ETV Bharat / state

দুর্গাপুজোয় প্রকাশিত হচ্ছে না নতুন বই, মন খারাপ বুদ্ধদেব ভট্টাচার্যের - Buddhadeb Bhattacharya's new book

বইটি অনেকটাই লেখা হয়ে গিয়েছে । ইচ্ছে ছিল প্রতি বছরের মতো এবছর দুর্গাপুজোয় বইটি প্রকাশ করবেন ৷ কিন্তু শারীরিক অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায় ৷

বুদ্ধদেব ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্য
author img

By

Published : Oct 14, 2020, 3:12 PM IST

কলকাতা, 14 অক্টোবর : এবছর দুর্গাপুজোয় আর প্রকাশিত হচ্ছে না বুদ্ধদেব ভট্টাচার্যের বই ৷ শরীর খারাপ এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে বইটি প্রকাশ পাচ্ছে না ৷ সমকালীন পরিপ্রেক্ষিতে বামপন্থীদের ভূমিকা সংক্রান্ত একটি বই লিখছিলেন তিনি ।

বইটি অনেকটাই লেখা হয়ে গিয়েছে । ইচ্ছে ছিল প্রতি বছরের মতো এবছর দুর্গাপুজোয় বইটি প্রকাশ করবেন ৷ কিন্তু শারীরিক অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায় ৷ গত বছরই তাঁর "স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা" নামে একটি বই প্রকাশ হয়েছিল ৷ তার আগে লিখেছিলেন "নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু"। বই দু’টি গত কয়েক বছর ধরে "বেস্ট সেলারের" তকমা পেয়েছে । এখনও কলেজ স্ট্রিট সহ একাধিক দোকানে বই দু’টির ভালোই বিক্রি হচ্ছে ৷

শারীরিক অসুস্থতার জেরে দীর্ঘদিন গৃহবন্দী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । দীর্ঘদিন ধরে শরীর খারাপ থাকলেও রাজ্য-রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করেন এখনও ৷ নতুন বই লিখছেন ৷ সাম্প্রতিক সময়ের রাজনীতি, কোরোনা সংকটের মাঝে মানুষ, এই সমস্ত বিষয় হয়তো তার নতুন বইতে ঠাঁই পাবে।

কিন্তু এবছর পুজোয় আর তাঁর বই প্রকাশিত হচ্ছে না ৷ তবে এই বছর পুজোয় না হলেও হয়তো বড়দিন বা মাঘ মাসের শ্রীপঞ্চমীতে বা পয়লা বৈশাখে প্রকাশিত হতে পারে তাঁর নতুন বই ।

কলকাতা, 14 অক্টোবর : এবছর দুর্গাপুজোয় আর প্রকাশিত হচ্ছে না বুদ্ধদেব ভট্টাচার্যের বই ৷ শরীর খারাপ এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে বইটি প্রকাশ পাচ্ছে না ৷ সমকালীন পরিপ্রেক্ষিতে বামপন্থীদের ভূমিকা সংক্রান্ত একটি বই লিখছিলেন তিনি ।

বইটি অনেকটাই লেখা হয়ে গিয়েছে । ইচ্ছে ছিল প্রতি বছরের মতো এবছর দুর্গাপুজোয় বইটি প্রকাশ করবেন ৷ কিন্তু শারীরিক অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায় ৷ গত বছরই তাঁর "স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা" নামে একটি বই প্রকাশ হয়েছিল ৷ তার আগে লিখেছিলেন "নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু"। বই দু’টি গত কয়েক বছর ধরে "বেস্ট সেলারের" তকমা পেয়েছে । এখনও কলেজ স্ট্রিট সহ একাধিক দোকানে বই দু’টির ভালোই বিক্রি হচ্ছে ৷

শারীরিক অসুস্থতার জেরে দীর্ঘদিন গৃহবন্দী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । দীর্ঘদিন ধরে শরীর খারাপ থাকলেও রাজ্য-রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করেন এখনও ৷ নতুন বই লিখছেন ৷ সাম্প্রতিক সময়ের রাজনীতি, কোরোনা সংকটের মাঝে মানুষ, এই সমস্ত বিষয় হয়তো তার নতুন বইতে ঠাঁই পাবে।

কিন্তু এবছর পুজোয় আর তাঁর বই প্রকাশিত হচ্ছে না ৷ তবে এই বছর পুজোয় না হলেও হয়তো বড়দিন বা মাঘ মাসের শ্রীপঞ্চমীতে বা পয়লা বৈশাখে প্রকাশিত হতে পারে তাঁর নতুন বই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.