ETV Bharat / state

West Bengal Weather Update: শুষ্ক আবহাওয়ায় বঙ্গে পারদ পতনের পূর্বাভাস - কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

রাজ্যজুড়ে ঠান্ডা পড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস(West Bengal Weather Update)৷ আপাতত কোনওরকম নিম্নচাপ বা বৃষ্টির পূর্বাভাস নেই ৷ শুষ্ক আবহাওয়ায় এবার কমবে তাপমাত্রা ৷

Etv Bharat
আসছে শীত
author img

By

Published : Nov 23, 2022, 7:06 AM IST

কলকাতা, 23 নভেম্বর: গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও চড়া । ফলে যে শীতের আমেজ রাজ্য জুড়ে পাওয়া যাচ্ছিল তাতে সামান্য হলেও ভাটা পড়েছে(Bengal Weather Forecast)। যদিও তাপমাত্রার এই চড়াই উতরাইয়ে শীত যে দূরে তা ভাবার কারণ নেই ৷ বরং পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস(Forecast of Winter Coming in West Bengal During Dry Weather)৷ যা আগামী কয়েকদিনে জোরালোভাবে অনুভূত হবে ।

এই বিষয়ে হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পূর্বাভাস নেই আগামী চার পাঁচ দিনে । উত্তর ও দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই । দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে । রাতের তাপমাত্রারও বিশেষ কোনও পরিবর্তন নেই । পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা দুই এক ডিগ্রি কমবে । কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টা রাতের তাপমাত্রা 18 ডিগ্রির কাছাকাছি থাকবে । পরবর্তী কয়েক দিনে তা সামান্য কমে 17 ডিগ্রির কাছাকাছি আসতে পারে । তবে আগামী কয়েক দিনের জন্য পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন চার ডিগ্রি কমবে । কলকাতার ক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির কাছাকাছি থাকবে । উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক আবহাওয়া । তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন আগামী চার পাঁচ দিন হবে না । আমাদের রাজ্য থেকে অনেক দূরে তামিলনাড়ুতে একটি ঘূর্ণাবর্ত ছিল । যার প্রভাবে আমাদের রাজ্যের উপরে আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে দেখা যাচ্ছিল ৷ সেটাও ধীরে ধীরে সরে যাবে ।

কেমন থাকবে আজকের আবহাওয়া ? জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বুধবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে কাদের, জানুন রাশিফলে

কলকাতা, 23 নভেম্বর: গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও চড়া । ফলে যে শীতের আমেজ রাজ্য জুড়ে পাওয়া যাচ্ছিল তাতে সামান্য হলেও ভাটা পড়েছে(Bengal Weather Forecast)। যদিও তাপমাত্রার এই চড়াই উতরাইয়ে শীত যে দূরে তা ভাবার কারণ নেই ৷ বরং পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস(Forecast of Winter Coming in West Bengal During Dry Weather)৷ যা আগামী কয়েকদিনে জোরালোভাবে অনুভূত হবে ।

এই বিষয়ে হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পূর্বাভাস নেই আগামী চার পাঁচ দিনে । উত্তর ও দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই । দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে । রাতের তাপমাত্রারও বিশেষ কোনও পরিবর্তন নেই । পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা দুই এক ডিগ্রি কমবে । কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টা রাতের তাপমাত্রা 18 ডিগ্রির কাছাকাছি থাকবে । পরবর্তী কয়েক দিনে তা সামান্য কমে 17 ডিগ্রির কাছাকাছি আসতে পারে । তবে আগামী কয়েক দিনের জন্য পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন চার ডিগ্রি কমবে । কলকাতার ক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির কাছাকাছি থাকবে । উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক আবহাওয়া । তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন আগামী চার পাঁচ দিন হবে না । আমাদের রাজ্য থেকে অনেক দূরে তামিলনাড়ুতে একটি ঘূর্ণাবর্ত ছিল । যার প্রভাবে আমাদের রাজ্যের উপরে আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে দেখা যাচ্ছিল ৷ সেটাও ধীরে ধীরে সরে যাবে ।

কেমন থাকবে আজকের আবহাওয়া ? জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বুধবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে কাদের, জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.