কলকাতা, 25 মে: আমফানের দাপটে উপড়ে পড়া গাছ কাটতে দেরি হওয়ার জন্য CESC-কে দায়ি করলেন ফিরহাদ হাকিম । এদিন কলকাতা পৌরনিগমে সাংবাদিক বৈঠক করেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম । বৈঠক শেষে তিনি জানান, "CESC -র জন্যই মানুষ অসুবিধায় পড়েছে । তাই মুখ্যমন্ত্রী নিজেই গতকাল ছিলেন CESC-র অফিসে । আজ নবান্নতে CESC জানিয়েছে যে 50 শতাংশ জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে । রাস্তাঘাটে গাছ পড়ে থাকার জন্য বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যাচ্ছিল না বলে CESC যে অভিযোগ করেছে তা ঠিক নয় ।"
তিনি আরও বলেন, "বরং কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ ছিল বলে কর্মীরা গিয়ে গাছ কেটে সাফাই করতে পারেনি । বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় গাছ কাটতে দেরি হয়েছে ।" CESC তাদের কাজের জন্য কেবল, বিদ্যুৎ বিচ্ছিন্ন করেনি অভিযোগ করেন কলকাতা পৌরনিগম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান । পরে CESC বিদ্যুৎ বিচ্ছিন্ন করলে কলকাতা পৌরনিগমের কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করে । তাঁর আরও অভিযোগ, "CESC কাছে পর্যাপ্ত কর্মী নেই সেই বিষয়ে কলকাতা পৌরনিগম বা রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি । এই যে শহর জুড়ে হাহাকার তৈরি হয়েছে এর ব্যর্থতা কখনওই রাজ্য সরকারের নয় । CESC-র কাছে কলকাতা পৌরনিগম বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কোথায় কোথায় গাছ কাটার জন্য সমস্যা হচ্ছে তার তালিকা চেয়েছিল। কিন্তু সেই তালিকা দিতে পারেনি তারা । সেদিন যদি তালিকা দিয়ে দিত তাহলে এতদিনে আমরা গাছ কেটে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে পারতাম ।"
প্রজাতি চিহ্নিতকরণের কাজ বাকি থাকায় রাস্তার দু'ধারে যে কাটা গাছ পড়ে রয়েছে সেগুলি এখনও সরানো যায়নি । তাই আজ কলকাতা পৌরনিগমকে বনদপ্তরের সঙ্গে কথা বলে চিহ্নিতকরণের কাজ দ্রুত শেষ করে গাছের গুঁড়ি সরাবার ব্যবস্থা করতে নির্দেশ দেন তিনি । গাছের পাতা ও ডাল যা পড়ে আছে তা আগামীকাল থেকেই পরিষ্কার করার কাজ শুরু করে দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন । এই কাজ শেষ হওয়ার সাত দিন পর থেকে কলকাতায় যত ল্যাম্পপোস্টের ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি তালিকা তৈরি করা হবে । সেইভাবেই টেন্ডার ডেকে পুনরায় ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু করা হবে । এদিনের বৈঠকে দ্রুততার সঙ্গে সেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম ।