একটু বদল হয়েছে । এছাড়া সব একই রয়ে গিয়েছে ।" এমনকী আজও যখন দেখেন বেথুনের পোশাক পরে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে তখনও ছুটে তার হাত ধরতে ইচ্ছা করে প্রাক্তনীদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.