কলকাতা, 9 এপ্রিল : এসএসসি দুর্নীতি বিতর্কে তৃণমূলের অন্দরের মতভেদ আরও বাড়ল ৷ প্রকাশ্যেই এই ইস্যুতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যকে মান্যতা না দিয়ে রাজ্য মন্ত্রিসভায় তাঁর সতীর্থ পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim takes stand for Partha Chatterjee) ৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (বর্তমানে রাজ্যের শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে শনিবার ফিরহাদের মন্তব্য, "কুণাল মন্ত্রিসভার সদস্য নয় । আমাদের এটা যৌথ দায়িত্ব, এই মন্ত্রিসভায় আমি আছি । আমি অন্যের ব্যাপার জানি না, তবে এটা পার্থদার ব্যাপার নয় ।"
আরও পড়ুন : ব্রাত্যর জমানায় শিক্ষক নিয়োগে অনিয়ম হয়নি, পার্থকে ইঙ্গিত কুণালের
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুক্রবার বলেছিলেন, "এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্পর্কে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই বলতে পারবেন । এটা প্রশাসনিক বিষয়, দলের বিষয় নয় ৷ পার্থদা তৎকালীন শিক্ষামন্ত্রী, এবিষয়ে কারও কোনও প্রশ্ন থাকলে তাঁর কাছে গেলে তিনি বলতে পারবেন ৷" কুণালের এই মন্তব্যের সঙ্গে তিনি যে একমত নন এদিন তা বুঝিয়ে দিয়েছেন ফিরহাদ ৷ তিনি বলেন, "এত বড় বিষয় চলে, কোথায় কী হচ্ছে মন্ত্রীর পক্ষে সব খবর রাখা সম্ভব নয় । আমি পৌরনিগমে থাকি । আমার পক্ষে যেমন জানা সম্ভব নয় কোথায় অ্যাসেসমেন্ট বিভাগের কে ঘুষ নিচ্ছে বা দুর্নীতি হচ্ছে, তেমনি এসএসসি দুর্নীতি নিয়ে পার্থদার সঙ্গে কি সম্পর্ক? যা প্রসিডিউর আছে সেইমতো বিভাগীয় তদন্ত হবে । "
শুক্রবার কুণাল ঘোষের মন্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে ৷ প্রশ্ন উঠেছিল তবে কী এসএসসি দুর্নীতির দায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাঁধেই ফেলতে চাইছে রাজ্যের শাসকদল ৷ কিন্তু এদিন পার্থর পাশে দাঁড়িয়ে কার্যত কুণালকেই পাল্টা বিঁধলেন ফিরহাদ ৷ দলের শীর্ষ নেতৃত্ব যে কুণালের মন্তব্যকে অনুমোদন দিচ্ছে না তা বুঝিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম ৷ বলেছেন, "কোনও তৃণমূল কংগ্রেসের নেতা অন্যায় করেননি,অন্যায় করবে না, অন্যায় হয় না । প্রক্রিয়াগত ভুল হয় কি না সেটা তদন্ত সাপেক্ষ । কিন্তু পার্থদার মতো ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনও জায়গায় দুর্নীতি হয় তাহলে পার্থদার যতটা দায় বর্তায়, আমার উপরেও ততটাই দায় বর্তায় । এটা একটা কালেক্টিভ পরিবার আমাদের । আমরা কারওর উপরে দায় ঠেলতে পারি না । দলের মধ্যে কোনও বিভাজনের বিষয় নেই ।"