ETV Bharat / state

TMC Embarks for Manipur: হেলিকপ্টার নিয়ে অনিশ্চয়তা, মণিপুরে রওনা তৃণমূলের পাঁচ প্রতিনিধির - Sushmita Dev

অশান্ত মণিপুর ৷ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল আজ সেখানে গেল ৷ তার আগে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানালেন, উত্তর-পূর্বের পাহাড়ি এলাকায় পৌঁছতে হেলিকপ্টার অবশ্য প্রয়োজন ৷ এ বিষয়ে সবুজ সংকেত দেয়নি মণিপুর সরকার ৷

ETV Bharat
মণিপুরে তৃণমূলের প্রতিনিধি দল
author img

By

Published : Jul 19, 2023, 11:51 AM IST

Updated : Jul 19, 2023, 12:21 PM IST

মণিপুরের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূলের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

কলকাতা, 19 জুলাই: তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রওনা দিল মণিপুরের উদ্দেশ্যে ৷ বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে এলেন, রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, রাজ্যসভার সাংসদ দোলা সেন, বিদায়ী সাংসদ সুস্মিতা দেব, লোকসভার দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার ৷ মণিপুর ঘুরে সেখানকার পরিস্থিতি নিয়ে আসন্ন বাদল অধিবেশনে উত্থাপন করবে তৃণমূল ৷ আগামিকালই সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৷

বিমানবন্দরে সুস্মিতা দেব সাংবাদিকদের জানান, দলের পক্ষ থেকে মণিপুর সরকারের কাছে হেলিকপ্টারের জন্য আবেদন করা হয়েছে ৷ যদিও হেলিকপ্টার ছাড়া পাহাড়ে আদিবাসী জনজাতির কাছে পৌঁছনো সম্ভব নয় ৷ হেলিকপ্টার পাওয়া যাবে কি না, তা তখনও পর্যন্ত নিশ্চিত করেনি মণিপুর সরকার ৷ সরকারের থেকে তা না-পাওয়া গেলে দলই হেলিকপ্টারের খরচ বহন করবে ৷ তবে তিনি আশা করছেন, তৃণমূলের এই প্রতিনিধি দলের সঙ্গে সবরকম সহযোগিতা করবে উত্তর-পূর্বের রাজ্য প্রশাসন ৷

  • Today, a delegation of five MPs will reach out to the people in Manipur and hear their issues.

    Our aim is to put in our best efforts to restore peace in the violence-stricken area and be the voice of the people.

    While PM @narendramodi remains SILENT, Hon'ble CM Smt… pic.twitter.com/qRC4o4VuG7

    — All India Trinamool Congress (@AITCofficial) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হিংসাত্মক মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, নেতৃত্ব ডেরেক

রাজ্যসভার বিদায়ী সাংসদ সুস্মিতা দেব বলেন, "তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই মণিপুর যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিলেন ৷ কিন্তু মন্ত্রক শুধুমাত্র চিঠি পাওয়ার জবাবটুকু দিয়েছে ৷ মণিপুরে যাওয়া নিয়ে কোনও জবাব দেয়নি ৷ তাই মুখ্য়মন্ত্রী যেতে পারেননি ৷" তাঁর ইচ্ছা অনুসারে সুস্মিতা দেব-সহ বাকিরা মণিপুরের পরিস্থিতি নিজেদের চোখে খতিয়ে দেখতে যাচ্ছেন ৷

তিনি একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন সামাজিক মাধ্যমে ৷ সেখানে সুস্মিতা দেব জানান, মণিপুরে মানুষের জীবন সংকটে ৷ সেখানে প্রতিটি আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে দেখা করবে এই পাঁচ সদস্যের প্রতিনিধি দল ৷ মণিপুরে শান্তি ফেরানোই তাঁদের একমাত্র উদ্দেশ্য ৷

তিনি আরও জানান, পাহাড়ে যেতে গেলে হেলিকপ্টারের প্রয়োজন ৷ সুস্মিতা দেব আশা করেন, উত্তরপ্রদেশের লখিমপুরে তৃণমূলের প্রতিনিধি দল গেলেও তাদের সেখানে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ সেখানে 144 ধারা জারি করে তাদের আটকে দেওয়া হয়েছিল ৷ মণিপুরের ক্ষেত্রে তা হবে না ৷

আরও পড়ুন: ফের অশান্ত মণিপুর ! ইম্ফলে বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করে খুন

মণিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে এই প্রতিনিধি দল যোগাযোগ করেছে ৷ ফ্যাক্ট ফাইন্ডিং দলটি উপত্যকা ও পাহাড়ে বিভিন্ন জায়গায় যাবে ৷ ত্রাণশিবিরে গিয়ে ঘরছাড়া মানুষের সঙ্গে দেখা করবেন নেতা-নেত্রীরা ৷ পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রিপোর্ট দেবেন ৷ পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই রিপোর্ট দেওয়া হবে ৷

মণিপুরের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূলের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

কলকাতা, 19 জুলাই: তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রওনা দিল মণিপুরের উদ্দেশ্যে ৷ বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে এলেন, রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, রাজ্যসভার সাংসদ দোলা সেন, বিদায়ী সাংসদ সুস্মিতা দেব, লোকসভার দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার ৷ মণিপুর ঘুরে সেখানকার পরিস্থিতি নিয়ে আসন্ন বাদল অধিবেশনে উত্থাপন করবে তৃণমূল ৷ আগামিকালই সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৷

বিমানবন্দরে সুস্মিতা দেব সাংবাদিকদের জানান, দলের পক্ষ থেকে মণিপুর সরকারের কাছে হেলিকপ্টারের জন্য আবেদন করা হয়েছে ৷ যদিও হেলিকপ্টার ছাড়া পাহাড়ে আদিবাসী জনজাতির কাছে পৌঁছনো সম্ভব নয় ৷ হেলিকপ্টার পাওয়া যাবে কি না, তা তখনও পর্যন্ত নিশ্চিত করেনি মণিপুর সরকার ৷ সরকারের থেকে তা না-পাওয়া গেলে দলই হেলিকপ্টারের খরচ বহন করবে ৷ তবে তিনি আশা করছেন, তৃণমূলের এই প্রতিনিধি দলের সঙ্গে সবরকম সহযোগিতা করবে উত্তর-পূর্বের রাজ্য প্রশাসন ৷

  • Today, a delegation of five MPs will reach out to the people in Manipur and hear their issues.

    Our aim is to put in our best efforts to restore peace in the violence-stricken area and be the voice of the people.

    While PM @narendramodi remains SILENT, Hon'ble CM Smt… pic.twitter.com/qRC4o4VuG7

    — All India Trinamool Congress (@AITCofficial) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হিংসাত্মক মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, নেতৃত্ব ডেরেক

রাজ্যসভার বিদায়ী সাংসদ সুস্মিতা দেব বলেন, "তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই মণিপুর যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিলেন ৷ কিন্তু মন্ত্রক শুধুমাত্র চিঠি পাওয়ার জবাবটুকু দিয়েছে ৷ মণিপুরে যাওয়া নিয়ে কোনও জবাব দেয়নি ৷ তাই মুখ্য়মন্ত্রী যেতে পারেননি ৷" তাঁর ইচ্ছা অনুসারে সুস্মিতা দেব-সহ বাকিরা মণিপুরের পরিস্থিতি নিজেদের চোখে খতিয়ে দেখতে যাচ্ছেন ৷

তিনি একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন সামাজিক মাধ্যমে ৷ সেখানে সুস্মিতা দেব জানান, মণিপুরে মানুষের জীবন সংকটে ৷ সেখানে প্রতিটি আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে দেখা করবে এই পাঁচ সদস্যের প্রতিনিধি দল ৷ মণিপুরে শান্তি ফেরানোই তাঁদের একমাত্র উদ্দেশ্য ৷

তিনি আরও জানান, পাহাড়ে যেতে গেলে হেলিকপ্টারের প্রয়োজন ৷ সুস্মিতা দেব আশা করেন, উত্তরপ্রদেশের লখিমপুরে তৃণমূলের প্রতিনিধি দল গেলেও তাদের সেখানে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ সেখানে 144 ধারা জারি করে তাদের আটকে দেওয়া হয়েছিল ৷ মণিপুরের ক্ষেত্রে তা হবে না ৷

আরও পড়ুন: ফের অশান্ত মণিপুর ! ইম্ফলে বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করে খুন

মণিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে এই প্রতিনিধি দল যোগাযোগ করেছে ৷ ফ্যাক্ট ফাইন্ডিং দলটি উপত্যকা ও পাহাড়ে বিভিন্ন জায়গায় যাবে ৷ ত্রাণশিবিরে গিয়ে ঘরছাড়া মানুষের সঙ্গে দেখা করবেন নেতা-নেত্রীরা ৷ পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রিপোর্ট দেবেন ৷ পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই রিপোর্ট দেওয়া হবে ৷

Last Updated : Jul 19, 2023, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.