ETV Bharat / state

দেশে ও বাংলায় মোদির পায়ের তলায় মাটি নেই : ফিরহাদ হাকিম - tmc

"মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে থাকেন। একদিন মোদি সাহেব হেলিকপ্টারে এলেন। সভা করলেন। ভাবলেন মানুষ আমাকে দেখে ভোট দেবে তাহলে সেটা হয় না। এভাবে ভোট পাওয়া যায় না।" বললেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম
author img

By

Published : Apr 3, 2019, 6:34 AM IST

কলকাতা, ৩ এপ্রিল : "মোদি বাংলার অতিথি হিসেবে আসছেন। আবার ফেরত চলে যাবেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ ভোট দেবেন।" নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে একথা বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে থাকেন। একদিনে সভা করে হয় না। প্রতিদিন মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। মানুষের পাশে থাকতে হয়। একদিন মোদি সাহেব হেলিকপ্টারে এলেন। সভা করলেন। ভাবলেন মানুষ আমাকে দেখে ভোট দেবে তাহলে সেটা হয় না। এভাবে ভোট পাওয়া যায় না।"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

আজই কলকাতা ও শিলিগুড়িতে সভা করবেন নরেন্দ্র মোদি। দিনহাটায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "BJP একটি সর্বভারতীয় দল। দলকে টিকেয়ে রাখার জন্য তিনি আসছেন। নরেন্দ্র মোদি ভালো করেই জানেন দেশে বা বাংলায় ওনার পায়ের তলায় মাটি নেই। দেশে ও বাংলার জন্য কিছু করতে পারেননি। বাংলার কৃষকদের জন্য উনি কিছুই করেননি। বরং নোটবন্দীর ফলে দেশের ও বাংলার বহু মানুষের চাকরি চলে গেছে। বাংলার কৃষকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। গ্রামে গ্রামে আজ সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "

তিনি আরও বলেন, "মোদির সভা উপর নিশ্চয়ই নির্বাচন কমিশনের নজর থাকবে। নির্বাচন কমিশন যে বিধি নিষেধ করেছে তা কতটা পালন হচ্ছে তা অবশ্যই লক্ষ্য করবে।"

কলকাতা, ৩ এপ্রিল : "মোদি বাংলার অতিথি হিসেবে আসছেন। আবার ফেরত চলে যাবেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ ভোট দেবেন।" নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে একথা বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে থাকেন। একদিনে সভা করে হয় না। প্রতিদিন মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। মানুষের পাশে থাকতে হয়। একদিন মোদি সাহেব হেলিকপ্টারে এলেন। সভা করলেন। ভাবলেন মানুষ আমাকে দেখে ভোট দেবে তাহলে সেটা হয় না। এভাবে ভোট পাওয়া যায় না।"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

আজই কলকাতা ও শিলিগুড়িতে সভা করবেন নরেন্দ্র মোদি। দিনহাটায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "BJP একটি সর্বভারতীয় দল। দলকে টিকেয়ে রাখার জন্য তিনি আসছেন। নরেন্দ্র মোদি ভালো করেই জানেন দেশে বা বাংলায় ওনার পায়ের তলায় মাটি নেই। দেশে ও বাংলার জন্য কিছু করতে পারেননি। বাংলার কৃষকদের জন্য উনি কিছুই করেননি। বরং নোটবন্দীর ফলে দেশের ও বাংলার বহু মানুষের চাকরি চলে গেছে। বাংলার কৃষকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। গ্রামে গ্রামে আজ সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "

তিনি আরও বলেন, "মোদির সভা উপর নিশ্চয়ই নির্বাচন কমিশনের নজর থাকবে। নির্বাচন কমিশন যে বিধি নিষেধ করেছে তা কতটা পালন হচ্ছে তা অবশ্যই লক্ষ্য করবে।"

Intro:আগামীকাল নরেন্দ্র মোদি আসছেন ব্রিগেডের সভায় অংশ নিতে। নরেন্দ্র মোদীর সভা কে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন তিনি আসছেন অতিথি হিসেবে কাজ হয়ে যাবেন ফেরত চলে যাবেন। বাংলায় তার বেশি গুরুত্ব পাবে না। আগামীকালই উত্তরবঙ্গের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথক পৃথক সভা করবেন। এ বিষয়ে কি বলেন বিজেপি একটি সর্বদলীয় দল মাঝে মাঝে এখানে এসে কর্মীদের উৎসাহ দিয়ে দলকে টিকিয়ে রাখতে হবে। ফিরহাদ হাকিম বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কে আলাদা করে ঝড় তুলতে হবে না তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে থাকে। ফিরহাদ হাকিম বলেন এই ভাবে একদিনে সভা করে হয় না প্রত্যেকদিন মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয় মানুষের পাশে থাকতে হয়। একদিন হেলিকপ্টারে এসে সভা করে মানুষের ভোট পাওয়া যায় না।


Body:নরেন্দ্র মোদী ভালো করেই জানেন উনার পায়ের তলায় মাটি নেই। ওটা দেশে উনার পায়ের তলায় মাটি নেই বাংলা তেও নেই। হাজার নয় গোটা দেশের জন্য কিছু করতে পারেননি বাংলার জন্য কিছু করতে পারেননি। বাংলা কৃষকদের জন্য উনি কিছুই করতে পারেননি। বরং নোট বন্দির ফলে গোটা দেশের সঙ্গে বাংলায় বহু যুবকের চাকরি হারিয়েছে। বাংলায় কৃষকের জন্য যা করেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বাংলা বাংলার মানুষ দেখছেন গ্রামে গ্রামে আজ সরকারি প্রকল্প গুলো পৌঁছেছে সাধারণ মানুষের কাছে বললেন পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম।


Conclusion:ফিরহাদ হাকিম বলেন আগামীকালের মোদীর সভা ওপর নিশ্চয়ই নির্বাচন কমিশনের নজর থাকবে। নির্বাচন কমিশন যে বিধি নিষেধ করেছে তা কতটা পালন হচ্ছে তা অবশ্যই লক্ষ্য করবেন। প্রচারে কত টাকা খরচ হচ্ছে তা হিসেব কমিশন নিশ্চয়ই দেখবেন বলেন ফিরহাদ হাকিম।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.