ETV Bharat / state

উপকূলবর্তী এলাকার মানুষকে বিপদে সরাসরি ফোন করার আহ্বান মন্ত্রীর - আমফান ঘূর্ণিঝড়

উপকূলবর্তী এলাকার মানুষ যাতে সামান্য কোনও সমস্যাতেও না পড়ে তার জন্য এগিয়ে এলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । নিজের ফোন নম্বর ও হেল্পলাইন নম্বর তুলে দিলেন সাধারণ মানুষের সাহায্যের জন্য । সামান্য কোনও প্রয়োজন পড়লেই যেন তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে বিপর্যয় কবলিত মানুষ ।

রাজীব বন্দ্যোপাধ্যায়
রাজীব বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 20, 2020, 5:05 PM IST

কলকাতা, 20 মে : নদী বা সমুদ্র উপকূলে বাস করা মানুষদের জন্য উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । গত কয়েকদিন ধরে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে । আজও স্থানান্তরিত করা হচ্ছে বহু মানুষকে । তা সত্ত্বেও কাটছে না সংশয় । এইসব এলাকার মানুষ যাতে সামান্য কোনও সমস্যাতেও না পড়ে তার জন্য এগিয়ে এলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । নিজের ফোন নম্বর ও হেল্পলাইন নম্বর তুলে দিলেন সাধারণ মানুষের সাহায্যের জন্য । সামান্য কোনও প্রয়োজন পড়লেই যেন তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে বিপর্যয় কবলিত মানুষ ।

আবহাওয়াবিদদের মতে, আমফান ঘূর্ণিঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবন এলাকার জনজীবনের । আমফান মোকাবিলায় সুন্দরবনের ঝড়খালিতে তৈরি করা হয়েছে বনদপ্তরের পৃথক একটি কন্ট্রোল রুম । এছাড়াও বন দপ্তরের প্রধান কার্যালয় সল্টলেকের অরণ্য ভবনেও তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম । আজ এই কন্ট্রোলরুমে সারারাত থেকে গোটা বিষয়টি তদারকি করবেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ।

সাধারণ মানুষ ঘূর্ণিঝড়ে কোনও রকম সমস্যায় পড়লে যাতে সরাসরি যোগাযোগ করতে পারেন তার জন্য কন্ট্রোল রুমের নম্বর এবং মন্ত্রী তাঁর ব্যক্তিগত ফোন নম্বরও উপকূলবর্তী এলাকার মানুষদের কাছে দিয়ে রেখেছেন । একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে বিপর্যয় কবলিত এলাকার মানুষদের পাশে আছেন বলে জানান তিনি । বলেন, "দয়া করে কেউ বাড়ির বাইরে বের হবেন না । বাড়িতে থাকুন । সতর্ক ও সজাগ থাকুন । যদি কেউ মাটির বাড়িতে থাকেন, আমরা তাঁদের স্থানান্তরিত করব । যে কোনও রকমের সহযোগিতার জন্য আপনার নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করুন । সবাই আমার ফোন নম্বর জানেন । হেল্প লাইন নম্বর জানেন । আমার সঙ্গে প্রয়োজন হলে যে কোনও সময় যোগাযোগ করুন । সেটা রাত্রি হোক বা সকালে হোক । নিশ্চিতভাবে আপনাদের সহযোগিতা পৌঁছে দেব ।"

কলকাতা, 20 মে : নদী বা সমুদ্র উপকূলে বাস করা মানুষদের জন্য উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । গত কয়েকদিন ধরে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে । আজও স্থানান্তরিত করা হচ্ছে বহু মানুষকে । তা সত্ত্বেও কাটছে না সংশয় । এইসব এলাকার মানুষ যাতে সামান্য কোনও সমস্যাতেও না পড়ে তার জন্য এগিয়ে এলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । নিজের ফোন নম্বর ও হেল্পলাইন নম্বর তুলে দিলেন সাধারণ মানুষের সাহায্যের জন্য । সামান্য কোনও প্রয়োজন পড়লেই যেন তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে বিপর্যয় কবলিত মানুষ ।

আবহাওয়াবিদদের মতে, আমফান ঘূর্ণিঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবন এলাকার জনজীবনের । আমফান মোকাবিলায় সুন্দরবনের ঝড়খালিতে তৈরি করা হয়েছে বনদপ্তরের পৃথক একটি কন্ট্রোল রুম । এছাড়াও বন দপ্তরের প্রধান কার্যালয় সল্টলেকের অরণ্য ভবনেও তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম । আজ এই কন্ট্রোলরুমে সারারাত থেকে গোটা বিষয়টি তদারকি করবেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ।

সাধারণ মানুষ ঘূর্ণিঝড়ে কোনও রকম সমস্যায় পড়লে যাতে সরাসরি যোগাযোগ করতে পারেন তার জন্য কন্ট্রোল রুমের নম্বর এবং মন্ত্রী তাঁর ব্যক্তিগত ফোন নম্বরও উপকূলবর্তী এলাকার মানুষদের কাছে দিয়ে রেখেছেন । একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে বিপর্যয় কবলিত এলাকার মানুষদের পাশে আছেন বলে জানান তিনি । বলেন, "দয়া করে কেউ বাড়ির বাইরে বের হবেন না । বাড়িতে থাকুন । সতর্ক ও সজাগ থাকুন । যদি কেউ মাটির বাড়িতে থাকেন, আমরা তাঁদের স্থানান্তরিত করব । যে কোনও রকমের সহযোগিতার জন্য আপনার নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করুন । সবাই আমার ফোন নম্বর জানেন । হেল্প লাইন নম্বর জানেন । আমার সঙ্গে প্রয়োজন হলে যে কোনও সময় যোগাযোগ করুন । সেটা রাত্রি হোক বা সকালে হোক । নিশ্চিতভাবে আপনাদের সহযোগিতা পৌঁছে দেব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.