ETV Bharat / state

এসএসকেএম-র পুলিশ আউটপোস্টে গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টর - wb police

হঠাৎই গুলির আওয়াজ আসে পুলিশ আউটপোস্ট থেকে ৷ গুলির আওয়াজ শুনে সেখানে ছুটে যান রোগীর আত্মীয় পরিজনরা ৷ গিয়ে দেখেন মাটিতে পড়ে আছেন ওই সাব ইন্সপেক্টর ৷

এসএসকেএম-র পুলিশ আউটপোস্টে গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টর
এসএসকেএম-র পুলিশ আউটপোস্টে গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টর
author img

By

Published : Apr 3, 2021, 11:29 AM IST

Updated : Apr 3, 2021, 12:33 PM IST

কলকাতা, 3 এপ্রিল : এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট-এর মধ্যে গুলি চলাকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতালে । গুলিবিদ্ধ হন কলকাতা পুলিশের বিশেষ বিভাগের সাব ইনস্পেকটর পদমর্যাদার এক পুলিশ আধিকারিক । ট্রমা ইউনিট সেন্টারে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই পুলিশকর্মী ৷ সকাল পৌনে নটা নাগাদ ঘটনাটি ঘটে ৷

কলকাতা পুলিশের বিশেষ ইউনিট হেভিরেডিও ফ্লাইং স্কোয়াড প্রতিদিনের মতো এদিনও এসএসকেএম হাসপাতালে পেট্রলিংয়ে যায় ৷ ওই সময় শিফট পরিবর্তন হচ্ছিল ৷ এমন অবস্থায় গাড়ি থেকে নেমে ট্রমা কেয়ার ইউনিট-এর পুলিশ আউট পোস্টের দিকে যান এল কে রায় চৌধুরী নামে ওই সাব ইন্সপেক্টর ৷ এরপর হঠাৎই গুলির আওয়াজ আসে পুলিশ আউটপোস্ট থেকে ৷ গুলির আওয়াজ শুনে সেখানে ছুটে যান রোগীর আত্মীয় পরিজনরা ৷ গিয়ে দেখেন মাটিতে পড়ে আছেন ওই ইন্সপেক্টর ৷ এবং রক্তে ভেসে যাচ্ছে গোটা মেঝে ৷ পাশেই তাঁর রিভলভার পড়ে থাকতে দেখা যায় ৷ এরপর এসএসকেএম-এর ট্রমা কেয়ার ইউনিটেই সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় ওই অফিসারকে ৷ যদিও কী করে এই ঘটনাটি কিভাবে ঘটল তা এখনও প্রকাশ্যে আসেনি ।

আরও পড়ুন : শনিতে আগুনের গ্রাসে তপশিয়ার জুতো কারখানা

লালবাজার সূত্রে খবর, অফিসারের পেটের কাছে গুলি লাগে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে রিভলভারটি ৷ কী কারণে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ ৷

কলকাতা, 3 এপ্রিল : এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট-এর মধ্যে গুলি চলাকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতালে । গুলিবিদ্ধ হন কলকাতা পুলিশের বিশেষ বিভাগের সাব ইনস্পেকটর পদমর্যাদার এক পুলিশ আধিকারিক । ট্রমা ইউনিট সেন্টারে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই পুলিশকর্মী ৷ সকাল পৌনে নটা নাগাদ ঘটনাটি ঘটে ৷

কলকাতা পুলিশের বিশেষ ইউনিট হেভিরেডিও ফ্লাইং স্কোয়াড প্রতিদিনের মতো এদিনও এসএসকেএম হাসপাতালে পেট্রলিংয়ে যায় ৷ ওই সময় শিফট পরিবর্তন হচ্ছিল ৷ এমন অবস্থায় গাড়ি থেকে নেমে ট্রমা কেয়ার ইউনিট-এর পুলিশ আউট পোস্টের দিকে যান এল কে রায় চৌধুরী নামে ওই সাব ইন্সপেক্টর ৷ এরপর হঠাৎই গুলির আওয়াজ আসে পুলিশ আউটপোস্ট থেকে ৷ গুলির আওয়াজ শুনে সেখানে ছুটে যান রোগীর আত্মীয় পরিজনরা ৷ গিয়ে দেখেন মাটিতে পড়ে আছেন ওই ইন্সপেক্টর ৷ এবং রক্তে ভেসে যাচ্ছে গোটা মেঝে ৷ পাশেই তাঁর রিভলভার পড়ে থাকতে দেখা যায় ৷ এরপর এসএসকেএম-এর ট্রমা কেয়ার ইউনিটেই সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় ওই অফিসারকে ৷ যদিও কী করে এই ঘটনাটি কিভাবে ঘটল তা এখনও প্রকাশ্যে আসেনি ।

আরও পড়ুন : শনিতে আগুনের গ্রাসে তপশিয়ার জুতো কারখানা

লালবাজার সূত্রে খবর, অফিসারের পেটের কাছে গুলি লাগে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে রিভলভারটি ৷ কী কারণে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ ৷

Last Updated : Apr 3, 2021, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.