ETV Bharat / state

Firhad Hakim on Mid Day Meal: ইঁদুর, ছুঁচোর ছবি দেখিয়ে 200 পারের স্বপ্ন দেখছে বিজেপি, মিড-ডে মিল প্রসঙ্গে ফিরহাদ - মিড ডে মিল ব্যবস্থা ঘুরে দেখতে রাজ্য়ে কেন্দ্রীয় দল

মিড-ডে মিলের ব্যবস্থা পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় দল ৷ সেই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করলেন ফিরহাদ (Firhad Hakim Slams BJP)৷

Etv Bharat
ফিরহাদ হাকিম
author img

By

Published : Jan 30, 2023, 6:55 PM IST

কেন্দ্রীয় দলের মিড ডে মিল পরিদর্শন নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য

কলকাতা, 30 জানুয়ারি: রাজ্যে মিড-ডে মিলের হালহকিকত সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে বাংলায় (Central Team Visit School on Mid Day Meal Issue)। আর সেই নিয়েই বিজেপিকে এবার একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তাঁর কথায়, "মোদি, শাহ কিচ্ছু করতে পারল না আর বিজেপি ভাবছে এই ইঁদুর আর ছুঁচোর ছবি দেখিয়ে 200 পার করবে।"

বিভিন্ন জেলায় মিড-ডে মিলের খাবারে মরা ইঁদুর বা সাপ পাওয়ার মত ঘটনা সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে আসরে নামে বিজেপি ৷ তারপরই বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে দল পাঠানো হয় । সেই দল এসে পৌঁছনোর আগেই রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করে আরও সরগরম করেন রাজ্য রাজনীতি । সেই টুইটে তিনি দাবি করেন, "বগটুই হত্যার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মিড ডে-মিলের টাকায় ।"

এর মধ্যেই সোমবার কেন্দ্রীয় দল পা রেখেছে বাংলায় । তাঁরা বিভিন্ন স্কুলে গিয়ে খতিয়ে দেখছেন মিড-ডে মিলের গুণমান । এদিন কেন্দ্রীয় দল আসা প্রসঙ্গে আক্রমণাত্মক মন্তব্য করেন তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম । তিনি বলেন, "মিড ডে-মিল দেখতে কেন্দ্রীয় দল আসবে । দেখুক ৷ আমিও বলেছি আমার ওয়ার্ডে একটা মিড-ডে মিল সেন্টার আছে । সেটাও এসে দেখে যাক তাহলে ওরা শান্তি পাবে।"

এরপরেই বিজেপির উদ্দেশ্যে তাঁর আক্রমণাত্মক মন্তব্য, "কিছু মানুষ বাংলাকে বদনাম করার চেষ্টা করছে । খাবারের মধ্যে সাপ, ইঁদুর এগুলো ফেলে ছবি তোলে আর তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট নাচতে থাকে । ভাবছে হয়তো এই ইঁদুর আর ছুঁচোর ছবি দেখিয়ে 200 পার করবে । যেখানে মোদি, অমিত শাহ কিচ্ছু করতে পারল না, সেখানে একটা ইঁদুর-ছুঁচো 200 পার করতে পারবে ! যেমন আশায় মরে চাষা, সেরকমই আশায় মরছে বিজেপি। আমরা দেখেছি যে, এই রান্নাগুলো যারা করে তাদের বাচ্চারা ওই স্কুলে পড়ে সেই খাবার খায় । কোন মা চাইবে যে তার সন্তানের ক্ষতি হোক ? চক্রান্ত করে ছবি তুলে কিছু মানুষজন এগুলো করে । সেন্ট্রাল টিম যেখানেই যাক আমাদের এখানে পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় । অন্যান্য রাজ্যের মত নয় । আমরা দেখেছি যোগীর রাজ্যে এসব হয়, নোংরা করে রান্না করা হয় । আমাদের এখানের অভিজ্ঞতাগুলো ওখানে গিয়ে শেয়ার করুক।"

আরও পড়ুন : মরা ইঁদুর-টিকটিকিকাণ্ডে বরখাস্ত টিআইসি ও এসআই, অপসারণ সুপারভাইজারকে

কেন্দ্রীয় দলের মিড ডে মিল পরিদর্শন নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য

কলকাতা, 30 জানুয়ারি: রাজ্যে মিড-ডে মিলের হালহকিকত সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে বাংলায় (Central Team Visit School on Mid Day Meal Issue)। আর সেই নিয়েই বিজেপিকে এবার একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তাঁর কথায়, "মোদি, শাহ কিচ্ছু করতে পারল না আর বিজেপি ভাবছে এই ইঁদুর আর ছুঁচোর ছবি দেখিয়ে 200 পার করবে।"

বিভিন্ন জেলায় মিড-ডে মিলের খাবারে মরা ইঁদুর বা সাপ পাওয়ার মত ঘটনা সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে আসরে নামে বিজেপি ৷ তারপরই বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে দল পাঠানো হয় । সেই দল এসে পৌঁছনোর আগেই রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করে আরও সরগরম করেন রাজ্য রাজনীতি । সেই টুইটে তিনি দাবি করেন, "বগটুই হত্যার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মিড ডে-মিলের টাকায় ।"

এর মধ্যেই সোমবার কেন্দ্রীয় দল পা রেখেছে বাংলায় । তাঁরা বিভিন্ন স্কুলে গিয়ে খতিয়ে দেখছেন মিড-ডে মিলের গুণমান । এদিন কেন্দ্রীয় দল আসা প্রসঙ্গে আক্রমণাত্মক মন্তব্য করেন তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম । তিনি বলেন, "মিড ডে-মিল দেখতে কেন্দ্রীয় দল আসবে । দেখুক ৷ আমিও বলেছি আমার ওয়ার্ডে একটা মিড-ডে মিল সেন্টার আছে । সেটাও এসে দেখে যাক তাহলে ওরা শান্তি পাবে।"

এরপরেই বিজেপির উদ্দেশ্যে তাঁর আক্রমণাত্মক মন্তব্য, "কিছু মানুষ বাংলাকে বদনাম করার চেষ্টা করছে । খাবারের মধ্যে সাপ, ইঁদুর এগুলো ফেলে ছবি তোলে আর তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট নাচতে থাকে । ভাবছে হয়তো এই ইঁদুর আর ছুঁচোর ছবি দেখিয়ে 200 পার করবে । যেখানে মোদি, অমিত শাহ কিচ্ছু করতে পারল না, সেখানে একটা ইঁদুর-ছুঁচো 200 পার করতে পারবে ! যেমন আশায় মরে চাষা, সেরকমই আশায় মরছে বিজেপি। আমরা দেখেছি যে, এই রান্নাগুলো যারা করে তাদের বাচ্চারা ওই স্কুলে পড়ে সেই খাবার খায় । কোন মা চাইবে যে তার সন্তানের ক্ষতি হোক ? চক্রান্ত করে ছবি তুলে কিছু মানুষজন এগুলো করে । সেন্ট্রাল টিম যেখানেই যাক আমাদের এখানে পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় । অন্যান্য রাজ্যের মত নয় । আমরা দেখেছি যোগীর রাজ্যে এসব হয়, নোংরা করে রান্না করা হয় । আমাদের এখানের অভিজ্ঞতাগুলো ওখানে গিয়ে শেয়ার করুক।"

আরও পড়ুন : মরা ইঁদুর-টিকটিকিকাণ্ডে বরখাস্ত টিআইসি ও এসআই, অপসারণ সুপারভাইজারকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.