কলকাতা, 5 ডিসেম্বর : খাবারে বিষ মিশিয়ে 5 টি শিশু কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল যাদবপুরে । মঙ্গলবার রাতে যাদবপুর স্টেশন সংলগ্ন উপেন্দ্র বিশ্বাস সরণিতে পাঁচটি কুকুরের দেহ পড়ে থাকতে দেখেন এক যুবক । বিষয়টি নিয়ে উকিলের পরামর্শ নেওয়ার পর গতকাল তিনি যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন । একসঙ্গে একই জায়গায় পাঁচটি কুকুরের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় মানুষজন ও পশুপ্রেমীরা । কে বা কারা কুকুরগুলিকে মারল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
যাদবপুর স্টেশন সংলগ্ন 127 নম্বর উপেন্দ্র বিশ্বাস সরণির উলটো দিকে মঙ্গলবার রাতে পাঁচটি কুকুরছানাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পার্থ ঘোষ । স্বঘোষিত পশুপ্রেমী না হলেও, দৃশ্যটি দেখে স্থির থাকতে পারেননি তিনি । জানান, উকিলের পরামর্শ নিয়ে গতকাল তিনি পৌঁছে যান যাদবপুর থানায় । দায়ের করেন অভিযোগ । ETV ভারতকে পার্থ বলেন, "কিভাবে মারা হয়েছে জানি না । তবে আমার ধারণা খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে পাঁচটি কুকুরছানাকে । দেখে মনটা কেঁদে উঠেছিল । এটা গুরুতর অন্যায় । এই ঘটনার বিচার চাই আমি ।"
বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন পার্থ । তারপরই পশুপ্রেমীরা ঘটনাটি নিয়ে ক্ষোভ উগরে দেন । ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ । তদন্তকারী অফিসার আর এস নস্কর ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখছেন।
খাবারে বিষ মিশিয়ে 5 কুকুরছানাকে খুনের অভিযোগ - পাঁচটি কুকুরের মৃত্যু
ফের কুকুরকে মেরে ফেলার অভিযোগ । এবার যাদবপুর, খাবারে বিষ মিশিয়ে 5টি কুকুর ছানাকে খুনের অভিযোগ উঠল । ঘটনার তদন্তে যাদবপুর থানার পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ ।
কলকাতা, 5 ডিসেম্বর : খাবারে বিষ মিশিয়ে 5 টি শিশু কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল যাদবপুরে । মঙ্গলবার রাতে যাদবপুর স্টেশন সংলগ্ন উপেন্দ্র বিশ্বাস সরণিতে পাঁচটি কুকুরের দেহ পড়ে থাকতে দেখেন এক যুবক । বিষয়টি নিয়ে উকিলের পরামর্শ নেওয়ার পর গতকাল তিনি যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন । একসঙ্গে একই জায়গায় পাঁচটি কুকুরের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় মানুষজন ও পশুপ্রেমীরা । কে বা কারা কুকুরগুলিকে মারল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
যাদবপুর স্টেশন সংলগ্ন 127 নম্বর উপেন্দ্র বিশ্বাস সরণির উলটো দিকে মঙ্গলবার রাতে পাঁচটি কুকুরছানাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পার্থ ঘোষ । স্বঘোষিত পশুপ্রেমী না হলেও, দৃশ্যটি দেখে স্থির থাকতে পারেননি তিনি । জানান, উকিলের পরামর্শ নিয়ে গতকাল তিনি পৌঁছে যান যাদবপুর থানায় । দায়ের করেন অভিযোগ । ETV ভারতকে পার্থ বলেন, "কিভাবে মারা হয়েছে জানি না । তবে আমার ধারণা খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে পাঁচটি কুকুরছানাকে । দেখে মনটা কেঁদে উঠেছিল । এটা গুরুতর অন্যায় । এই ঘটনার বিচার চাই আমি ।"
বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন পার্থ । তারপরই পশুপ্রেমীরা ঘটনাটি নিয়ে ক্ষোভ উগরে দেন । ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ । তদন্তকারী অফিসার আর এস নস্কর ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখছেন।
Body:যাদবপুর স্টেশন সংলগ্ন 127 নম্বর উপেন্দ্র বিশ্বাস সরণির উল্টো দিকে মঙ্গলবার রাতে পাঁচটি কুকুরছানাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পার্থ ঘোষ নামে 30 বছরের এক যুবক। তিনি পেশায় ব্যবসায়ী। ওই রাস্তা দিয়ে তার যাতায়াত। স্বঘোষিত পশুপ্রেমী না হলেও, দৃশ্যটি দেখে স্থির থাকতে পারেননি তিনি। উকিলের পরামর্শ নিয়ে গতকাল তিনি পৌঁছে যান যাদবপুর থানায়। দায়ের করেন অভিযোগ। ইটিভি ভারতকে পার্থ বলেন, “ কিভাবে মারা হয়েছে জানিনা। তবে আমার ধারণা খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে পাঁচটি কুকুরছানাকে। দেখে মনটা কেঁদে উঠেছিল। এটা গুরুতর অন্যায়। একাই এই ঘটনার বিচার চেয়েছি আমি।"
Conclusion:বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পার্থ। তারপরেই পশুপ্রেমীরা ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী অফিসার আরএস নস্কর ঘটনা স্থানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।