ETV Bharat / state

‌ 'দিদিকে বলো'-তে ফোন করে স্ত্রীর চিকিৎসা খরচ পেলেন দুস্থ ফুটবলার - স্ত্রীর চিকিৎসা

একসময় মোহনবাগানের হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন গৌতমবাবু । চাকরি থেকে অবসর নেওয়ার পর বর্তমানে বারাসতে নিজের বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ স্ত্রী । সামান্য পেনশনের অর্থে সংসার চলে । কিন্তু স্ত্রী-র চিকিৎসার বিপুল খরচ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল গৌতমবাবুর । শেষে নিরুপায় হয়ে ফোন করেছিলেন 'দিদিকে বলো'-তে। মিলল সাহায্য৷

গৌতম ভট্টাচার্য
author img

By

Published : Aug 31, 2019, 6:14 PM IST

কলকাতা, ৩১ অগাস্ট: একদিকে চরম আর্থিক সংকট । অন্যদিকে স্ত্রীর দুরারোগ্য ব্যাধি । দুই সংকটের টানাপোড়েনে নাজেহাল অবস্থায় পড়েছিলেন প্রাক্তন কৃতী ফুটবলার গৌতম ভট্টাচার্য ।


অবশেষে 'দিদিকে বলো'-তে ফোন করে সমাধান মিলল । ফোন করার কয়েক দিনের মধ্যেই মিলল সাহায্য । জানালেন কৃতজ্ঞতা ।

একসময় মোহনবাগানের হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন গৌতমবাবু । দীর্ঘদিন ধরেই অসুস্থ স্ত্রী । সামান্য পেনশনের অর্থে সংসার চলে । কিন্তু স্ত্রীর চিকিৎসার বিপুল খরচ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল গৌতমবাবুর পক্ষে । শেষে নিরুপায় হয়ে ফোন করেছিলেন 'দিদিকে বলো'-তে । সমস্ত সমস্যার কথা তাদের জানান । সমস্যা লিপিবদ্ধ হয় ৷ তারপর কিছুদিনের মধ্যেই সাহায্য পান ।

উপকার পেয়ে 'দিদিকে বলো' কর্মসূচি নিয়ে আপ্লুত গৌতমবাবু । বলেন, " দীর্ঘদিন ধরেই আমার স্ত্রী অসুস্থ । চিকিৎসা চলছে বহুদিন ধরে৷ চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়তে হয় আমাকে । আমি পেনশন পাই । তবে আমার মেয়ের কোনও আয় নেই । সামান্য পেনশন দিয়ে আমার পক্ষে চিকিৎসার খরচ চালানো প্রায় দুঃসাধ্য হয়ে পড়ছিল৷ শেষে 'দিদিকে বলো'-তে ফোন করি । কিছুদিনের মধ্যেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে । আর্থিক সাহায্য করে ৷ স্ত্রীর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে ।‌ বর্তমানে স্ত্রী সুস্থ আছেন । অন্যদের বলব যাঁরা আমার মতো সমস্যায় রয়েছেন তাঁরাও 'দিদিকে বলো'-তে ফোন করুন ৷ নিশ্চই সাহায্য পাবেন ৷ "

কলকাতা, ৩১ অগাস্ট: একদিকে চরম আর্থিক সংকট । অন্যদিকে স্ত্রীর দুরারোগ্য ব্যাধি । দুই সংকটের টানাপোড়েনে নাজেহাল অবস্থায় পড়েছিলেন প্রাক্তন কৃতী ফুটবলার গৌতম ভট্টাচার্য ।


অবশেষে 'দিদিকে বলো'-তে ফোন করে সমাধান মিলল । ফোন করার কয়েক দিনের মধ্যেই মিলল সাহায্য । জানালেন কৃতজ্ঞতা ।

একসময় মোহনবাগানের হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন গৌতমবাবু । দীর্ঘদিন ধরেই অসুস্থ স্ত্রী । সামান্য পেনশনের অর্থে সংসার চলে । কিন্তু স্ত্রীর চিকিৎসার বিপুল খরচ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল গৌতমবাবুর পক্ষে । শেষে নিরুপায় হয়ে ফোন করেছিলেন 'দিদিকে বলো'-তে । সমস্ত সমস্যার কথা তাদের জানান । সমস্যা লিপিবদ্ধ হয় ৷ তারপর কিছুদিনের মধ্যেই সাহায্য পান ।

উপকার পেয়ে 'দিদিকে বলো' কর্মসূচি নিয়ে আপ্লুত গৌতমবাবু । বলেন, " দীর্ঘদিন ধরেই আমার স্ত্রী অসুস্থ । চিকিৎসা চলছে বহুদিন ধরে৷ চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়তে হয় আমাকে । আমি পেনশন পাই । তবে আমার মেয়ের কোনও আয় নেই । সামান্য পেনশন দিয়ে আমার পক্ষে চিকিৎসার খরচ চালানো প্রায় দুঃসাধ্য হয়ে পড়ছিল৷ শেষে 'দিদিকে বলো'-তে ফোন করি । কিছুদিনের মধ্যেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে । আর্থিক সাহায্য করে ৷ স্ত্রীর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে ।‌ বর্তমানে স্ত্রী সুস্থ আছেন । অন্যদের বলব যাঁরা আমার মতো সমস্যায় রয়েছেন তাঁরাও 'দিদিকে বলো'-তে ফোন করুন ৷ নিশ্চই সাহায্য পাবেন ৷ "

Intro:‌

'দিদিকে বলো'তে ফোন করে স্ত্রীর চিকিৎসা খরচ পেলেন দুঃস্থ ফুটবলার

কলকাতা, ৩১ অগাষ্ট: একদিকে চরম আর্থিক সংকট এবং অন্যদিকে স্ত্রীর দুরারোগ্য ব্যাধি নিয়ে নাজেহাল অবস্থায় পড়েছিলেন প্রাক্তন কৃতি ফুটবলার। অবশেষে 'দিদিকে বলো'তে ফোন করেই পরিত্রান পেলেন তিনি। ফোন করার স্বল্প দিনের মধ্যেই মিলল সাহায্য। কৃতজ্ঞতা জানালেন কৃতি ফুটবলার গৌতম ভট্টাচার্য।


Body:

একসময় মোহনবাগানের হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন গৌতম ভট্টাচার্য। বর্তমানে বারাসতের বাড়িতে অবসরে রয়েছেন তিনি। পরিবারে আছেন স্ত্রী এবং এক কন্যা। দীর্ঘদিন যাবত অসুস্থ স্ত্রী। সামান্য পেনশনের অর্থে সংসার চলে তাঁর। এমতাবস্তায় নিরুপায় হয়ে ফোন করেছিলেন 'দিদিকে বলোতে'। সমস্ত সমস্যার কথা তাদের জানান তিনি। সমস্যা লিপিবদ্ধ করার মাত্র অল্প দিনের মধ্যেই সুরাহা পেলেন তিনি। প্রাক্তন ক্রীড়াবিদ গৌতম ভট্টাচার্য বলেন, 'আমার স্ত্রী প্রচন্ড অসুস্থ ছিল। অনেক চিকিৎসা করা হয়েছে তাঁর। এই চিকিৎসা করতে গিয়েই অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে। আমি একজন পেনশনভোগী। একমাত্র কন্যা কিছু করে না। এই অবস্থায় দিদিকে বলোতে ফোন করি। কিছুদিনের মধ্যেই তারা যোগাযোগ করে। আর্থিক সাহায্য করে এবং স্ত্রীর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে।‌ বর্তমানে সুস্থ স্ত্রী।' উপকার পেয়ে 'দিদিকে বলো' কর্মসূচি নিয়ে আপ্লুত হয়ে পড়েন গৌতমবাব। তিনি বলেন 'আমার মতো সমস্যায় যারা রয়েছেন তারা যেন ফোন করে জানান।'

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.