ETV Bharat / state

দুর্যোগে পশু-পাখিদেরও সাবধানে রাখুন, ভিডিয়ো বার্তা লক্ষ্মীরতন শুক্লার - সচেতন থাকার বার্তা

আসছে যশ ৷ সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷ মানুষকে বাঁচানোর সব রকম ব্যবস্থা নিয়েছ ৷ এবার পশুপাখিদের সাবধানে রাখার বার্তা দিলেন প্রাক্তন মন্ত্রী তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ৷ একটি ভিডিয়োয় তিনি এই অনুরোধ করেন সবাইকে ৷

পশুপাখিদের যত্ন নেওয়ার বার্তা লক্ষ্মীরতন শুক্লার
পশুপাখিদের যত্ন নেওয়ার বার্তা লক্ষ্মীরতন শুক্লার
author img

By

Published : May 26, 2021, 11:12 AM IST

কলকাতা, 26 মে : আর কয়েক ঘণ্টার মধ্যেই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ । ইতিমধ্যে নবান্ন থেকে গোটা রাজ্যে জারি করা হয়েছে লাল সর্তকতা । বিপর্যয় মোকাবিলায় সব রকমের সাবধানতা অবলম্বন করছে রাজ্য সরকার । উপকূলবর্তী অঞ্চল থেকে সাধারণ মানুষদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে নিরাপদ স্থানে ৷ মানুষদের কথা ভাবা যেমন জরুরি, তেমনই নিরীহ পশুপাখিদের কথা ভুলে গেলে চলবে না, বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ।

আরও পড়ুন : ধেয়ে আসছে যশ, সকাল থেকেই উত্তাল গঙ্গাসাগর; ঝড়ো হাওয়া গোসাবায়

পশুপাখিদের যত্ন নেওয়ার বার্তা লক্ষ্মীরতন শুক্লার

একটি ভিডিয়ো মেসেজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, এই দুর্যোগে পশু-পাখিদেরও নিরাপদ স্থানে রাখতে হবে । ঝড় চলাকালীন কেউ যেন পশু-পাখিদের খোলা জায়গায় না রাখেন । যাঁদের বাড়িতে কোনও পশু বা পাখি আছে, তাঁরা যেন সতর্ক থাকেন । ঘরের ভিতরে গাছের ডাল অথবা কোনও কিছু উড়ে এসে তাদের উপর পড়ে আঘাত লাগতে পারে, তাই পোষ্যদের নির্দিষ্ট একটি ঘরে রাখার কথা বলেছেন তিনি । সবাইকে সচেতন থাকার কথা জানিয়েছেন ভিডিয়োতে ।

কলকাতা, 26 মে : আর কয়েক ঘণ্টার মধ্যেই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ । ইতিমধ্যে নবান্ন থেকে গোটা রাজ্যে জারি করা হয়েছে লাল সর্তকতা । বিপর্যয় মোকাবিলায় সব রকমের সাবধানতা অবলম্বন করছে রাজ্য সরকার । উপকূলবর্তী অঞ্চল থেকে সাধারণ মানুষদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে নিরাপদ স্থানে ৷ মানুষদের কথা ভাবা যেমন জরুরি, তেমনই নিরীহ পশুপাখিদের কথা ভুলে গেলে চলবে না, বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ।

আরও পড়ুন : ধেয়ে আসছে যশ, সকাল থেকেই উত্তাল গঙ্গাসাগর; ঝড়ো হাওয়া গোসাবায়

পশুপাখিদের যত্ন নেওয়ার বার্তা লক্ষ্মীরতন শুক্লার

একটি ভিডিয়ো মেসেজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, এই দুর্যোগে পশু-পাখিদেরও নিরাপদ স্থানে রাখতে হবে । ঝড় চলাকালীন কেউ যেন পশু-পাখিদের খোলা জায়গায় না রাখেন । যাঁদের বাড়িতে কোনও পশু বা পাখি আছে, তাঁরা যেন সতর্ক থাকেন । ঘরের ভিতরে গাছের ডাল অথবা কোনও কিছু উড়ে এসে তাদের উপর পড়ে আঘাত লাগতে পারে, তাই পোষ্যদের নির্দিষ্ট একটি ঘরে রাখার কথা বলেছেন তিনি । সবাইকে সচেতন থাকার কথা জানিয়েছেন ভিডিয়োতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.