ETV Bharat / state

অরবিন্দ সেতু তিনদিন বন্ধ রাখতে চায় KMDA, চিঠি লালবাজারে - KMDA sent a letter to Lalbazar

ভালো নেই অরবিন্দু সেতু । স্বাস্থ্য পরীক্ষায় এই তথ্য উঠে আসার পর এবার সেতুটির ওয়েট টেস্ট করতে চায় KMDA । যার জন্য চলতি মাসে তিনদিন সেতুটি বন্ধ রাখতে লালবাজারে চিঠি পাঠিয়েছে তারা ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 10, 2019, 5:09 PM IST

কলকাতা, 10 অগাস্ট : স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল । তারপরই নিষিদ্ধ হয় ভারী যান চলাচল । এবার অরবিন্দ সেতুর ওয়েট টেস্ট করতে চাইছে KMDA(কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি) । তার জন্য চলতি মাসেই তিনদিন এই সেতু বন্ধের সুপারিশ করেছেন ইঞ্জিনিয়ররা । সেই সূত্রে লালবাজারে চিঠি দিলেন KMDA-র চিফ এগজ়িকিউটিভ অফিসার অন্তরা আচার্য ।

বাইপাস বা বাগুইআটি যেতে হয় অরবিন্দ সেতু দিয়েই । কিছুদিন আগেই স্বাস্থ্য পরীক্ষায় জানা যায় যে সেতুর অবস্থা ভালো নয় ৷ তারপরই সেতুটি মেরামতে তৎপর হয় KMDA । জানা গেছে, KMDA-র তরফে চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে, চলতি মাসের 22,23 এবং 24 তারিখ সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রাখা হোক । কারণ ওয়েট টেস্ট করতে হলে যান চলাচল বন্ধ রাখতে হবে । কলকাতা পুলিশের সম্মতি পেলেই তিন দিনের জন্য বন্ধ থাকবে খান্না মোড় থেকে উলটোডাঙার দিকে যাওয়ার এই সেতু । ফলে ব্যাপক যানজটের আশঙ্কা থেকেই আগাম কলকাতা পুলিশের অনুমোদন চেয়ে লালবাজারে চিঠিটি পাঠিয়েছে KMDA ।

এদিকে, চলতি মাসের 15 থেকে 18 পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বিদ্যাপতি সেতু (শিয়ালদা) । 16 থেকে 18 পর্যন্ত বন্ধ রাখা হবে দক্ষিণ কলকাতার জীবনানন্দ সেতু (যাদবপুর-EM বাইপাস কানেক্টর) । যার জেরে শহরে যানজটের আশঙ্কায় ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ । তারপর ফের পরের সপ্তাহেই যদি অরবিন্দ সেতু বন্ধ রাখা হয় সেক্ষেত্রে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় যে যানজট হবে তা বলাইবাহুল্য ।

কলকাতা, 10 অগাস্ট : স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল । তারপরই নিষিদ্ধ হয় ভারী যান চলাচল । এবার অরবিন্দ সেতুর ওয়েট টেস্ট করতে চাইছে KMDA(কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি) । তার জন্য চলতি মাসেই তিনদিন এই সেতু বন্ধের সুপারিশ করেছেন ইঞ্জিনিয়ররা । সেই সূত্রে লালবাজারে চিঠি দিলেন KMDA-র চিফ এগজ়িকিউটিভ অফিসার অন্তরা আচার্য ।

বাইপাস বা বাগুইআটি যেতে হয় অরবিন্দ সেতু দিয়েই । কিছুদিন আগেই স্বাস্থ্য পরীক্ষায় জানা যায় যে সেতুর অবস্থা ভালো নয় ৷ তারপরই সেতুটি মেরামতে তৎপর হয় KMDA । জানা গেছে, KMDA-র তরফে চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে, চলতি মাসের 22,23 এবং 24 তারিখ সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রাখা হোক । কারণ ওয়েট টেস্ট করতে হলে যান চলাচল বন্ধ রাখতে হবে । কলকাতা পুলিশের সম্মতি পেলেই তিন দিনের জন্য বন্ধ থাকবে খান্না মোড় থেকে উলটোডাঙার দিকে যাওয়ার এই সেতু । ফলে ব্যাপক যানজটের আশঙ্কা থেকেই আগাম কলকাতা পুলিশের অনুমোদন চেয়ে লালবাজারে চিঠিটি পাঠিয়েছে KMDA ।

এদিকে, চলতি মাসের 15 থেকে 18 পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বিদ্যাপতি সেতু (শিয়ালদা) । 16 থেকে 18 পর্যন্ত বন্ধ রাখা হবে দক্ষিণ কলকাতার জীবনানন্দ সেতু (যাদবপুর-EM বাইপাস কানেক্টর) । যার জেরে শহরে যানজটের আশঙ্কায় ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ । তারপর ফের পরের সপ্তাহেই যদি অরবিন্দ সেতু বন্ধ রাখা হয় সেক্ষেত্রে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় যে যানজট হবে তা বলাইবাহুল্য ।

Intro:কলকাতা, ১০ অগাস্ট: স্বাস্থ্য পরীক্ষা আগেই হয়েছিল। নিষিদ্ধ হয়েছে ভারি যান চলাচল। এবার অরবিন্দ সেতুর ওয়েট টেস্ট করতে চাইছে KMDA। তারজন্য চলতি মাসেই তিনদিন সেতু বন্ধের সুপারিশ করেছেন ইঞ্জিনিয়াররা। সেই সূত্রে KMDAর চিফ এগজিকিউটিভ অফিসার অন্তরা আচার্য চিঠি দিলেন লালবাজারে।
Body:জানা গেছে, KMDAর তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ২২, ২৩ এবং ২৪ আগস্ট ওই উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ রেখে ওয়েট টেস্ট করার। কলকাতা পুলিশের সম্মতি মিললেই তিন দিনের জন্য বন্ধ থাকবে ওই সেতু। খান্না মোড় থেকে উল্টোডাঙার দিকে যেতে এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কলকাতার মানুষের বাইপাস কিম্বা বাগুইআটির দিকে যাওয়ার মুল পথেই এই সেতু। কিন্তু তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। আগেই বেশ কয়েক জায়গায় ফাটল চিহ্নিত করে সারাই করা হয়েছিল। কিন্তু তারপরেও এই সেতু নিয়ে দুশ্চিন্তা কমেনি। সেই সূত্রেই এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত। Conclusion:চলতি মাসের ১৫ থেকে ১৮ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বিদ্যাপতি সেতু। আবার 16 থেকে 18 পর্যন্ত বন্ধ রাখা হবে দক্ষিণ কলকাতার জীবনানন্দ সেতু। তার জেরে শহরের যানজটের আশঙ্কা রয়েছে। তার পরের সপ্তাহেই যদি অরবিন্দ সেতু বন্ধ রাখা হয় সেক্ষেত্রেও উত্তর কলকাতার বিস্তৃর্ণ অংশে যে যানজট ছড়িয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.