কলকাতা, 21 মার্চ: প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের পোশাক হবে নীল-সাদা (blue and white school uniform in Govt Schools) । সর্বশিক্ষা মিশনের অন্তর্গত স্কুলের পোশাকেও থাকবে নীল-সাদার ছোঁয়া । জামার বুক পকেটের উপর থাকবে বিশ্ব বাংলার লোগো (Biswa Bangla logo) । রাজ্যে সরকারের এহেন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বতর্ক শুরু হয়েছে শিক্ষা মহলে ৷ জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে ৷
স্কুল ইউনিফর্ম বিতর্কে এবার মুখ খুললেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সোমবার তিনি বলেন, "এই সরকার তৃণমূলীকরণ করে না । সরকারি স্কুলগুলিতে সরকারি নিয়ম কানুন চালু করে । আমরা কখনওই পার্টির লোগো বসাতে বলিনি । বিশ্ব বাংলার লোগো বসাতে বলা হয়েছে । এতে আমাদের অনেকটাই সুবিধে হবে । কারণ এর ফলে খুব সহজেই সরকারি স্কুলের পড়ুয়াদের চিহ্নিত করা যাবে । আমাদের অফিসাররাও বিশ্ব বাংলার লোগো পরেন । তাহলে কি তাঁরা তৃণমূল করেন ? যারা বাংলা নিয়ে গর্ব করে না তারা বাংলা রাজ্যের স্বপ্ন কি করে দেখবে ?"
আরও পড়ুন : সরকার পোষিত স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো, হাইকোর্টে মামলা
তাঁর আরও সংযোজন, "ভবিষ্যতে যদি সরকার নির্দেশ দেয় তাহলে কর্পোরেশন স্কুলগুলিতেও ইউনিফর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করব ।" উল্লেখ্য, সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাক হবে নীল-সাদা ও তাতে থাকবে বিশ্ব বাংলা লোগো, সরকারের এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে ৷ বিষয়টিকে শিক্ষা ক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশের নামান্তর হিসেবে দেখছে শিক্ষা মহলের একাংশ ৷ আবার বিরোধীরা এই সিদ্ধান্তের পিছনে শিক্ষার তৃণমূলীকরণ রয়েছে বলে সুর চড়িয়েছেন ৷