কলকাতা , 4 অগাস্ট : ফের রাজ্যে লকডাউনের দিন পরিবর্তন করা হয়েছে । মোট সাতদিন লকডাউন থাকবে রাজ্যে । তার মধ্যে 5 অগাস্ট লকডাউন রয়েছে রাজ্যে । আর এই দিনে লকডাউন ঘোষণা করা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা । আগামী 5 অগাস্ট অযোধ্যায় রামমন্দির ভূমি পুজোর অনুষ্ঠান রয়েছে । BJP-র পক্ষ থেকেও ওই দিন রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । কিন্তু লকডাউন ঘোষণা করার পরে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে BJP নেতারা । BJP-র তরফ থেকে অভিযোগ করা হয়েছে , আগামী 5 তারিখ রামমন্দির ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে । সেক্ষেত্রে রাজ্য সরকার পরিকল্পিতভাবে ওইদিন লকডাউন ঘোষণা করেছে । BJP-র এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক জানান , কোনও ধর্মীয় আবেগকে আঘাত করতে নয় , মানুষের নিরাপত্তার কথা ভেবেই আগামী 5 তারিখ রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে ।
তিনি বলেন , "5 তারিখ বা অন্য কোনওদিন কেন লকডাউন ঘোষণা করা হচ্ছে , তা বোঝা উচিত ছিল । BJP-র বোঝা উচিত এখন লকডাউন কতটা জরুরি । কোনওরকম ধর্মীয় আবেগকে আঘাত করা হচ্ছে না । মানুষের স্বার্থে লকডাউন করা হচ্ছে রাজ্যে । " ফিরহাদ হাকিম সমস্ত ধর্মের মানুষকে সম্মান জানিয়ে বলেন , "প্রত্যেক ধর্ম প্রত্যেকের কাছে আলাদা আলাদা । কিন্তু এর সঙ্গে লকডাউনের কোনও সম্পর্ক নেই । কোরোনায় মানুষ যে হারে সংক্রমিত হচ্ছে , সেই কথা ভেবে লকডাউন ঘোষণা করা হয়েছে । এর মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই ।"
গতকাল তিনি নিজের এলাকায় রাখি উৎসব পালন করেন । চেতলায় প্রতি বছর বড় করে রাখি উৎসব পালিত হয় । এই বছর রাখি উৎসব ভিন্নভাবে পালন করেন তিনি । জনসাধারণের হাতে রাখির বদলে মাস্ক তুলে দেন তিনি । পাশাপাশি প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন করেন তিনি । নিজের হাতে কাউকে রাখি না পড়ালেও সকলকে শুভকামনা জানিয়ে আগামীদিনে সুস্থ থাকার জন্য বলেন । সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করেন ।
মানুষের নিরাপত্তার স্বার্থে 5 অগাস্ট লকডাউন : ফিরহাদ - 5 august lockdown announced for human safety
5 অগাস্ট লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে । ওইদিন রামমন্দিরের ভূমি পুজো থাকায় BJP নেতারা ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন । অভিযোগ , রাজ্যসরকার পরিকল্পিতভাবে ওইদিন লকডাউন ঘোষণা করেছে ।
কলকাতা , 4 অগাস্ট : ফের রাজ্যে লকডাউনের দিন পরিবর্তন করা হয়েছে । মোট সাতদিন লকডাউন থাকবে রাজ্যে । তার মধ্যে 5 অগাস্ট লকডাউন রয়েছে রাজ্যে । আর এই দিনে লকডাউন ঘোষণা করা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা । আগামী 5 অগাস্ট অযোধ্যায় রামমন্দির ভূমি পুজোর অনুষ্ঠান রয়েছে । BJP-র পক্ষ থেকেও ওই দিন রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । কিন্তু লকডাউন ঘোষণা করার পরে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে BJP নেতারা । BJP-র তরফ থেকে অভিযোগ করা হয়েছে , আগামী 5 তারিখ রামমন্দির ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে । সেক্ষেত্রে রাজ্য সরকার পরিকল্পিতভাবে ওইদিন লকডাউন ঘোষণা করেছে । BJP-র এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক জানান , কোনও ধর্মীয় আবেগকে আঘাত করতে নয় , মানুষের নিরাপত্তার কথা ভেবেই আগামী 5 তারিখ রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে ।
তিনি বলেন , "5 তারিখ বা অন্য কোনওদিন কেন লকডাউন ঘোষণা করা হচ্ছে , তা বোঝা উচিত ছিল । BJP-র বোঝা উচিত এখন লকডাউন কতটা জরুরি । কোনওরকম ধর্মীয় আবেগকে আঘাত করা হচ্ছে না । মানুষের স্বার্থে লকডাউন করা হচ্ছে রাজ্যে । " ফিরহাদ হাকিম সমস্ত ধর্মের মানুষকে সম্মান জানিয়ে বলেন , "প্রত্যেক ধর্ম প্রত্যেকের কাছে আলাদা আলাদা । কিন্তু এর সঙ্গে লকডাউনের কোনও সম্পর্ক নেই । কোরোনায় মানুষ যে হারে সংক্রমিত হচ্ছে , সেই কথা ভেবে লকডাউন ঘোষণা করা হয়েছে । এর মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই ।"
গতকাল তিনি নিজের এলাকায় রাখি উৎসব পালন করেন । চেতলায় প্রতি বছর বড় করে রাখি উৎসব পালিত হয় । এই বছর রাখি উৎসব ভিন্নভাবে পালন করেন তিনি । জনসাধারণের হাতে রাখির বদলে মাস্ক তুলে দেন তিনি । পাশাপাশি প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন করেন তিনি । নিজের হাতে কাউকে রাখি না পড়ালেও সকলকে শুভকামনা জানিয়ে আগামীদিনে সুস্থ থাকার জন্য বলেন । সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করেন ।