কলকাতা, 10 অগাস্ট : স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল । তারপরই নিষিদ্ধ হয় ভারী যান চলাচল । এবার অরবিন্দ সেতুর ওয়েট টেস্ট করতে চাইছে KMDA(কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি) । তার জন্য চলতি মাসেই তিনদিন এই সেতু বন্ধের সুপারিশ করেছেন ইঞ্জিনিয়ররা । সেই সূত্রে লালবাজারে চিঠি দিলেন KMDA-র চিফ এগজ়িকিউটিভ অফিসার অন্তরা আচার্য ।
বাইপাস বা বাগুইআটি যেতে হয় অরবিন্দ সেতু দিয়েই । কিছুদিন আগেই স্বাস্থ্য পরীক্ষায় জানা যায় যে সেতুর অবস্থা ভালো নয় ৷ তারপরই সেতুটি মেরামতে তৎপর হয় KMDA । জানা গেছে, KMDA-র তরফে চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে, চলতি মাসের 22,23 এবং 24 তারিখ সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রাখা হোক । কারণ ওয়েট টেস্ট করতে হলে যান চলাচল বন্ধ রাখতে হবে । কলকাতা পুলিশের সম্মতি পেলেই তিন দিনের জন্য বন্ধ থাকবে খান্না মোড় থেকে উলটোডাঙার দিকে যাওয়ার এই সেতু । ফলে ব্যাপক যানজটের আশঙ্কা থেকেই আগাম কলকাতা পুলিশের অনুমোদন চেয়ে লালবাজারে চিঠিটি পাঠিয়েছে KMDA ।
এদিকে, চলতি মাসের 15 থেকে 18 পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বিদ্যাপতি সেতু (শিয়ালদা) । 16 থেকে 18 পর্যন্ত বন্ধ রাখা হবে দক্ষিণ কলকাতার জীবনানন্দ সেতু (যাদবপুর-EM বাইপাস কানেক্টর) । যার জেরে শহরে যানজটের আশঙ্কায় ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ । তারপর ফের পরের সপ্তাহেই যদি অরবিন্দ সেতু বন্ধ রাখা হয় সেক্ষেত্রে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় যে যানজট হবে তা বলাইবাহুল্য ।