ETV Bharat / state

প্রয়াত প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত - former left MP Gurudas Dasgupta passes away

মারা গেলেন প্রাক্তন বাম সাংসদ গুরুদাস দাশগুপ্ত ৷ নিজের বাড়িতেই আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর মৃত্যুতে দুঃখপ্রকাশ করে রাজনৈতিক মহল ৷

গুরুদাস দাশগুপ্ত
author img

By

Published : Oct 31, 2019, 7:53 AM IST

Updated : Oct 31, 2019, 10:54 PM IST

কলকাতা, 31 অক্টোবর : প্রয়াত হলেন প্রাক্তন বাম সাংসদ গুরুদাস দাশগুপ্ত ৷ বয়স হয়েছিল 83 বছর ৷ হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরে ৷ আজ ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ আগামী কাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

পশ্চিমবঙ্গের CPI সেক্রেটারি স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ সকাল ছ'টা নাগাদ কলকাতায় নিজের বাড়িতে মারা যান গুরুদাস দাশগুপ্ত ৷ শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে নিজের পদ থেকেও সরে গিয়েছিলেন ৷"

গুরুদাস দাশগুপ্ত 1936 সালের 3 নভেম্বর জন্মগ্রহণ করেন ৷ এই CPI নেতা 1985 সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ৷ 2001 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (AITUC) সাধারণ সম্পাদক নির্বাচিত হন ৷ 2004 সালে লোকসভা নির্বাচনে পাঁশকুড়া থেকে জয়ী হন ৷ 2009 সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন ৷

গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইট করেন, "CPI নেতা গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে দুঃখিত । সংসদ সদস্য ও ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে তাঁর অবদানের জন্য তাঁকে সবাই মনে রাখবে । তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই ।"

  • Saddened at the passing away of CPI leader Gurudas Dashgupta ji. He will be remembered for his contribution to the nation as a Parliamentarian and trade union leader. Condolences to his family, friends and colleagues

    — Mamata Banerjee (@MamataOfficial) October 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷ তিনি টুইট করেন, "গুরুদাস দাশগুপ্তর মৃত্যু দেশের জন্য একটা বড় ক্ষতি ৷"

  • Passing away of veteran leader and trade unionist Gurudas Dasgupta is a big loss for the nation.
    He will always be remembered for his brilliant parliamentary track record and probity in public life.

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) October 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি বলেন, "গুরুদাস দাশগুপ্ত আজ আর নেই, ভাবতেই পারছি না ৷ একজন প্রকৃত শ্রমিক নেতা, গরিব মানুষের নেতা ছিলেন ৷ আমি শোকাহত ৷ একজন মানুষের মতো মানুষকে হারালাম ৷"

  • গুরুদাস দাশগুপ্ত আজ আর নেই ― ভাবতে পারছিনা।
    একজন প্রকৃত শ্রমিক নেতা, গরিব মানুষের নেতা ছিলেন তিনি। আমি শোকাহত, একজন মানুষের মত মানুষ হারালাম।#RIP #gurudasdasgupta

    — Adhir Chowdhury (@adhirrcinc) October 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "ট্রেড ইউনিয়ন আন্দোলনের অবিসংবাদিত নেতা গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ৷ তাঁর মৃত্যুতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হল । প্রয়াত গুরুদাস দাশগুপ্তের রাজনৈতিক সততা, আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে । আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।"

  • Deeply Saddened by the passing away of Veteran Leader & Trade Unionist Gurudas Dasgupta. It is an irreparable loss to the Trade Union movement. His political integrity will continue to inspire generations.
    May his departed soul rest in eternal peace. My Condolences to his family. pic.twitter.com/DmJCVjwPck

    — Somen Mitra (@SomenMitraINC) October 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 31 অক্টোবর : প্রয়াত হলেন প্রাক্তন বাম সাংসদ গুরুদাস দাশগুপ্ত ৷ বয়স হয়েছিল 83 বছর ৷ হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরে ৷ আজ ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ আগামী কাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

পশ্চিমবঙ্গের CPI সেক্রেটারি স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ সকাল ছ'টা নাগাদ কলকাতায় নিজের বাড়িতে মারা যান গুরুদাস দাশগুপ্ত ৷ শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে নিজের পদ থেকেও সরে গিয়েছিলেন ৷"

গুরুদাস দাশগুপ্ত 1936 সালের 3 নভেম্বর জন্মগ্রহণ করেন ৷ এই CPI নেতা 1985 সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ৷ 2001 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (AITUC) সাধারণ সম্পাদক নির্বাচিত হন ৷ 2004 সালে লোকসভা নির্বাচনে পাঁশকুড়া থেকে জয়ী হন ৷ 2009 সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন ৷

গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইট করেন, "CPI নেতা গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে দুঃখিত । সংসদ সদস্য ও ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে তাঁর অবদানের জন্য তাঁকে সবাই মনে রাখবে । তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই ।"

  • Saddened at the passing away of CPI leader Gurudas Dashgupta ji. He will be remembered for his contribution to the nation as a Parliamentarian and trade union leader. Condolences to his family, friends and colleagues

    — Mamata Banerjee (@MamataOfficial) October 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷ তিনি টুইট করেন, "গুরুদাস দাশগুপ্তর মৃত্যু দেশের জন্য একটা বড় ক্ষতি ৷"

  • Passing away of veteran leader and trade unionist Gurudas Dasgupta is a big loss for the nation.
    He will always be remembered for his brilliant parliamentary track record and probity in public life.

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) October 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি বলেন, "গুরুদাস দাশগুপ্ত আজ আর নেই, ভাবতেই পারছি না ৷ একজন প্রকৃত শ্রমিক নেতা, গরিব মানুষের নেতা ছিলেন ৷ আমি শোকাহত ৷ একজন মানুষের মতো মানুষকে হারালাম ৷"

  • গুরুদাস দাশগুপ্ত আজ আর নেই ― ভাবতে পারছিনা।
    একজন প্রকৃত শ্রমিক নেতা, গরিব মানুষের নেতা ছিলেন তিনি। আমি শোকাহত, একজন মানুষের মত মানুষ হারালাম।#RIP #gurudasdasgupta

    — Adhir Chowdhury (@adhirrcinc) October 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "ট্রেড ইউনিয়ন আন্দোলনের অবিসংবাদিত নেতা গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ৷ তাঁর মৃত্যুতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হল । প্রয়াত গুরুদাস দাশগুপ্তের রাজনৈতিক সততা, আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে । আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।"

  • Deeply Saddened by the passing away of Veteran Leader & Trade Unionist Gurudas Dasgupta. It is an irreparable loss to the Trade Union movement. His political integrity will continue to inspire generations.
    May his departed soul rest in eternal peace. My Condolences to his family. pic.twitter.com/DmJCVjwPck

    — Somen Mitra (@SomenMitraINC) October 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

New Delhi, Oct 31 (ANI): John Abraham, who stunned fans with his spectacular performance in 'Batla House' is gearing up for another power-packed role for his upcoming action thriller 'Attack'. The 'Force' star shared a video on his Instagram account, wherein he is seen taking training for shooting with an expert. Lakshya Raj Anand, who marks his directorial debut with the film, had shared the news on his Instagram handle in July."Months of intensive prep has led to this dream turning into a reality and I'm extremely grateful to John Abraham and Ajay Kapoor for making this happen as we embark on this journey together. Also a big special shoutout to Minnakshi Das, Sanyuktha Chawla Shaikh, JA Entertainment," he wrote. The film will be produced by Dheeraj Wadhawan, Ajay Kapoor and John's production house JA Entertainment and is expected to go on floors this December, trade analyst Taran Adarsh shared on his Twitter handle.

Last Updated : Oct 31, 2019, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.