ETV Bharat / state

Kasba Firing Incident: আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই পরিবারের ঝামেলা, কসবায় চলল গুলি; গ্রেফতার অভিযুক্ত - ময়লা ফেলাকে কেন্দ্র করে ঝামেলায় চলল গুলি

ফ্ল্যাটে ময়লা ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ অনেকদিনের ৷ তবে মঙ্গলবার রাতে যে এই ঘটনার জন্য গুলি চলবে তা আগাম আঁচ করেননি স্থানীয়রা ৷ ঘটনায় আটক এক ৷

Etv Bharat
কসবা থানা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 11:06 AM IST

Updated : Sep 20, 2023, 3:21 PM IST

কসবা, 20 সেপ্টেম্বর: বাড়ির আবর্জনা ফেলাকে কেন্দ্র করে ঝামেলা ৷ তার জেরেই চলল এলোপাথাড়ি গুলি । তবে ঘটনায় কেউ হতাহত না হলেও রাতের কলকাতায় এভাবে পরপর গুলির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে কসবা থানার আওতাধীন বৈকুণ্ঠ ঘোষ রোডে। ঘটনায় সৌমিত মণ্ডল সৌমিত মন্ডলকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে কসবা থানার পুলিশ।

লালবাজার সূত্রে খবর, অভিযুক্তের বাবা রাজ্য পুলিশের প্রাক্তন পুলিশ আধিকারিক। সৌমিত মন্ডলকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে । শুধু এলাকার ময়লা ফেলাকে কেন্দ্র করে ঝামেলা নাকি, তার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে । পাশাপাশি, ওই যুবকের কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র পৌঁছল সেটিও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে 100 ডায়ালে একটি ফোন আসে। ফোনের অপরপ্রান্তে এক ব্যক্তি পুলিশকে অভিযোগ জানায় যে এলাকার এক যুবক গুলি চালাচ্ছে । খবর পেয়েই ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। পাশাপাশি ঘটনাস্থলে কসবা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী আসে। রাতেই ওই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র-সহ বেশকিছু গুলি ।

তদন্ত করে প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন বৈকুণ্ঠপুরে একটি ফ্ল্যাটে ময়লা ফেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে ঝামেলা ছিল । তবে এলাকার বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, গোলমালের ফলে যে গুলি চলবে তা কেউ ভাবতে পারেননি ৷ অন্য দিনের মতো গতকাল রাতেও ময়লা ফেলাকে কেন্দ্র করে ওই দুই পরিবারে ঝামেলা হয়।

অভিযোগ, এরপরই এক যুবক বাড়ি থেকে বেরিয়ে এসে পকেট থেকে বন্দুক বের করে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে । এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা ৷ রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এরপর পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুলিশ কমিশনারেটের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য থেকে অবিলম্বে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারিদের গ্রেফতার করতে হবে। কিন্তু তারপরেও দেখা গিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার গুলি চলেছে । সেই তালিকায় নাম উঠল কসবার বৈকুণ্ঠপুরের ।

আরও পড়ুন : দিন দুপুরে পেট্রল পাম্পে গুলি, মহিলা কর্মীর মাথায় পিস্তল তাক !

কসবা, 20 সেপ্টেম্বর: বাড়ির আবর্জনা ফেলাকে কেন্দ্র করে ঝামেলা ৷ তার জেরেই চলল এলোপাথাড়ি গুলি । তবে ঘটনায় কেউ হতাহত না হলেও রাতের কলকাতায় এভাবে পরপর গুলির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে কসবা থানার আওতাধীন বৈকুণ্ঠ ঘোষ রোডে। ঘটনায় সৌমিত মণ্ডল সৌমিত মন্ডলকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে কসবা থানার পুলিশ।

লালবাজার সূত্রে খবর, অভিযুক্তের বাবা রাজ্য পুলিশের প্রাক্তন পুলিশ আধিকারিক। সৌমিত মন্ডলকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে । শুধু এলাকার ময়লা ফেলাকে কেন্দ্র করে ঝামেলা নাকি, তার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে । পাশাপাশি, ওই যুবকের কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র পৌঁছল সেটিও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে 100 ডায়ালে একটি ফোন আসে। ফোনের অপরপ্রান্তে এক ব্যক্তি পুলিশকে অভিযোগ জানায় যে এলাকার এক যুবক গুলি চালাচ্ছে । খবর পেয়েই ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। পাশাপাশি ঘটনাস্থলে কসবা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী আসে। রাতেই ওই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র-সহ বেশকিছু গুলি ।

তদন্ত করে প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন বৈকুণ্ঠপুরে একটি ফ্ল্যাটে ময়লা ফেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে ঝামেলা ছিল । তবে এলাকার বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, গোলমালের ফলে যে গুলি চলবে তা কেউ ভাবতে পারেননি ৷ অন্য দিনের মতো গতকাল রাতেও ময়লা ফেলাকে কেন্দ্র করে ওই দুই পরিবারে ঝামেলা হয়।

অভিযোগ, এরপরই এক যুবক বাড়ি থেকে বেরিয়ে এসে পকেট থেকে বন্দুক বের করে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে । এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা ৷ রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এরপর পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুলিশ কমিশনারেটের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য থেকে অবিলম্বে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারিদের গ্রেফতার করতে হবে। কিন্তু তারপরেও দেখা গিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার গুলি চলেছে । সেই তালিকায় নাম উঠল কসবার বৈকুণ্ঠপুরের ।

আরও পড়ুন : দিন দুপুরে পেট্রল পাম্পে গুলি, মহিলা কর্মীর মাথায় পিস্তল তাক !

Last Updated : Sep 20, 2023, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.