ETV Bharat / state

ট্যাংরায় পুলিশের ওপর পুষ্পবৃষ্টি জনতার

কলকাতার ট্যাংরা এলাকায় পুলিশের উপর পুস্পবৃষ্টি জনতার । এই কঠিন সময়ে যেভাবে পুলিশ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, সেই কারণেই তাঁদের সম্মান জানতে এই অভিনব উদ্দ্যোগ নিলেন তাঁরা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 23, 2020, 11:53 AM IST

কলকাতা, 23 এপ্রিল : কোরোনায় আক্রান্ত গোটা বিশ্ব । সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে । গ্রাম থেকে শহরে নতুন নতুন সংক্রমণের ঘটনা উঠে আসছে । নতুন ক‍রে কলকাতার 7 এলাকাকে রেড জো়ন হিসাবে চিহ্নিত করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । তার মধ্যে রয়েছে বেলগাছিয়া , ট‍্যাংরা , প্রগতি ময়দান এলাকা , গড়িয়া বাজার, গার্ডেনরিচ , বউবাজার । রেড জো়ন এলাকার মানুষ সম্পূর্ণ গৃহবন্দী হয়ে রয়েছেন । দিনে তিনবার করে পুলিশ এসে এলাকাগুলিতে টহল দিচ্ছে । রেড জো়ন এলাকার বাসিন্দাদের বাজারে যাওয়ার অনুমতি নেই । পুলিশই বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী সরবরাহ করছে ।

এই কঠিন সময়ের মধ্যেই গতকাল বিকেলে এক অভিনব দৃশ্য উঠে এল ট‍্যাংরা এলাকায় । বিকেলে যখন পুলিশ টহল দিচ্ছিল , সেই সময় এলাকার মানুষ গৃহবন্দী অবস্থাতেই নিজেদের জানালা, বারান্দা থেকে পুষ্পবৃষ্টি করেন , করতালি দিয়ে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন । এই সময় পুলিশ যেভাবে স্থানীয় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তার কারণেই উচ্ছ্বসিত এলাকার মানুষজন ।

একদিকে যেমন পুলিশ মাইকিং করে বাড়িতে থাকার আবেদন করছে স্থানীয় বাসিন্দাদের । সেই সঙ্গে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ সব কিছুই সরবরাহ করছে তাঁদের । পুলিশের এই ভূমিকায় খুশি সকলে । তাই ধন্যবাদ জ্ঞাপন করতে এবং পুলিশকে আরও উৎসাহ দিতে পুষ্পবৃষ্টি, করতালি ও উলু ধ্বনি দিয়ে সংবর্ধনা জানালেন তাঁরা । স্থানীয়দের এই সম্মানে আপ্লুত কর্মরত পুলিশকর্মীরাও ।

কলকাতা, 23 এপ্রিল : কোরোনায় আক্রান্ত গোটা বিশ্ব । সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে । গ্রাম থেকে শহরে নতুন নতুন সংক্রমণের ঘটনা উঠে আসছে । নতুন ক‍রে কলকাতার 7 এলাকাকে রেড জো়ন হিসাবে চিহ্নিত করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । তার মধ্যে রয়েছে বেলগাছিয়া , ট‍্যাংরা , প্রগতি ময়দান এলাকা , গড়িয়া বাজার, গার্ডেনরিচ , বউবাজার । রেড জো়ন এলাকার মানুষ সম্পূর্ণ গৃহবন্দী হয়ে রয়েছেন । দিনে তিনবার করে পুলিশ এসে এলাকাগুলিতে টহল দিচ্ছে । রেড জো়ন এলাকার বাসিন্দাদের বাজারে যাওয়ার অনুমতি নেই । পুলিশই বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী সরবরাহ করছে ।

এই কঠিন সময়ের মধ্যেই গতকাল বিকেলে এক অভিনব দৃশ্য উঠে এল ট‍্যাংরা এলাকায় । বিকেলে যখন পুলিশ টহল দিচ্ছিল , সেই সময় এলাকার মানুষ গৃহবন্দী অবস্থাতেই নিজেদের জানালা, বারান্দা থেকে পুষ্পবৃষ্টি করেন , করতালি দিয়ে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন । এই সময় পুলিশ যেভাবে স্থানীয় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তার কারণেই উচ্ছ্বসিত এলাকার মানুষজন ।

একদিকে যেমন পুলিশ মাইকিং করে বাড়িতে থাকার আবেদন করছে স্থানীয় বাসিন্দাদের । সেই সঙ্গে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ সব কিছুই সরবরাহ করছে তাঁদের । পুলিশের এই ভূমিকায় খুশি সকলে । তাই ধন্যবাদ জ্ঞাপন করতে এবং পুলিশকে আরও উৎসাহ দিতে পুষ্পবৃষ্টি, করতালি ও উলু ধ্বনি দিয়ে সংবর্ধনা জানালেন তাঁরা । স্থানীয়দের এই সম্মানে আপ্লুত কর্মরত পুলিশকর্মীরাও ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.