কলকাতা, 5 এপ্রিল : লকডাউনের জেরে মাছের দাম বেড়েছে । কিলো প্রতি মাছের দাম 30 থেকে 50 টাকা করে বাড়ানো হয়েছে । পাতিপুকুর মাছ বাজারের আড়তদাররা বলেন, হিমঘরের মাছ বেচে বাজারে ধীরে ধীরে মাছের জোগান কমে যাচ্ছে । ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যে মাছ পাঠানো সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ।
" লকডাউন উঠে গেলে, পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ তারপর ফের কমবে মাছের দাম । " বললেন দমদম পাতিপুকুরের আড়তদার কার্তিক চন্দ্র মণ্ডল । কার্তিকবাবু বলেন, " পূর্ব মেদিনীপুরে রেকর্ডসংখ্যক মাছ নিয়মিত উৎপাদন হয় । সেই মাছ রাজ্যের মধ্যেই বণ্টন করা হয় । লকডাউনের জেরে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার মাছও সেই জেলাতেই থেকে যাচ্ছে । পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় সমগ্র রাজ্যে মাছ বণ্টন করা যাচ্ছে না ৷ "
বর্তমানে পশ্চিমবঙ্গে মাছের চাহিদা রয়েছে পর্যাপ্ত পরিমাণে । কেবলমাত্র পূর্ব মেদিনীপুরে প্রতিদিন 60 হাজার কেজি মাছ উৎপাদন করা হয় । অন্ধ্রপ্রদেশের মতো মাছ চাষের পরিকাঠামো তৈরি করা হয়েছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় । পূর্ব মেদিনীপুরের উৎপাদিত মাছ উত্তরবঙ্গে পাঠানো যাচ্ছে না । দুই মেদিনীপুরের মধ্যেই আঞ্চলিক মাছ বিক্রেতাদের মাধ্যমে যতটা পরিমাণ সম্ভব মাছ নিয়ে বিক্রি করছেন তারা । অন্ধ্রপ্রদেশ থেকে প্রতিদিন গড়ে মাছ এই রাজ্যে আসত 40 টি বড় লরিতে । লকডাউনের ফলে গত 12দিন রাজ্যে মাছ আসা সম্পূর্ণ বন্ধ ৷ প্রতিদিন 40 হাজার কেজি মাছ রাজ্যে আসতত অন্ধ্রপ্রদেশ থেকে ।
অন্ধ্রপ্রদেশের জোগান বন্ধ হয়ে যাওয়ায় মাছের দাম কিছুটা হলেও বেড়েছে । লকডাউন উঠে যাওয়ার পর ফের চালু হবে মাছের আমদানি । আড়তদাররা মতে , তখন ফের মাছের বাজার স্বাভাবিক হবে । মাছের দাম কমবে এখনকার চেয়ে অনেকটাই ৷