কলকাতা, 14 ডিসেম্বর : রাজ্যে ফিরতে চলেছে জাঁকিয়ে শীতের অনুভূতি । চলতি সপ্তাহের শেষে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনি ও রবিবার কলকাতার পারদ বেশ খানিকটা নেমে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে । তবে, আগামী 48 ঘণ্টায় রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99% ও সর্বনিম্ন 57 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি ও সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সন্ধ্যার পর ভোরে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গসহ ওড়িশা , বিহার এবং সিকিমে ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা 200 মিটারের থেকে কমে যাবে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে।
দক্ষিণ আরব সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরালায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও দিল্লিতে অতি ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম ভবন।
সপ্তাহের শেষভাগে রাজ্যে জাঁকিয়ে শীত - শীত পড়ছে বাংলায়
রাজ্যে এবার জাঁকিয়ে শীতের পূর্বাভাস। অপেক্ষা আর কয়েকদিনের।
কলকাতা, 14 ডিসেম্বর : রাজ্যে ফিরতে চলেছে জাঁকিয়ে শীতের অনুভূতি । চলতি সপ্তাহের শেষে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনি ও রবিবার কলকাতার পারদ বেশ খানিকটা নেমে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে । তবে, আগামী 48 ঘণ্টায় রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99% ও সর্বনিম্ন 57 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি ও সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সন্ধ্যার পর ভোরে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গসহ ওড়িশা , বিহার এবং সিকিমে ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা 200 মিটারের থেকে কমে যাবে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে।
দক্ষিণ আরব সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরালায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও দিল্লিতে অতি ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম ভবন।