ETV Bharat / state

আজ থেকে কলকাতা বিমানবন্দরে শুরু পরিষেবা - বাগডোগরা বিমানবন্দর

দু'মাস পর আজ থেকে কলকাতায় ফের শুরু হতে চলেছে বিমান পরিষেবা । কলকাতার মতো বাগডোগরা বিমানবন্দরেও শুরু হচ্ছে পরিষেবা । তবে, অন্ডাল বিমানবন্দরে এখনই শুরু হচ্ছে না পরিষেবা ।

কলকাতা বিমানবন্দর
কলকাতা বিমানবন্দর
author img

By

Published : May 27, 2020, 10:36 PM IST

Updated : May 28, 2020, 12:29 AM IST

কলকাতা, 27 মে : দু'মাস পর আজ থেকে কলকাতায় ফের শুরু হতে চলেছে বিমান পরিষেবা । আজ কলকাতা বিমানবন্দরে মোট 10 জোড়া বিমান ওঠানামা করবে । প্রথম বিমানটি সকাল 7টা 15 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবে দিল্লির উদ্দেশ্যে । এছাড়া, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও ডিব্রুগড়ের জন্যও বিমান ওঠানামা করবে বলে জানা গিয়েছে ।

25 মে কলকাতা-সহ বাগডোগরা ও অন্ডাল বিমানবন্দর থেকেও পরিষেবা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জন্যই রাজ্যে বিমান পরিষেবা পিছিয়ে দেওয়া হয় । পরিষেবা পুনরায় স্বাভাবিক হওয়া নিয়ে উত্তেজিত বিমানবন্দরের কর্মীরাও । ইতিমধ্যেই তাঁদের কাজে ফেরার জন্য নোটিস দেওয়া হয়েছে । বিমান সংস্থাগুলির তরফেও পাইলট, বিমান সেবিকা ও কেবিন ক্রুদের কাজে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে । জানা গিয়েছে, প্রথম দিন ইনডিগোর পাঁচটি, স্পাইস জেটের দু'টি , এয়ার ইন্ডিয়া, এয়ার এশিয়া ও ভিস্তারার একটি করে বিমান ওঠানামা করবে ।

বিমান পরিষেবা ফের স্বাভাবিক হওয়ার আগেই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা CISF-কে স্বাভাবিক সংখ্যায় মোতায়েন করা হয়েছে । বিমান পরিষেবা শুরু হওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে আসা-যাওয়ার সমস্ত রাস্তাগুলি গাছপালা কেটে পরিষ্কার করা হয়েছে । অন্যদিকে, কোরোনার জেরে কলকাতা-সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরে যাত্রীদের এবং বিমানবন্দরের কর্মীদের SOP ঠিক করা হয়েছে ।

বলা হয়েছে, প্রথমে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করলেই যাত্রীদের টিকিট ও পরিচয় পত্র পরীক্ষা করা হবে যন্ত্রের মাধ্যমে । এরপর সেই যাত্রী বিমানবন্দরে প্রবেশ করতে পারবে । তাদের বোর্ডিং পাস ইশু হবে সামাজিক দূরত্ব মেনেই । সেক্ষেত্রেও যন্ত্রের মাধ্যমেই যাত্রীদের টিকিট ও পরিচয় পত্র দেখে ইশু করা হবে বোর্ডিং পাস । এছাড়া, মালপত্রে ট্যাগ লাগাতে হবে সেই যাত্রীকেই । বোর্ডিং পাস ইশু হয়ে যাওয়ার পর বিমানে ওঠার আগে নিরাপত্তারক্ষীরা যাত্রীদের শরীরের পরীক্ষা-নিরীক্ষা করবেন দূরত্ব বিধি মেনেই ।

আজ থেকে কলকাতার মতো বাগডোগরা বিমানবন্দরেও শুরু হচ্ছে পরিষেবা । আগামী 36 দিনের বিমানসূচিও ঘোষণা করা হয় বাগডোগরা বিমানবন্দরের তরফে ৷ কলকাতা বিমানবন্দরের মতোই বাগডোগরাতেও আপাতত দিনে 10টি করে বিমান চলাচল করবে ৷ বিমান বন্দরের ডিরেক্টর সুব্রহ্মণ্য পি জানান, "যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে ৷ টিকিট বিক্রিও শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় নির্দেশিকা মেনেই চলবে বিমানগুলি ৷ টাচ ফ্রি স্ক্রিনিং, স্ক্যানার ও বাড়তি CCTV লাগানো হয়েছে ৷ যাত্রীদের আনতে হবে ওয়েব বোর্ডিং পাস ৷ হাত ও ব্যাগ স্যানিটাইজ় এবং জুতো জীবাণুনাশক দিয়ে পরিষ্কারের পরই পরবর্তী ধাপে এগোতে দেওয়া হবে ৷ নিরাপত্তাকর্মীরা উইন্ড শিল্ডের ওপার থেকে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করবেন ৷ নিরাপত্তাকর্মীদের মুখে থাকবে মাস্ক ৷"

তবে, রাজ্যের দুই বিমানবন্দরে আগামীকাল থেকে পরিষেবা শুরু হলেও অন্ডাল বিমানবন্দরে এখনই শুরু হচ্ছে না পরিষেবা । সেখানে 31 মে পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না বলে জানানো হয়েছে । অন্ডাল বিমানবন্দরের ডাইরেক্টর অপূর্ব শর্মা জানান, ''31 মে পর্যন্ত নির্ধারিত মুম্বই ও চেন্নাই এই দু'টি রুটে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । তবে আমরা আশাবাদী, জুন মাসের 1 তারিখ থেকে মুম্বই ও চেন্নাই রুটে বিমান চলাচল শুরু হবে ।" নতুন করে বিমান চলাচল শুরু হওয়ার নির্দেশিকা জারি হওয়ার পরই অন্ডাল বিমানবন্দরকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয় । বিমানবন্দরে যাওয়ার রাস্তা সংস্কারের কাজও করা হয়েছে । পরিষেবা শুরু হলে অন্ডাল বিমানবন্দর থেকে যাত্রীদের যাতে গন্তব্যে পৌঁছাতে অসুবিধা না হয়, তার জন্য ক্যাব ট্যাক্সি পরিষেবার কথাও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ।

কলকাতা, 27 মে : দু'মাস পর আজ থেকে কলকাতায় ফের শুরু হতে চলেছে বিমান পরিষেবা । আজ কলকাতা বিমানবন্দরে মোট 10 জোড়া বিমান ওঠানামা করবে । প্রথম বিমানটি সকাল 7টা 15 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবে দিল্লির উদ্দেশ্যে । এছাড়া, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও ডিব্রুগড়ের জন্যও বিমান ওঠানামা করবে বলে জানা গিয়েছে ।

25 মে কলকাতা-সহ বাগডোগরা ও অন্ডাল বিমানবন্দর থেকেও পরিষেবা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জন্যই রাজ্যে বিমান পরিষেবা পিছিয়ে দেওয়া হয় । পরিষেবা পুনরায় স্বাভাবিক হওয়া নিয়ে উত্তেজিত বিমানবন্দরের কর্মীরাও । ইতিমধ্যেই তাঁদের কাজে ফেরার জন্য নোটিস দেওয়া হয়েছে । বিমান সংস্থাগুলির তরফেও পাইলট, বিমান সেবিকা ও কেবিন ক্রুদের কাজে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে । জানা গিয়েছে, প্রথম দিন ইনডিগোর পাঁচটি, স্পাইস জেটের দু'টি , এয়ার ইন্ডিয়া, এয়ার এশিয়া ও ভিস্তারার একটি করে বিমান ওঠানামা করবে ।

বিমান পরিষেবা ফের স্বাভাবিক হওয়ার আগেই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা CISF-কে স্বাভাবিক সংখ্যায় মোতায়েন করা হয়েছে । বিমান পরিষেবা শুরু হওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে আসা-যাওয়ার সমস্ত রাস্তাগুলি গাছপালা কেটে পরিষ্কার করা হয়েছে । অন্যদিকে, কোরোনার জেরে কলকাতা-সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরে যাত্রীদের এবং বিমানবন্দরের কর্মীদের SOP ঠিক করা হয়েছে ।

বলা হয়েছে, প্রথমে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করলেই যাত্রীদের টিকিট ও পরিচয় পত্র পরীক্ষা করা হবে যন্ত্রের মাধ্যমে । এরপর সেই যাত্রী বিমানবন্দরে প্রবেশ করতে পারবে । তাদের বোর্ডিং পাস ইশু হবে সামাজিক দূরত্ব মেনেই । সেক্ষেত্রেও যন্ত্রের মাধ্যমেই যাত্রীদের টিকিট ও পরিচয় পত্র দেখে ইশু করা হবে বোর্ডিং পাস । এছাড়া, মালপত্রে ট্যাগ লাগাতে হবে সেই যাত্রীকেই । বোর্ডিং পাস ইশু হয়ে যাওয়ার পর বিমানে ওঠার আগে নিরাপত্তারক্ষীরা যাত্রীদের শরীরের পরীক্ষা-নিরীক্ষা করবেন দূরত্ব বিধি মেনেই ।

আজ থেকে কলকাতার মতো বাগডোগরা বিমানবন্দরেও শুরু হচ্ছে পরিষেবা । আগামী 36 দিনের বিমানসূচিও ঘোষণা করা হয় বাগডোগরা বিমানবন্দরের তরফে ৷ কলকাতা বিমানবন্দরের মতোই বাগডোগরাতেও আপাতত দিনে 10টি করে বিমান চলাচল করবে ৷ বিমান বন্দরের ডিরেক্টর সুব্রহ্মণ্য পি জানান, "যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে ৷ টিকিট বিক্রিও শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় নির্দেশিকা মেনেই চলবে বিমানগুলি ৷ টাচ ফ্রি স্ক্রিনিং, স্ক্যানার ও বাড়তি CCTV লাগানো হয়েছে ৷ যাত্রীদের আনতে হবে ওয়েব বোর্ডিং পাস ৷ হাত ও ব্যাগ স্যানিটাইজ় এবং জুতো জীবাণুনাশক দিয়ে পরিষ্কারের পরই পরবর্তী ধাপে এগোতে দেওয়া হবে ৷ নিরাপত্তাকর্মীরা উইন্ড শিল্ডের ওপার থেকে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করবেন ৷ নিরাপত্তাকর্মীদের মুখে থাকবে মাস্ক ৷"

তবে, রাজ্যের দুই বিমানবন্দরে আগামীকাল থেকে পরিষেবা শুরু হলেও অন্ডাল বিমানবন্দরে এখনই শুরু হচ্ছে না পরিষেবা । সেখানে 31 মে পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না বলে জানানো হয়েছে । অন্ডাল বিমানবন্দরের ডাইরেক্টর অপূর্ব শর্মা জানান, ''31 মে পর্যন্ত নির্ধারিত মুম্বই ও চেন্নাই এই দু'টি রুটে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । তবে আমরা আশাবাদী, জুন মাসের 1 তারিখ থেকে মুম্বই ও চেন্নাই রুটে বিমান চলাচল শুরু হবে ।" নতুন করে বিমান চলাচল শুরু হওয়ার নির্দেশিকা জারি হওয়ার পরই অন্ডাল বিমানবন্দরকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয় । বিমানবন্দরে যাওয়ার রাস্তা সংস্কারের কাজও করা হয়েছে । পরিষেবা শুরু হলে অন্ডাল বিমানবন্দর থেকে যাত্রীদের যাতে গন্তব্যে পৌঁছাতে অসুবিধা না হয়, তার জন্য ক্যাব ট্যাক্সি পরিষেবার কথাও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ।

Last Updated : May 28, 2020, 12:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.