ETV Bharat / state

বাংলাদেশ থেকে কলকাতায় ফিরল 169 জন - লকাডাউন

এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে আজ কলকাতা বিমানবন্দরে নামল বাংলাদেশে আটকে থাকা 169 জন ।

Kolkata
কলকাতা
author img

By

Published : May 18, 2020, 5:31 PM IST

কলকাতা , 18 মে : কথামতো ঢাকা থেকে কলকাতায় ফেরানো হল 169 জনকে । লকডাউনের জেরে তাঁরা আটকে পড়েছিলেন বাংলাদেশে । আজ দুপুর 1টা নাগাদ তাঁরা দমদম বিমানবন্দরে নামেন । শারীরিক পরীক্ষার পর তাঁদের কোয়ারানটিনে পাঠানো হচ্ছে ।


বিদেশে আটকে থাকা পড়ুয়া এবং অন্যান্যদের দেশে ফিরিয়ে আনার জন্য "বন্দে ভারত" প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার । এই প্রকল্প নিয়ে শুরু হয় কেন্দ্র-রাজ্য তরজা । কারণ প্রকল্পের প্রথম ধাপে যে 15 হাজার মানুষ দেশে ফিরেছে তাতে কলকাতার নাম ছিল না । প্রাথমিকভাবে দ্বিতীয় ধাপে যে 32 হাজার মানুষকে ফেরানোর কথা ছিল সেখানেও নাম ছিল না কলকাতার । সেটা নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যায় । যদিও পরে সেই দ্বন্দ্ব কাটে । রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বিদেশ থেকে আসা বাংলার মানুষকে স্বাগত জানাতে তৈরি রাজ্য সরকার । তারপরই ঠিক হয় আজ কলকাতায় পৌছাবে বিমান । সূত্রের খবর , প্রচুর আবেদন জমা পড়ে বাংলাদেশে আটকে থাকা পড়ুয়া, পর্যটক ও অন্যান্যদের । তাঁদের মধ্যে প্রয়োজনের ভিত্তিতে তৈরি হয় তালিকা । সেই অনুযায়ী আজ দেশে ফিরলেন 45 জন পর্যটক, 16 জন বয়স্ক, 73 জন পড়ুয়া ও 16 জন চিকিৎসাপ্রার্থী এবং এক গর্ভবতী মহিলা।

এয়ার ইন্ডিয়ার বিশেষ এই বিমানে আজ সকালেই কলকাতা থেকে ঢাকা গিয়েছিল 33 জন । এরপর বাংলাদেশে একদফা শারীরিক পরীক্ষার পর বিমানে তোলা হয় 169 জনকে । কলকাতা বিমানবন্দরে ফের তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । স্বরাষ্ট্র সচিব আগেই জানিয়েছিলেন বিদেশ থেকে ফেরা মানুষকে 14 দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারানটিনে থাকতে হবে । সেই মতো যাঁরা নিজেদের খরচে হোটেলে থাকতে চান তাঁদের কাছে হোটেলের তালিকা দিয়ে দেওয়া হয়েছে । যাঁরা সরকারি কোয়ারানটিনে থাকতে চান তাঁদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ।

কলকাতা , 18 মে : কথামতো ঢাকা থেকে কলকাতায় ফেরানো হল 169 জনকে । লকডাউনের জেরে তাঁরা আটকে পড়েছিলেন বাংলাদেশে । আজ দুপুর 1টা নাগাদ তাঁরা দমদম বিমানবন্দরে নামেন । শারীরিক পরীক্ষার পর তাঁদের কোয়ারানটিনে পাঠানো হচ্ছে ।


বিদেশে আটকে থাকা পড়ুয়া এবং অন্যান্যদের দেশে ফিরিয়ে আনার জন্য "বন্দে ভারত" প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার । এই প্রকল্প নিয়ে শুরু হয় কেন্দ্র-রাজ্য তরজা । কারণ প্রকল্পের প্রথম ধাপে যে 15 হাজার মানুষ দেশে ফিরেছে তাতে কলকাতার নাম ছিল না । প্রাথমিকভাবে দ্বিতীয় ধাপে যে 32 হাজার মানুষকে ফেরানোর কথা ছিল সেখানেও নাম ছিল না কলকাতার । সেটা নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যায় । যদিও পরে সেই দ্বন্দ্ব কাটে । রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বিদেশ থেকে আসা বাংলার মানুষকে স্বাগত জানাতে তৈরি রাজ্য সরকার । তারপরই ঠিক হয় আজ কলকাতায় পৌছাবে বিমান । সূত্রের খবর , প্রচুর আবেদন জমা পড়ে বাংলাদেশে আটকে থাকা পড়ুয়া, পর্যটক ও অন্যান্যদের । তাঁদের মধ্যে প্রয়োজনের ভিত্তিতে তৈরি হয় তালিকা । সেই অনুযায়ী আজ দেশে ফিরলেন 45 জন পর্যটক, 16 জন বয়স্ক, 73 জন পড়ুয়া ও 16 জন চিকিৎসাপ্রার্থী এবং এক গর্ভবতী মহিলা।

এয়ার ইন্ডিয়ার বিশেষ এই বিমানে আজ সকালেই কলকাতা থেকে ঢাকা গিয়েছিল 33 জন । এরপর বাংলাদেশে একদফা শারীরিক পরীক্ষার পর বিমানে তোলা হয় 169 জনকে । কলকাতা বিমানবন্দরে ফের তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । স্বরাষ্ট্র সচিব আগেই জানিয়েছিলেন বিদেশ থেকে ফেরা মানুষকে 14 দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারানটিনে থাকতে হবে । সেই মতো যাঁরা নিজেদের খরচে হোটেলে থাকতে চান তাঁদের কাছে হোটেলের তালিকা দিয়ে দেওয়া হয়েছে । যাঁরা সরকারি কোয়ারানটিনে থাকতে চান তাঁদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.