ETV Bharat / state

Firhad Hakim: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফিরহাদের - Firhad Hakim seeks exemplary punishment

বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছড়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ সোমবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ কুমারগঞ্জ স্টেশনের কাছে এই ঘটনা ঘটে ৷

Firhad Hakim
ETV Bharat
author img

By

Published : Jan 3, 2023, 4:27 PM IST

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফিরহাদের

কলকাতা, 3 জানুয়ারি: সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে আসার সময় উত্তর-পূর্ব সীমান্তে রেলের কুমারগঞ্জ স্টেশনের অদূরেই বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে । পাথরের ঘায়ে ট্রেনের দরজার কাচ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে । এই ঘটনার নিন্দায় সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

তিনি পাথর ছোড়ার বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "অত্যন্ত অন্যায় হয়েছে। পুলিশের উচিৎ অভিযুক্তের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া । জাতীয় সম্পত্তি নষ্ট করা, ইট মারা, জ্বালিয়ে দেওয়ার মতো অরাজকতা আমরা সমর্থন করি না । যেই করে থাকুক অত্যন্ত অন্যায় করেছে ৷ দোষীদের শাস্তি হবে (Exemplary punishment for people accused of stone pelting)।"

এই ঘটনায় অবশ্য রাজনীতির রং লাগতে দেরি হয়নি । বিজেপি নেতৃত্বের কেউ কেউ ইতিমধ্যে এনআইএ তদন্ত দাবি করেছেন । সেই দাবি নস্যাৎ করে ফিরহাদ বলেন, "এগুলো বোকা বোকা কথা । ট্রেনে ইট ছোড়ার মতো কাজ দুষ্কৃতীরা প্রায়শ্যই করে থাকে । বিহার-ঝাড়খণ্ড দিয়ে ট্রেন গেলে এমন হয় আকছার । আমিও এক সময় ট্রেনে যেতে গিয়ে দেখেছি ধাম করে একটা ইট এসে লাগল, জানালা ভেঙে গেল । এগুলি হয় ৷ কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হলে কেউ সাহস পাবে না এই কাজ করার ।"

ঘটনার পরেই রেলের পক্ষে এ নিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ৷ উত্তর-পূর্ব সীমান্তে রেলের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়েই নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে ছাড়ে হাওড়াগামী 22302 নম্বর বন্দে ভারত এক্সপ্রেস ৷ ট্রেনটি কুমারগঞ্জ স্টেশনের কাছে পৌঁছলে বাইরে থেকে কেউ বা কারা এই ট্রেনট লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে । ফলে ট্রেনটির 13 নম্বর কোচের কাচের দরজা ক্ষতিগ্রস্ত হয় ৷ যদিও এর জন্য ট্রেনের নির্ধারিত টাইম টেবিলে কোনও প্রভাব পড়েনি ৷ নির্দিষ্ট সময়েই ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছয় ৷

আরও পড়ুন: বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

প্রসঙ্গত, উত্তর-পূর্ব সীমান্তে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ইতিমধ্যেই বলেছেন, "ঘটনাটি আমাদের নজরে আসার পরেই আমরা তদন্ত শুরু করেছি ৷ স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের করা হচ্ছে ৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমরা খোঁজ নিচ্ছি ৷"

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফিরহাদের

কলকাতা, 3 জানুয়ারি: সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে আসার সময় উত্তর-পূর্ব সীমান্তে রেলের কুমারগঞ্জ স্টেশনের অদূরেই বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে । পাথরের ঘায়ে ট্রেনের দরজার কাচ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে । এই ঘটনার নিন্দায় সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

তিনি পাথর ছোড়ার বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "অত্যন্ত অন্যায় হয়েছে। পুলিশের উচিৎ অভিযুক্তের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া । জাতীয় সম্পত্তি নষ্ট করা, ইট মারা, জ্বালিয়ে দেওয়ার মতো অরাজকতা আমরা সমর্থন করি না । যেই করে থাকুক অত্যন্ত অন্যায় করেছে ৷ দোষীদের শাস্তি হবে (Exemplary punishment for people accused of stone pelting)।"

এই ঘটনায় অবশ্য রাজনীতির রং লাগতে দেরি হয়নি । বিজেপি নেতৃত্বের কেউ কেউ ইতিমধ্যে এনআইএ তদন্ত দাবি করেছেন । সেই দাবি নস্যাৎ করে ফিরহাদ বলেন, "এগুলো বোকা বোকা কথা । ট্রেনে ইট ছোড়ার মতো কাজ দুষ্কৃতীরা প্রায়শ্যই করে থাকে । বিহার-ঝাড়খণ্ড দিয়ে ট্রেন গেলে এমন হয় আকছার । আমিও এক সময় ট্রেনে যেতে গিয়ে দেখেছি ধাম করে একটা ইট এসে লাগল, জানালা ভেঙে গেল । এগুলি হয় ৷ কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হলে কেউ সাহস পাবে না এই কাজ করার ।"

ঘটনার পরেই রেলের পক্ষে এ নিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ৷ উত্তর-পূর্ব সীমান্তে রেলের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়েই নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে ছাড়ে হাওড়াগামী 22302 নম্বর বন্দে ভারত এক্সপ্রেস ৷ ট্রেনটি কুমারগঞ্জ স্টেশনের কাছে পৌঁছলে বাইরে থেকে কেউ বা কারা এই ট্রেনট লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে । ফলে ট্রেনটির 13 নম্বর কোচের কাচের দরজা ক্ষতিগ্রস্ত হয় ৷ যদিও এর জন্য ট্রেনের নির্ধারিত টাইম টেবিলে কোনও প্রভাব পড়েনি ৷ নির্দিষ্ট সময়েই ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছয় ৷

আরও পড়ুন: বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

প্রসঙ্গত, উত্তর-পূর্ব সীমান্তে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ইতিমধ্যেই বলেছেন, "ঘটনাটি আমাদের নজরে আসার পরেই আমরা তদন্ত শুরু করেছি ৷ স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের করা হচ্ছে ৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমরা খোঁজ নিচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.