কলকাতা, 31 জুলাই: সিওপিডি-তে আক্রান্ত হয়ে শনিবার থেকে উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ রবিবারই জানানো হয়েছিল সোমবার সকালে সিটি স্ক্যান হবে তাঁর ৷ সেই মতো এদিন সকাল 7.19 মিনিট নাগাদ সিটি স্ক্যান হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ স্ক্যানের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন চিকিৎসকরা ৷
নতুন করে অবস্থার অবনতি না-হলেও এখনও 100 শতাংশ ভেন্টিলেশনেই আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । শনিবার তাঁর জ্বর এসেছিল ৷ তারপর থেকে আর জ্বর আসেনি । চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বাইল্যাটারাল নিউমোনিয়া আক্রান্ত । তবে দু’টি অ্যান্টিবায়োটিকর সাহায্যে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে । বর্তমানে তাঁর রক্তে শর্করার পরিমাণ ঠিক আছে । অক্সিজেনের মাত্রাও নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে । এছাড়াও রবিবারও আরেকটি চিকিৎসকদের দল গঠন করা হয়েছে । তবে চিকিৎসকরা জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের হৃদযন্ত্রের পরিস্থিতি আপাতত ভালো আছে । তাই তিনি লড়াইটা করতে পারছেন । চিকিৎসকরাও দফায় দফায় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে শারীরিক পরিস্থিতির কথা জানাচ্ছেন ৷
শ্বাসনালিতে সংক্রমণ ও শাসকষ্টের সমস্য়া নিয়ে শনিবার দুপুরে হাসপাতালে ভরতি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহল ও তাঁর শুভাকাঙ্খীদের মধ্যে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন করে শারীরিক অবস্থায় খোঁজ নিয়েছেন ৷ রবিবার বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক সিপিএম নেতাকে দেখা গিয়েছেন বুদ্ধদেবের খোঁজ খবর নিতে ৷ পাশাপাশি কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শুরু নওসাদ সিদ্দিকী, সুকান্ত মজুমদার, আশুতোষ চট্টোপাধ্যায়রা তাঁর সুস্থতা কামনা করেছেন ৷ হাসপাতালে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন বিভিন্ন দলের নেতারা।
আরও পড়ুন : নন-ইনভেসিভ ভেন্টিলেশনে বুদ্ধদেব, গঠিত 9 সদস্যের মেডিক্যাল বোর্ড