ETV Bharat / state

Poulomi Adhikari: ফুটবলার থেকে ফুড ডেলিভারি পার্টনার পৌলমী ! ভিডিয়ো ভাইরাল হতেই টনক নড়ল প্রশাসনের

কলকাতার বেহালার বাসিন্দা পৌলমী অধিকারী (Poulomi Adhikari) ৷ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলেছেন এই ফুটবলার ৷ বর্তমানে কর্মরত অ্যাপনির্ভর খাদ্য সরবরাহ সংস্থার 'ডেলিভারি পার্টনার' (Food Delivery Partner) হিসাবে ! সেই ভিডিয়ো ভাইরাল হতেই আসরে প্রশাসন !

Footballer Poulomi Adhikari works as Food Delivery Partner to run family
পৌলমী অধিকারী ৷
author img

By

Published : Jan 11, 2023, 8:11 PM IST

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলেছেন এই ফুটবলার

কলকাতা, 11 জানুয়ারি: একের পর এক জাতীয়স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৷ বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করেছেন ভারতের ৷ তারপরও মেলেনি ন্যূনতম পরিচিতি কিংবা সম্মান ! অভাবের সংসারে তাই অ্যাপনির্ভর খাদ্য সরবরাহ সংস্থার 'ডেলিভারি পার্টনার' (Food Delivery Partner) হিসাবে কাজ করতে হচ্ছে ! সোশাল মিডিয়ায় এই ঘটনা ভাইরাল হতেই আলোচনায় উঠে এসেছেন বেহালার বাসিন্দা পৌলমী অধিকারী (Poulomi Adhikari) ৷ 24 বছরের এই তরুণীর সাফ কথা, খেলাধুলোয় মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হলে চাই পুরুষের সমকক্ষ মর্যাদা, সম্মান ও সুযোগ ৷ তার বন্দোবস্ত না করে শুধুমাত্র গণপরিবহণে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করে রেখে কোনও লাভ হবে না ! এদিকে, ভাইরাল ভিডিয়োয় পৌলমীর কথা জানতেই টনক নড়ে ইন্ডিয়ান ফুটবল অ্য়াসোসিয়েশন (Indian Football Association) বা আইএফএ-র (IFA) ৷ সূত্রের খবর, আগামী শুক্রবার (13 জানুয়ারি, 2023) পৌলমীকে নিজেদের দফতরে ডেকে পাঠিয়েছে তারা ৷

এই প্রেক্ষাপটে বুধবার ইটিভি ভারতকে পৌলমী জানান, খাবার ডেলিভারি করার সূত্রেই অতীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি পৌলমীর একটি ভিডিয়ো রেকর্ড করেন ৷ পরে সেটি তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয় ৷ আর তার জেরেই পৌলমীকে নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ! এই উদ্যোগের জন্য অতীন্দ্র চক্রবর্তীকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি পৌলমী ৷ সূত্রের খবর, পৌলমীর জন্য একটি ভালো চাকরির বন্দোবস্ত করে দেবেন বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ৷

আরও পড়ুন: খেলেছিলেন বিশ্বকাপ ! ভারতের তেকাঠি রক্ষা করা অরিন্দম এখন অটোচালক

পৌলমী বলেন, "খাবার ডেলিভার করেই আমাকে সংসার চালাতে হচ্ছে ৷ ভিডিয়ো ভাইরাল হওয়ার পর মিডিয়ার লোকজন এসে আমার সঙ্গে কথা বলছেন ৷ আমার মা নেই ৷ বাবা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন ৷ কিন্তু, তাঁর রোজগার সামান্য ৷ ফলে আমাকে কিছু একটা করতেই হত ৷ আমি খেলোয়াড় ৷ খেলা চালিয়ে যেতে চাই ৷ সেইসঙ্গে, একটা ভালো চাকরিও চাই ৷"

এরপরই পৌলমী জানান, একটা সীমারেখার পর ছেলেদের ফুটবলের সঙ্গে মেয়েদের ফুটবলের ফারাক থেকেই যায় ৷ ছেলেদের যেভাবে খেলার জন্য সহযোগিতা করা হয়, মেয়েদের ক্ষেত্রে ততটা হয় না ৷ আর এখানেই পৌলমীর প্রশ্ন, মেয়েদের জন্য বাসে আসন সংরক্ষণ করে লাভ কী, যদি তাঁদের ছেলেদের সমতুল্য সম্মানই না দেওয়া হয় ? পৌলমী মনে করেন, এভাবে মেয়েদের জন্য আসন সংরক্ষণ আদতে নারীজাতির অসম্মান ছাড়া কিছু নয় ৷ বরং, এর বদলে যদি প্রত্যেকটি মেয়ে ছেলেদের সমতুল্য সুযোগ ও সম্মান পেতেন, তাহলে ছবিটা অনেক উজ্জ্বল হত ৷ সেক্ষেত্রে সংরক্ষণেরও কোনও প্রয়োজন হত না ৷

এদিকে, এদিনই পৌলমীদের বেহালার শিবরামপুরের বাড়িতে আসেন সিপিএমের বেহালা পশ্চিম আঞ্চলিক কমিটির সদস্যরা ৷ সেই দলে ছিলেন কমিটির সম্পাদক অরূপ মণ্ডল, প্রাক্তন সিপিএম কাউন্সিলর নীহার ভক্ত ও কলকাতা জেলা কমিটির সদস্য কৌস্তব চট্টোপাধ্যায় ৷ তাঁরা সকলেই আগামী দিনে পৌলমীর পাশে থাকার আশ্বাস দেন ৷

অন্যদিকে, পৌলমী অধিকারীর ভাইরাল ভিডিয়োটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুন্দ্রনীল ঘোষ ৷ তিনি লিখেছেন, "পৌলমী অধিকারীর ফোন নম্বর চাই ৷ এই ভিডিয়োয় জানতে পারলাম, ওঁর বাড়ি বেহালায় ৷ ভারতীয় মহিলা টিমে ফুটবল খেলেছেন ৷ বর্তমানে সামান্য টাকায় ফুড ডেলিভারি পার্টনারের কাজ করে সংসার টানতে হচ্ছে ফুটবলার পৌলমীকে ! এই ভিডিয়োয় কথা বলতে গিয়ে দলা পাকানো কান্না ধাক্কা মারছিল গলায়, কিন্তু চোখের জল ফেলেনননি তিনি ৷ যদি কেউ পৌলমীকে চেনেন, দয়া করে ওঁর ফোন নম্বরটা আমাকে ইনবক্স করুন ৷ জানি না, পারব কিনা ওঁর মত যোগ্য মানুষের জন্য কিছু করতে ! কিন্তু সবাই মিলে ওঁর পাশে তো দাঁড়াতে পারি ৷"

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলেছেন এই ফুটবলার

কলকাতা, 11 জানুয়ারি: একের পর এক জাতীয়স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৷ বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করেছেন ভারতের ৷ তারপরও মেলেনি ন্যূনতম পরিচিতি কিংবা সম্মান ! অভাবের সংসারে তাই অ্যাপনির্ভর খাদ্য সরবরাহ সংস্থার 'ডেলিভারি পার্টনার' (Food Delivery Partner) হিসাবে কাজ করতে হচ্ছে ! সোশাল মিডিয়ায় এই ঘটনা ভাইরাল হতেই আলোচনায় উঠে এসেছেন বেহালার বাসিন্দা পৌলমী অধিকারী (Poulomi Adhikari) ৷ 24 বছরের এই তরুণীর সাফ কথা, খেলাধুলোয় মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হলে চাই পুরুষের সমকক্ষ মর্যাদা, সম্মান ও সুযোগ ৷ তার বন্দোবস্ত না করে শুধুমাত্র গণপরিবহণে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করে রেখে কোনও লাভ হবে না ! এদিকে, ভাইরাল ভিডিয়োয় পৌলমীর কথা জানতেই টনক নড়ে ইন্ডিয়ান ফুটবল অ্য়াসোসিয়েশন (Indian Football Association) বা আইএফএ-র (IFA) ৷ সূত্রের খবর, আগামী শুক্রবার (13 জানুয়ারি, 2023) পৌলমীকে নিজেদের দফতরে ডেকে পাঠিয়েছে তারা ৷

এই প্রেক্ষাপটে বুধবার ইটিভি ভারতকে পৌলমী জানান, খাবার ডেলিভারি করার সূত্রেই অতীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি পৌলমীর একটি ভিডিয়ো রেকর্ড করেন ৷ পরে সেটি তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয় ৷ আর তার জেরেই পৌলমীকে নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ! এই উদ্যোগের জন্য অতীন্দ্র চক্রবর্তীকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি পৌলমী ৷ সূত্রের খবর, পৌলমীর জন্য একটি ভালো চাকরির বন্দোবস্ত করে দেবেন বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ৷

আরও পড়ুন: খেলেছিলেন বিশ্বকাপ ! ভারতের তেকাঠি রক্ষা করা অরিন্দম এখন অটোচালক

পৌলমী বলেন, "খাবার ডেলিভার করেই আমাকে সংসার চালাতে হচ্ছে ৷ ভিডিয়ো ভাইরাল হওয়ার পর মিডিয়ার লোকজন এসে আমার সঙ্গে কথা বলছেন ৷ আমার মা নেই ৷ বাবা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন ৷ কিন্তু, তাঁর রোজগার সামান্য ৷ ফলে আমাকে কিছু একটা করতেই হত ৷ আমি খেলোয়াড় ৷ খেলা চালিয়ে যেতে চাই ৷ সেইসঙ্গে, একটা ভালো চাকরিও চাই ৷"

এরপরই পৌলমী জানান, একটা সীমারেখার পর ছেলেদের ফুটবলের সঙ্গে মেয়েদের ফুটবলের ফারাক থেকেই যায় ৷ ছেলেদের যেভাবে খেলার জন্য সহযোগিতা করা হয়, মেয়েদের ক্ষেত্রে ততটা হয় না ৷ আর এখানেই পৌলমীর প্রশ্ন, মেয়েদের জন্য বাসে আসন সংরক্ষণ করে লাভ কী, যদি তাঁদের ছেলেদের সমতুল্য সম্মানই না দেওয়া হয় ? পৌলমী মনে করেন, এভাবে মেয়েদের জন্য আসন সংরক্ষণ আদতে নারীজাতির অসম্মান ছাড়া কিছু নয় ৷ বরং, এর বদলে যদি প্রত্যেকটি মেয়ে ছেলেদের সমতুল্য সুযোগ ও সম্মান পেতেন, তাহলে ছবিটা অনেক উজ্জ্বল হত ৷ সেক্ষেত্রে সংরক্ষণেরও কোনও প্রয়োজন হত না ৷

এদিকে, এদিনই পৌলমীদের বেহালার শিবরামপুরের বাড়িতে আসেন সিপিএমের বেহালা পশ্চিম আঞ্চলিক কমিটির সদস্যরা ৷ সেই দলে ছিলেন কমিটির সম্পাদক অরূপ মণ্ডল, প্রাক্তন সিপিএম কাউন্সিলর নীহার ভক্ত ও কলকাতা জেলা কমিটির সদস্য কৌস্তব চট্টোপাধ্যায় ৷ তাঁরা সকলেই আগামী দিনে পৌলমীর পাশে থাকার আশ্বাস দেন ৷

অন্যদিকে, পৌলমী অধিকারীর ভাইরাল ভিডিয়োটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুন্দ্রনীল ঘোষ ৷ তিনি লিখেছেন, "পৌলমী অধিকারীর ফোন নম্বর চাই ৷ এই ভিডিয়োয় জানতে পারলাম, ওঁর বাড়ি বেহালায় ৷ ভারতীয় মহিলা টিমে ফুটবল খেলেছেন ৷ বর্তমানে সামান্য টাকায় ফুড ডেলিভারি পার্টনারের কাজ করে সংসার টানতে হচ্ছে ফুটবলার পৌলমীকে ! এই ভিডিয়োয় কথা বলতে গিয়ে দলা পাকানো কান্না ধাক্কা মারছিল গলায়, কিন্তু চোখের জল ফেলেনননি তিনি ৷ যদি কেউ পৌলমীকে চেনেন, দয়া করে ওঁর ফোন নম্বরটা আমাকে ইনবক্স করুন ৷ জানি না, পারব কিনা ওঁর মত যোগ্য মানুষের জন্য কিছু করতে ! কিন্তু সবাই মিলে ওঁর পাশে তো দাঁড়াতে পারি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.