ETV Bharat / state

Dinesh Slams Mamata: দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করা অনুচিত, বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা - ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বালাসোরে রেল দুর্ঘটনা নিয়ে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পালটা সমালোচনায় মমতাকে নিশানা করলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দীনেশ ত্রিবেদী ৷ প্রাক্তন রেলমন্ত্রী এই নিয়ে রাজনীতি না করার অনুরোধ করেছেন মমতাকে ৷

Dinesh Slams Mamata
Dinesh Slams Mamata
author img

By

Published : Jun 6, 2023, 1:52 PM IST

Updated : Jun 6, 2023, 2:16 PM IST

বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা

নৈনিতাল (উত্তরাখণ্ড), 6 জুন: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পালটা সরব হলেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী ৷ তাঁর কথায়, ‘‘যদি মমতা বলেন যে ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে বলব কালো চশমা পরলে তো সব কিছু কালো দেখাবে ৷’’

লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকাকালীনই রেলমন্ত্রী হয়েছিলেন দীনেশ ৷ 2012 সালের রেল বাজেটে ভাড়া বৃদ্ধির জেরে তাঁকে ওই পদ থেকে সরতে হয় ৷ 2019 সালের লোকসভা ভোটে তিনি হেরে যান ৷ পরে তৃণমূল তাঁকে রাজ্যসভার সদস্য করে ৷ 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে দীনেশ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী তাঁর প্রাক্তন দলনেত্রীর উদ্দেশ্যে বলেছেন, ‘‘দেশের সুরক্ষার বিষয়, এখন রাজনীতি করবেন না ৷’’

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত ? রেলের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ মমতার

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ৷ সেই দুর্ঘটনায় এখনও প্রায় পর্যন্ত 270 জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷ আহতের সংখ্যা প্রায় হাজারখানেক ৷ এই নিয়ে গত শনিবার থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ যদিও অন্তর্ঘাতের তত্ত্ব খাড়া করে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে রেলের তরফে ৷ এই পরিস্থিতিতেও এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর থামছে না ৷ এই প্রসঙ্গেই দীনেশ ত্রিবেদী তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷

প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সিনিয়র রাজনৈতিক নেত্রী ৷ তিনি বাংলার মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কী বলতে পারি ! শুধু এটুকু বলতে পারি যে যখন দেশের সুরক্ষার প্রশ্ন আসে ওই সময় সম্ভবত রাজনীতি করা উচিত নয় ৷ রাজনীতির জন্য অনেক পাওয়া যাবে, অনেক সময় পাওয়া যাবে ৷ আর এই দেশ অনেক বড়, বিষয় অনেক পাওয়া যেতে পারে ৷ কিন্তু যখন দেশের সুরক্ষার বিষয় রয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্য়ায় হোক, বা অন্য কেউ হোক, এই সময় যদি আপনি চিতা নিয়ে রাজনীতি করেন, সেটা উচিত নয় ৷’’

Dinesh Slams Mamata
বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা

এর পর তিনি অন্তর্ঘাতের প্রসঙ্গ তুলেছেন ৷ বলেছেন, ‘‘আজ যখন রেলের আধিকারিকরা বলছেন, ‘আমারা জানতে পেরেছি এই দুর্ঘটনা কীভাবে হল এবং কেন হল ৷ আর এটা অপরাধের দিকে ইঙ্গিত করছে ৷’ তাহলে ব্যাপারটা বুঝুন, যতক্ষণ না পুরো রিপোর্ট না আসছে, তাঁরা বলবেন না, এটাই হওয়া উচিত ৷ কিন্তু ইঙ্গিত কোন দিকে ! ইশারা এই দিকে যে দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হয়তো করা হচ্ছিল ৷ যারা এই ষড়যন্ত্র করেছে, তাদের হয়তো আরও লোককে মারার পরিকল্পনা ছিল ৷’’

Dinesh Slams Mamata
বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা

একই সঙ্গে এই বিষয়ে তাঁর আরও বক্তব্য, ‘‘কিন্তু বিপর্যয় মোকাবিলা দফতর, রেল, ওড়িশার মুখ্যমন্ত্রী, সবাই মিলে পুরো সহযোগিতা করেছেন ৷ যাঁরা মারা গিয়েছেন, তাঁদের তো ফিরিয়ে আনা সম্ভব নয় ৷ আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, ‘যেই দোষী হোক, তাকে ছেড়ে দেওয়া হবে না ৷’ এর অর্থ এটাই, কোথাও না কোথাও অন্তর্ঘাতের দিকে ইশারা করা হচ্ছে ৷ যদি মমতা বলেন যে ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে বলব কালো চশমা পরলে তো সব কিছু কালো দেখাবে ৷ দেশের সুরক্ষার বিষয়, এখন রাজনীতি করবেন না ৷’’

Dinesh Slams Mamata
বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা

এই নিয়ে তৃণমূলের তরফে কোনও বক্তব্য পাওয়া না গেলেও কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই নিয়ে নাম না করে দীনেশ ত্রিবেদীর সমালোচনা করেছেন ৷ সোমবার রাতে এই নিয়ে টুইট করেন জয়রাম রমেশ ৷ সেখানে তিনি লেখেন, ‘‘একজন প্রাক্তন রেলমন্ত্রী, যিনি 7 মাস ধরে দায়িত্বে ছিলেন এবং পরে বিজেপিতে চলে যান, তিনি ভয়ঙ্কর ওড়িশার দুর্ঘটনা সম্পর্কে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরছেন । তিনি মরিয়া হয়ে বিজেপি নেতৃত্বকে বোঝাতে চেষ্টা করছেন, যাতে তিনি তার লুটিয়েন্স দিল্লির বাংলো রাখতে পারেন, যা তিনি 18 মাস আগে সাংসদ পদ থেকে পদত্যাগের পরেও খালি করেননি । করুণ পরিস্থিতি !’’

  • A former Railway minister, who held office for 7 months and later defected to BJP, is coming up with cock-n-bull theories about the horrific Odisha accident. He is desperately trying to impress the BJP leadership so he can keep his Lutyens Delhi bungalow, which he hasn’t vacated…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) June 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জয়রামের টুইটটি পরে রিটুইট করেন তৃণমূল নেতা সাকেত গোখলে ৷ তিনি লেখেন, ‘‘একদম ঠিক বলেছেন জয়রাম রমেশ৷ ঘটনাচক্রে, বিজেপি এই প্রাক্তন রেলমন্ত্রীকে ‘সংসদীয় গ্রন্থাগারের ডিজিটালাইজেশন’ কমিটিতে নিয়োগ করে একটি লুটিয়েন্স বাংলো দখল করার অনুমতি দিয়েছে । এই কমিটিতে কতজন আছেন ? একজন - শুধুমাত্র এই মানুষটি নিজেই ৷’’

  • Perfectly said Mr. @Jairam_Ramesh!

    Incidentally, the BJP has allowed this former railway minister to occupy a Lutyens Bungalow by appointing him to the “Digitization of Parliamentary Library” committee.

    How many people on this committee? ONE - only this man himself.

    These… https://t.co/i5JtfiM6Lw

    — Saket Gokhale (@SaketGokhale) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর অভিযোগ, এই বাংলোগুলো রয়েছে শুধুমাত্র সাংসদদের সেবা করার জন্য । কিন্তু লোকসভা ও রাজ্যসভার সচিবালয়ের একটি আরটিআই প্রতিক্রিয়া তাঁকে জানিয়েছে যে বিজেপি তাদের নেতৃত্বের তোষামদ করানোর জন্য ওই বাংলোগুলি দেওয়া হয় ৷ অনেক সময় সাংসদদের অতিথিদের থাকার জন্য বিজেপি কর্মীদের ওই বাংলো দেওয়া হয় ৷

আরও পড়ুন: রেল বিপর্যয়ের তদন্তে সম্ভবত আজই দিল্লি থেকে বালাসোরে সিবিআই তদন্তকারীরা

বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা

নৈনিতাল (উত্তরাখণ্ড), 6 জুন: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পালটা সরব হলেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী ৷ তাঁর কথায়, ‘‘যদি মমতা বলেন যে ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে বলব কালো চশমা পরলে তো সব কিছু কালো দেখাবে ৷’’

লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকাকালীনই রেলমন্ত্রী হয়েছিলেন দীনেশ ৷ 2012 সালের রেল বাজেটে ভাড়া বৃদ্ধির জেরে তাঁকে ওই পদ থেকে সরতে হয় ৷ 2019 সালের লোকসভা ভোটে তিনি হেরে যান ৷ পরে তৃণমূল তাঁকে রাজ্যসভার সদস্য করে ৷ 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে দীনেশ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী তাঁর প্রাক্তন দলনেত্রীর উদ্দেশ্যে বলেছেন, ‘‘দেশের সুরক্ষার বিষয়, এখন রাজনীতি করবেন না ৷’’

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত ? রেলের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ মমতার

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ৷ সেই দুর্ঘটনায় এখনও প্রায় পর্যন্ত 270 জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷ আহতের সংখ্যা প্রায় হাজারখানেক ৷ এই নিয়ে গত শনিবার থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ যদিও অন্তর্ঘাতের তত্ত্ব খাড়া করে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে রেলের তরফে ৷ এই পরিস্থিতিতেও এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর থামছে না ৷ এই প্রসঙ্গেই দীনেশ ত্রিবেদী তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷

প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সিনিয়র রাজনৈতিক নেত্রী ৷ তিনি বাংলার মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কী বলতে পারি ! শুধু এটুকু বলতে পারি যে যখন দেশের সুরক্ষার প্রশ্ন আসে ওই সময় সম্ভবত রাজনীতি করা উচিত নয় ৷ রাজনীতির জন্য অনেক পাওয়া যাবে, অনেক সময় পাওয়া যাবে ৷ আর এই দেশ অনেক বড়, বিষয় অনেক পাওয়া যেতে পারে ৷ কিন্তু যখন দেশের সুরক্ষার বিষয় রয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্য়ায় হোক, বা অন্য কেউ হোক, এই সময় যদি আপনি চিতা নিয়ে রাজনীতি করেন, সেটা উচিত নয় ৷’’

Dinesh Slams Mamata
বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা

এর পর তিনি অন্তর্ঘাতের প্রসঙ্গ তুলেছেন ৷ বলেছেন, ‘‘আজ যখন রেলের আধিকারিকরা বলছেন, ‘আমারা জানতে পেরেছি এই দুর্ঘটনা কীভাবে হল এবং কেন হল ৷ আর এটা অপরাধের দিকে ইঙ্গিত করছে ৷’ তাহলে ব্যাপারটা বুঝুন, যতক্ষণ না পুরো রিপোর্ট না আসছে, তাঁরা বলবেন না, এটাই হওয়া উচিত ৷ কিন্তু ইঙ্গিত কোন দিকে ! ইশারা এই দিকে যে দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হয়তো করা হচ্ছিল ৷ যারা এই ষড়যন্ত্র করেছে, তাদের হয়তো আরও লোককে মারার পরিকল্পনা ছিল ৷’’

Dinesh Slams Mamata
বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা

একই সঙ্গে এই বিষয়ে তাঁর আরও বক্তব্য, ‘‘কিন্তু বিপর্যয় মোকাবিলা দফতর, রেল, ওড়িশার মুখ্যমন্ত্রী, সবাই মিলে পুরো সহযোগিতা করেছেন ৷ যাঁরা মারা গিয়েছেন, তাঁদের তো ফিরিয়ে আনা সম্ভব নয় ৷ আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, ‘যেই দোষী হোক, তাকে ছেড়ে দেওয়া হবে না ৷’ এর অর্থ এটাই, কোথাও না কোথাও অন্তর্ঘাতের দিকে ইশারা করা হচ্ছে ৷ যদি মমতা বলেন যে ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে বলব কালো চশমা পরলে তো সব কিছু কালো দেখাবে ৷ দেশের সুরক্ষার বিষয়, এখন রাজনীতি করবেন না ৷’’

Dinesh Slams Mamata
বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা

এই নিয়ে তৃণমূলের তরফে কোনও বক্তব্য পাওয়া না গেলেও কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই নিয়ে নাম না করে দীনেশ ত্রিবেদীর সমালোচনা করেছেন ৷ সোমবার রাতে এই নিয়ে টুইট করেন জয়রাম রমেশ ৷ সেখানে তিনি লেখেন, ‘‘একজন প্রাক্তন রেলমন্ত্রী, যিনি 7 মাস ধরে দায়িত্বে ছিলেন এবং পরে বিজেপিতে চলে যান, তিনি ভয়ঙ্কর ওড়িশার দুর্ঘটনা সম্পর্কে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরছেন । তিনি মরিয়া হয়ে বিজেপি নেতৃত্বকে বোঝাতে চেষ্টা করছেন, যাতে তিনি তার লুটিয়েন্স দিল্লির বাংলো রাখতে পারেন, যা তিনি 18 মাস আগে সাংসদ পদ থেকে পদত্যাগের পরেও খালি করেননি । করুণ পরিস্থিতি !’’

  • A former Railway minister, who held office for 7 months and later defected to BJP, is coming up with cock-n-bull theories about the horrific Odisha accident. He is desperately trying to impress the BJP leadership so he can keep his Lutyens Delhi bungalow, which he hasn’t vacated…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) June 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জয়রামের টুইটটি পরে রিটুইট করেন তৃণমূল নেতা সাকেত গোখলে ৷ তিনি লেখেন, ‘‘একদম ঠিক বলেছেন জয়রাম রমেশ৷ ঘটনাচক্রে, বিজেপি এই প্রাক্তন রেলমন্ত্রীকে ‘সংসদীয় গ্রন্থাগারের ডিজিটালাইজেশন’ কমিটিতে নিয়োগ করে একটি লুটিয়েন্স বাংলো দখল করার অনুমতি দিয়েছে । এই কমিটিতে কতজন আছেন ? একজন - শুধুমাত্র এই মানুষটি নিজেই ৷’’

  • Perfectly said Mr. @Jairam_Ramesh!

    Incidentally, the BJP has allowed this former railway minister to occupy a Lutyens Bungalow by appointing him to the “Digitization of Parliamentary Library” committee.

    How many people on this committee? ONE - only this man himself.

    These… https://t.co/i5JtfiM6Lw

    — Saket Gokhale (@SaketGokhale) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর অভিযোগ, এই বাংলোগুলো রয়েছে শুধুমাত্র সাংসদদের সেবা করার জন্য । কিন্তু লোকসভা ও রাজ্যসভার সচিবালয়ের একটি আরটিআই প্রতিক্রিয়া তাঁকে জানিয়েছে যে বিজেপি তাদের নেতৃত্বের তোষামদ করানোর জন্য ওই বাংলোগুলি দেওয়া হয় ৷ অনেক সময় সাংসদদের অতিথিদের থাকার জন্য বিজেপি কর্মীদের ওই বাংলো দেওয়া হয় ৷

আরও পড়ুন: রেল বিপর্যয়ের তদন্তে সম্ভবত আজই দিল্লি থেকে বালাসোরে সিবিআই তদন্তকারীরা

Last Updated : Jun 6, 2023, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.