ETV Bharat / state

উপ-নির্বাচনের ফল নিয়ে উদ্বিগ্ন বুদ্ধদেব ভট্টাচার্য - bedridden Buddhadeb Bhattacharjee

দীর্ঘদিন ধরে শয্যাশায়ী । শীত পড়ায় COPD-র সমস্যা খানিকটা বেড়েছে । তবে আজ সকালে খানিকটা সুস্থ অনুভব করতেই নিলেন দলের খোঁজ ।

Buddhadeb Bhattacharjee is suffering from COPD
বুদ্ধদেব ভট্টাচার্য
author img

By

Published : Dec 1, 2019, 5:59 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ অসুস্থ রয়েছেন বেশ কিছুদিন ৷ শীত পড়ায় COPD-র সমস্যা কিছুটা বেড়েছে । অক্সিজেন নিতে হয় । কিন্তু অসুস্থ হলেও রাজনীতির খোঁজখবর নিতে ভোলেন না তিনি ৷ গত কয়েকদিন ধরে শরীর ভালো নেই । বালিগঞ্জ পাম এভিনিউয়ের ছোট্ট ঘরে রবীন্দ্রনাথ, চার্লি চ্যাপলিন, লেনিন সংক্রান্ত অসংখ্য বই নিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । কথা বললে শ্বাসকষ্ট বাড়ে । খবরের কাগজ পড়ে শোনাতে হয় তাঁকে ।

পারিবারিক সূত্রের খবর, উপ-নির্বাচনে শাসকদলের পক্ষেই জনমত যায় বলে অতীতে দেখেছেন তিনি । এমনটাই বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । বাম কংগ্রেস আসন সমঝোতার নিয়ে CPIM-র অন্যতম পরামর্শদাতা ছিলেন তিনি ।

খড়্গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনের ফলে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বাম-কংগ্রেস জোটের ফল আরও কিছুটা ভালো হতে পারত । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে করিমপুরে বাম-কংগ্রেস জোট প্রার্থী জয়ী হতেন, এমনটাই বলেছেন বুদ্ধদেববাবু । তাঁর কথায়, দেশ এবং রাজ্যকে বাঁচাতে বর্তমান দুই শাসকদলের বিরুদ্ধে জোরকদমে লড়তে হবে বামফ্রন্টকে । সহযোগী কংগ্রেস আন্তরিকভাবে সমঝোতায় বিশ্বাস করলে আশানুরূপ ফল হতে পারে বলে জানিয়েছেন তিনি ৷

এখনও পর্যন্ত দল কোনওরকম সমস্যায় পড়লে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শরণাপন্ন হয় । পরামর্শ নিতে দলের সদর দপ্তর, আলিমুদ্দিন স্ট্রিটের মুজ়ফ্ফর আহমেদ ভবন থেকে শীর্ষ নেতৃত্ব ছুটে যান তাঁর কাছে । চরম অসুস্থতা সত্ত্বেও যতটা পারেন সতীর্থদের পরামর্শ দিয়ে সাহায্য করেন তিনি ।

কলকাতা, 1 ডিসেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ অসুস্থ রয়েছেন বেশ কিছুদিন ৷ শীত পড়ায় COPD-র সমস্যা কিছুটা বেড়েছে । অক্সিজেন নিতে হয় । কিন্তু অসুস্থ হলেও রাজনীতির খোঁজখবর নিতে ভোলেন না তিনি ৷ গত কয়েকদিন ধরে শরীর ভালো নেই । বালিগঞ্জ পাম এভিনিউয়ের ছোট্ট ঘরে রবীন্দ্রনাথ, চার্লি চ্যাপলিন, লেনিন সংক্রান্ত অসংখ্য বই নিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । কথা বললে শ্বাসকষ্ট বাড়ে । খবরের কাগজ পড়ে শোনাতে হয় তাঁকে ।

পারিবারিক সূত্রের খবর, উপ-নির্বাচনে শাসকদলের পক্ষেই জনমত যায় বলে অতীতে দেখেছেন তিনি । এমনটাই বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । বাম কংগ্রেস আসন সমঝোতার নিয়ে CPIM-র অন্যতম পরামর্শদাতা ছিলেন তিনি ।

খড়্গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনের ফলে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বাম-কংগ্রেস জোটের ফল আরও কিছুটা ভালো হতে পারত । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে করিমপুরে বাম-কংগ্রেস জোট প্রার্থী জয়ী হতেন, এমনটাই বলেছেন বুদ্ধদেববাবু । তাঁর কথায়, দেশ এবং রাজ্যকে বাঁচাতে বর্তমান দুই শাসকদলের বিরুদ্ধে জোরকদমে লড়তে হবে বামফ্রন্টকে । সহযোগী কংগ্রেস আন্তরিকভাবে সমঝোতায় বিশ্বাস করলে আশানুরূপ ফল হতে পারে বলে জানিয়েছেন তিনি ৷

এখনও পর্যন্ত দল কোনওরকম সমস্যায় পড়লে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শরণাপন্ন হয় । পরামর্শ নিতে দলের সদর দপ্তর, আলিমুদ্দিন স্ট্রিটের মুজ়ফ্ফর আহমেদ ভবন থেকে শীর্ষ নেতৃত্ব ছুটে যান তাঁর কাছে । চরম অসুস্থতা সত্ত্বেও যতটা পারেন সতীর্থদের পরামর্শ দিয়ে সাহায্য করেন তিনি ।

Intro:Body:অসুস্থ শরীরেও খবর নিলেন তিনটি বিধানসভা উপনির্বাচনে দলের ভরাডুবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শীত পড়ায় সিওপিডির সমস্যা কিছুটা বেড়েছে। একেবারে শয্যাশায়ী তিনি। খাওয়া-দাওয়া ক্রমশ কমে আসছে। অক্সিজেন সর্বক্ষণের সঙ্গী। সামান্য একটু সুস্থ হতেই,আজ সকালে তিনটি বিধানসভা উপ নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি।
পারিবারিক সূত্রের খবর, উপনির্বাচনে শাসকদলের পক্ষেই জনমত যায় বলে অতীতে দেখেছেন তিনি। এমনটাই বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও এর অন্যথা হতেই পারতো।বাম কংগ্রেস আসন সমঝোতার অন্যতম পরামর্শদাতা ছিলেন তিনি সিপিআইএমের। অসুস্থ অবস্খাতেই, বিছানায় শুয়েই তিনি মনে করেন, "সর্বনাশের কিনারে এই রাজ্য। রাজ্য এখন দেউলিয়া। মানুষের ভবিষ্যত নেই। যুবকদের ভবিষ্যত নেই। কলকারখানা হচ্ছে না। কেবলই আত্মহত্যা। সরকার তা নিয়ে উৎসব করছে। সমাজবিরোধীদের সরকার চলছে। এ চলতে পারে না। "
এখনো পর্যন্ত দল কোনো রকম সমস্যায় পড়লে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে পরামর্শ নিতে দলের সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবন থেকে শীর্ষ নেতৃত্ব ছুটে যান। চরম অসুস্থতা সত্ত্বেও যতটা পারেন সতীর্থদের পরামর্শ দিয়ে সাহায্য করেন তিনি। গত কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। বালিগঞ্জ পাম এভিনিউয়ের ছোট্ট ঘরে রবীন্দ্রনাথ, চার্লি চ্যাপলিন, লেনিন, এবং অসংখ্য বই নিয়ে শুয়ে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাইরের লোকের সঙ্গে খুব একটা কথা বলতে পারছেন না কয়েকদিন হল। কথা বললেই শ্বাসকষ্ট বাড়ছে। খবরের কাগজ পড়ে শোনাতে হয় তাকে। টিভি একদমই দেখেন না।
খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের ফলে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বাম এবং কংগ্রেস জোটের ফল আরও কিছুটা ভালো হতে পারতো। নির্বাচনের ত্রুটি যে রয়েছে সে কথা তিনি জানেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে করিমপুরে বাম এবং কংগ্রেস জোট প্রার্থী জয়ী হতো বলে মনে করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। কোনরকম ভুল ত্রুটি করা যাবে না। দেশ এবং রাজ্য কে বাঁচাতে বর্তমান দুই শাসকদলের বিরুদ্ধে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বামফ্রন্টকে। সহযোগী কংগ্রেস আন্তরিকভাবে সমঝোতায় বিশ্বাস করলে নিশ্চয়ই আশানুরূপ ফল হবে আগামী নির্বাচন গুলিতে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.