ETV Bharat / state

Lalbazar Detective Department: 1868 সালে লালবাজারের থেকেই দেশ শিখেছিল গোয়েন্দাগিরি

1868 সালের 28 নভেম্বর লালবাজারের থেকেই দেশ শিখেছিল গোয়েন্দাগিরি (Lalbazar Detective Department)৷ এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলার হত্যার কিনারা করে তাক লাগিয়ে (First detective department of India) দিয়েছেল লালবাজারের গোয়েন্দা বিভাগ (Kolkata Police Headquarters Lalbazar)৷

first-detective-department-of-india-was-formed-in-1868-at-kolkata-police-headquarters-lalbazar
1868 সালে লালবাজারের থেকেই দেশ শিখেছিল গোয়েন্দাগিরি
author img

By

Published : Nov 18, 2022, 6:42 PM IST

কলকাতা, 18 নভেম্বর: বর্তমানে কলকাতা পুলিশের অধীনস্থ গোয়েন্দা বিভাগ শহরে অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে । কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এই সাফল্যের যাত্রাপথ এতটা সহজ ছিল না (Lalbazar Detective Department)। বর্তমান কলকাতা পুলিশের (Kolkata Police Headquarters Lalbazar) গোয়েন্দা বিভাগ 1868 সালে 28 নভেম্বর গোটা দেশকে শিখিয়েছিল যে কীভাবে অপরাধের ঘটনায় গোয়েন্দাগিরি করতে হয় । আর সেই গোয়েন্দাগিরির উত্থানে যে ব্যক্তির সব থেকে বেশি কৃতিত্ব, তিনি হলেন কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বা নগরপাল স্যার স্টুয়ার্ট সৌনডার্স হগ (Sir Stuart Saunders Hogg)। তাঁর নেতৃত্বে কাজ করেছিলেন, রিচার্ড রিড (Richard Reid) এবং ইন্সপেক্টর আর ল্যাম্ব (R Lamb), শ্রীনাথ পাল এবং কালীনাথ বোসের মতো তৎকালীন তাক লাগিয়ে দেওয়া গোয়েন্দারা (First detective department of India)।

গোটা ঘটনার সূত্রপাত 1868 সালের 1এপ্রিলে ৷ উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় রোজ ব্রাউন নামে একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলার রহস্যমৃত্যুর ঘটনা ঘটে । পরে জানা যায়, কয়েকজন আততায়ী একত্রিত হয়ে ওই অ্যাংলো ইন্ডিয়ান মহিলাকে নৃশংস ভাবে খুন করে । 18 শতকে কলকাতা-সহ দেশের বিভিন্ন ছোট বড় সংবাদমাধ্যমে কলকাতার বুকে ঘটে যাওয়া অ্যাংলো ইন্ডিয়ান মহিলার হত্যার ঘটনা নিয়ে নিন্দার ঝড় ওঠে । তৎকালীন লালবাজারের নির্দেশে তড়িঘড়ি গোটা ঘটনার তদন্ত শুরু করে তৎকালীন আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ । কিন্তু বেশ কয়েক দিন কেটে যাওয়ার পরেও আততায়ীদের কোনও রকমের ক্লু বা লিংক খুঁজে পেতে ব্যর্থ হন সংশ্লিষ্ট থানার তদন্তকারী আধিকারিকরা ।

রাজধানীর বুকে ঘটে যাওয়া অ্যাংলো ইন্ডিয়ান মহিলার খুনের ঘটনার রহস্য উন্মোচনে অপারগ তৎকালীন কলকাতা পুলিশ - এই অভিযোগে দেশ এবং বিদেশের বিভিন্ন নামী সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় ৷ এর পরেই তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার স্যার স্টুয়ার্ট সৌনডার্স হগ নিজে তদন্তের রাশ টেনে ধরেন । স্বয়ং তিনি তদন্তে নেমে বেশ কিছু সত্যতার সম্মুখীন হন । তিনি দেখেন যে, এ ধরনের ঘটনার তদন্তে অন্যতম প্রতিবন্ধকতা হল, শহরের বুকে এই প্রকারের কোনও ভয়াবহ হত্যার ঘটনা বা বড়সড় অপরাধের কিনারা করতে হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে কোন কোন দিকে খেয়াল রাখতে হয় এবং সঠিক কোন কোন সূত্রের উপর অবলম্বন করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হয়, তার কোনও প্রশিক্ষণ নেই পুলিশ কর্মীদের ।

আরও পড়ুন: পিঠে ব্যাগ নিয়ে পুলিশ কর্মীদের ডিউটিতে নিষেধাজ্ঞা কলকাতার নগরপালের

সেই সময় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার স্যার স্টুয়ার্ট সৌনডার্স হগ উপলব্ধি করেন যে, শহরের বুকে এই প্রকারের কোনও হত্যালীলা বা অপরাধের ঘটনা ঘটলে তার কিনারা করার জন্য একটি বিশেষ প্রশিক্ষিত এবং সুদক্ষ অফিসারদের নিয়ে বিশেষ একটি ইউনিট তৈরি করতে হবে । এরপরেই 1868 সালের 28 নভেম্বর 10 জন হেড কনস্টেবল, 10 জন দ্বিতীয় শ্রেণির কনস্টেবল এবং 10 জন তৃতীয় শ্রেণির কনস্টেবল ও একজন সুদক্ষ সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ এবং কয়েকজন দক্ষ ইন্সপেক্টরকে কলকাতা পুলিশের বিভিন্ন থানা থেকে বাছাই করে তৈরি হয়ে গেল দেশের প্রথম ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা লালবাজারের গোয়েন্দা বিভাগ । এই ডিটেকটিভ ডিপার্টমেন্টের মাথায় বসেন তৎকালীন সুদক্ষ অফিসার রিচার্ড রিড । তাঁকে তদন্তে সাহায্য করেন তৎকালীন সুদক্ষ ইন্সপেক্টর আর ল্যাম্ব ৷

কীভাবে পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করতে হয়, অপরাধের ঘটনার সঙ্গে যুক্ত থাকা সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে পৃথক পৃথকভাবে কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে সন্দেহভাজনদের এবং ক্রস এক্সামিনেশন করার জন্য কীভাবে তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে - এই সবই শেখানো হয় এই বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের ৷ আর তার পরেই আসে সাফল্য ৷ শহরের বুকে অ্যাংলো ইন্ডিয়ান মহিলা রোজ ব্রাউনের খুনের ঘটনায় আততায়ীদের গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ তাক লাগিয়ে দিয়েছিল গোটা দেশের পুলিশি ব্যবস্থাকে ।

ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যায়, এই অপরাধের কিনারা করার পর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সাফল্যের সঙ্গে কাজ করতে থাকে । শহরের বুকে বিভিন্ন খুন এবং ছিনতাই-সহ নানা অপরাধের ঘটনার কিনারা করার জন্য গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান রিচার্ড রিডের সঙ্গে দুজন সুদক্ষ বাঙালি ইন্সপেক্টরকে খুঁজে তাঁদের নিজে নিযুক্ত করেন তৎকালীন পুলিশ কমিশনার স্যার স্টুয়ার্ট সৌনডার্স হগ ৷ বাঙালি দুই তদন্তকারীর নাম শ্রীনাথ পাল এবং কালীনাথ বোস । লালবাজারের ইতিহাস থেকে জানা যায় যে, এই কালীনাথ বোস এবং শ্রীনাথ পাল শহরের বুকে একাধিক অপরাধের কিনারা করার জন্য 18 শতকে তৎকালীন মহারাজার থেকে 2 হাজার টাকা পুরস্কার পেয়ে গোটা দেশের পুলিশি ব্যবস্থাকে চমকে দিয়েছিলেন ।
আর সেই পথকেই আজও আরও গৌরবান্বিত করে চলেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

কলকাতা, 18 নভেম্বর: বর্তমানে কলকাতা পুলিশের অধীনস্থ গোয়েন্দা বিভাগ শহরে অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে । কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এই সাফল্যের যাত্রাপথ এতটা সহজ ছিল না (Lalbazar Detective Department)। বর্তমান কলকাতা পুলিশের (Kolkata Police Headquarters Lalbazar) গোয়েন্দা বিভাগ 1868 সালে 28 নভেম্বর গোটা দেশকে শিখিয়েছিল যে কীভাবে অপরাধের ঘটনায় গোয়েন্দাগিরি করতে হয় । আর সেই গোয়েন্দাগিরির উত্থানে যে ব্যক্তির সব থেকে বেশি কৃতিত্ব, তিনি হলেন কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বা নগরপাল স্যার স্টুয়ার্ট সৌনডার্স হগ (Sir Stuart Saunders Hogg)। তাঁর নেতৃত্বে কাজ করেছিলেন, রিচার্ড রিড (Richard Reid) এবং ইন্সপেক্টর আর ল্যাম্ব (R Lamb), শ্রীনাথ পাল এবং কালীনাথ বোসের মতো তৎকালীন তাক লাগিয়ে দেওয়া গোয়েন্দারা (First detective department of India)।

গোটা ঘটনার সূত্রপাত 1868 সালের 1এপ্রিলে ৷ উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় রোজ ব্রাউন নামে একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলার রহস্যমৃত্যুর ঘটনা ঘটে । পরে জানা যায়, কয়েকজন আততায়ী একত্রিত হয়ে ওই অ্যাংলো ইন্ডিয়ান মহিলাকে নৃশংস ভাবে খুন করে । 18 শতকে কলকাতা-সহ দেশের বিভিন্ন ছোট বড় সংবাদমাধ্যমে কলকাতার বুকে ঘটে যাওয়া অ্যাংলো ইন্ডিয়ান মহিলার হত্যার ঘটনা নিয়ে নিন্দার ঝড় ওঠে । তৎকালীন লালবাজারের নির্দেশে তড়িঘড়ি গোটা ঘটনার তদন্ত শুরু করে তৎকালীন আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ । কিন্তু বেশ কয়েক দিন কেটে যাওয়ার পরেও আততায়ীদের কোনও রকমের ক্লু বা লিংক খুঁজে পেতে ব্যর্থ হন সংশ্লিষ্ট থানার তদন্তকারী আধিকারিকরা ।

রাজধানীর বুকে ঘটে যাওয়া অ্যাংলো ইন্ডিয়ান মহিলার খুনের ঘটনার রহস্য উন্মোচনে অপারগ তৎকালীন কলকাতা পুলিশ - এই অভিযোগে দেশ এবং বিদেশের বিভিন্ন নামী সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় ৷ এর পরেই তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার স্যার স্টুয়ার্ট সৌনডার্স হগ নিজে তদন্তের রাশ টেনে ধরেন । স্বয়ং তিনি তদন্তে নেমে বেশ কিছু সত্যতার সম্মুখীন হন । তিনি দেখেন যে, এ ধরনের ঘটনার তদন্তে অন্যতম প্রতিবন্ধকতা হল, শহরের বুকে এই প্রকারের কোনও ভয়াবহ হত্যার ঘটনা বা বড়সড় অপরাধের কিনারা করতে হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে কোন কোন দিকে খেয়াল রাখতে হয় এবং সঠিক কোন কোন সূত্রের উপর অবলম্বন করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হয়, তার কোনও প্রশিক্ষণ নেই পুলিশ কর্মীদের ।

আরও পড়ুন: পিঠে ব্যাগ নিয়ে পুলিশ কর্মীদের ডিউটিতে নিষেধাজ্ঞা কলকাতার নগরপালের

সেই সময় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার স্যার স্টুয়ার্ট সৌনডার্স হগ উপলব্ধি করেন যে, শহরের বুকে এই প্রকারের কোনও হত্যালীলা বা অপরাধের ঘটনা ঘটলে তার কিনারা করার জন্য একটি বিশেষ প্রশিক্ষিত এবং সুদক্ষ অফিসারদের নিয়ে বিশেষ একটি ইউনিট তৈরি করতে হবে । এরপরেই 1868 সালের 28 নভেম্বর 10 জন হেড কনস্টেবল, 10 জন দ্বিতীয় শ্রেণির কনস্টেবল এবং 10 জন তৃতীয় শ্রেণির কনস্টেবল ও একজন সুদক্ষ সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ এবং কয়েকজন দক্ষ ইন্সপেক্টরকে কলকাতা পুলিশের বিভিন্ন থানা থেকে বাছাই করে তৈরি হয়ে গেল দেশের প্রথম ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা লালবাজারের গোয়েন্দা বিভাগ । এই ডিটেকটিভ ডিপার্টমেন্টের মাথায় বসেন তৎকালীন সুদক্ষ অফিসার রিচার্ড রিড । তাঁকে তদন্তে সাহায্য করেন তৎকালীন সুদক্ষ ইন্সপেক্টর আর ল্যাম্ব ৷

কীভাবে পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করতে হয়, অপরাধের ঘটনার সঙ্গে যুক্ত থাকা সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে পৃথক পৃথকভাবে কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে সন্দেহভাজনদের এবং ক্রস এক্সামিনেশন করার জন্য কীভাবে তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে - এই সবই শেখানো হয় এই বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের ৷ আর তার পরেই আসে সাফল্য ৷ শহরের বুকে অ্যাংলো ইন্ডিয়ান মহিলা রোজ ব্রাউনের খুনের ঘটনায় আততায়ীদের গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ তাক লাগিয়ে দিয়েছিল গোটা দেশের পুলিশি ব্যবস্থাকে ।

ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যায়, এই অপরাধের কিনারা করার পর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সাফল্যের সঙ্গে কাজ করতে থাকে । শহরের বুকে বিভিন্ন খুন এবং ছিনতাই-সহ নানা অপরাধের ঘটনার কিনারা করার জন্য গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান রিচার্ড রিডের সঙ্গে দুজন সুদক্ষ বাঙালি ইন্সপেক্টরকে খুঁজে তাঁদের নিজে নিযুক্ত করেন তৎকালীন পুলিশ কমিশনার স্যার স্টুয়ার্ট সৌনডার্স হগ ৷ বাঙালি দুই তদন্তকারীর নাম শ্রীনাথ পাল এবং কালীনাথ বোস । লালবাজারের ইতিহাস থেকে জানা যায় যে, এই কালীনাথ বোস এবং শ্রীনাথ পাল শহরের বুকে একাধিক অপরাধের কিনারা করার জন্য 18 শতকে তৎকালীন মহারাজার থেকে 2 হাজার টাকা পুরস্কার পেয়ে গোটা দেশের পুলিশি ব্যবস্থাকে চমকে দিয়েছিলেন ।
আর সেই পথকেই আজও আরও গৌরবান্বিত করে চলেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.