ETV Bharat / state

Firhad on Suvendu Tweet: আলিপুর মিউজিয়ামের জমি দুর্নীতির অভিযোগে শুভেন্দুর টুইটের জবাব ফিরহাদের - Firhad Slams Suvendu

জমি দুর্নীতির অভিযোগ তুলে টুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ভিত্তিহীন ও ভুল বলে অভিযোগ তত্ত্ব ওড়ালেন ফিরহাদ হাকিম (Firhad Slams Suvendu)৷

Etv Bharat
শুভেন্দু ও ফিরহাদ
author img

By

Published : Mar 15, 2023, 9:49 PM IST

কলকাতা, 15 মার্চ: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার একটি টুইটে দাবি করেন, আলিপুর মিউজিয়ামের 5.6 একর জমি বিক্রি বাবদ 876 কোটি টাকার দুর্নীতি হয়েছে । যে দাম ধার্য করে আলিপুর গ্রিন সিটি প্রোজেক্টকে সেটা বর্তমান মূল্যের থেকে কম বলে জানান তিনি । যে টুইট ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি । এবার এই টুইটেরই জবাব দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim Reply to Suvendu Adhikari)। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি ।

এদিন শুভেন্দু অধিকারী আলিপুর সংশোধনাগারের জমি বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে টুইট করে বিষয়টি রাজ্যপাল সিভি আনন্দ বসুর দৃষ্টি আকর্ষণ করেন । এই বিষয় ফিরহাদ হাকিম বলেন, "এটা একটা ভুল অভিযোগ ৷ যার কোনও ভিত্তি নেই । আলিপুর মিউজিয়াম রাজ্য সরকারের সম্পত্তি ৷ আগে যেটা আলিপুর জেলের ছিল । পিছনে যেসব জায়গা আছে সমস্ত জায়গাই রাজ্য সরকারের । যে জমি বিক্রি হয় সেটা স্বচ্ছভাবে বিক্রি হয় । সম্প্রতি কোনও জমি বিক্রিই হয়নি ৷ আর তাছাড়া সম্পূর্ণ মিউজিয়াম একটা হেরিটেজ সম্পত্তি ।"

শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি বলেন, "ওনাদের দল ইতিহাসকে বিকৃত করছে ৷ ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে । স্বাধীনতার ইতিহাস যাতে বিকৃত না হয় তার জন্যই আলিপুর মিউজিয়াম তৈরি করা হয়েছে ৷ উনি নিজে একবার আলিপুর মিউজিয়াম দেখে আসুন ৷"

  • I've urged Hon'ble Governor to inquire into a major scam wherein 5.6 acres of land belonging to Correctional Administration Dept at Alipore is being disposed of, at undervalued rate under the Alipore Green City Development Project causing a loss of ₹876 Crores to the exchequer:- pic.twitter.com/8QdJIMYvsk

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, বালি, গরু পাচার নিয়ে ইডি ও সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থার কাছে নাজেহাল হতে হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলকে । যাতে প্রশাসনিকভাবে এই পরিস্থিতিতে চাপে রাখা যায় সেইজন্যই এমন চিঠি দেওয়া বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের । পাশাপশি মানুষের মধ্যেও এর প্রভাব পড়লে তৃণমূল চাপে থাকবে । তাই বিষয়টি নিয়ে টুইট বলে মনে করা হচ্ছে ৷ যদিও তৃণমূল এই অভিযোগকে যে সেভাবে পাত্তা দেয়নি তা মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যে স্পষ্ট ।

আরও পড়ুন : রাজনীতির স্বার্থে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ! তোপ মমতার

কলকাতা, 15 মার্চ: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার একটি টুইটে দাবি করেন, আলিপুর মিউজিয়ামের 5.6 একর জমি বিক্রি বাবদ 876 কোটি টাকার দুর্নীতি হয়েছে । যে দাম ধার্য করে আলিপুর গ্রিন সিটি প্রোজেক্টকে সেটা বর্তমান মূল্যের থেকে কম বলে জানান তিনি । যে টুইট ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি । এবার এই টুইটেরই জবাব দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim Reply to Suvendu Adhikari)। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি ।

এদিন শুভেন্দু অধিকারী আলিপুর সংশোধনাগারের জমি বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে টুইট করে বিষয়টি রাজ্যপাল সিভি আনন্দ বসুর দৃষ্টি আকর্ষণ করেন । এই বিষয় ফিরহাদ হাকিম বলেন, "এটা একটা ভুল অভিযোগ ৷ যার কোনও ভিত্তি নেই । আলিপুর মিউজিয়াম রাজ্য সরকারের সম্পত্তি ৷ আগে যেটা আলিপুর জেলের ছিল । পিছনে যেসব জায়গা আছে সমস্ত জায়গাই রাজ্য সরকারের । যে জমি বিক্রি হয় সেটা স্বচ্ছভাবে বিক্রি হয় । সম্প্রতি কোনও জমি বিক্রিই হয়নি ৷ আর তাছাড়া সম্পূর্ণ মিউজিয়াম একটা হেরিটেজ সম্পত্তি ।"

শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি বলেন, "ওনাদের দল ইতিহাসকে বিকৃত করছে ৷ ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে । স্বাধীনতার ইতিহাস যাতে বিকৃত না হয় তার জন্যই আলিপুর মিউজিয়াম তৈরি করা হয়েছে ৷ উনি নিজে একবার আলিপুর মিউজিয়াম দেখে আসুন ৷"

  • I've urged Hon'ble Governor to inquire into a major scam wherein 5.6 acres of land belonging to Correctional Administration Dept at Alipore is being disposed of, at undervalued rate under the Alipore Green City Development Project causing a loss of ₹876 Crores to the exchequer:- pic.twitter.com/8QdJIMYvsk

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, বালি, গরু পাচার নিয়ে ইডি ও সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থার কাছে নাজেহাল হতে হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলকে । যাতে প্রশাসনিকভাবে এই পরিস্থিতিতে চাপে রাখা যায় সেইজন্যই এমন চিঠি দেওয়া বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের । পাশাপশি মানুষের মধ্যেও এর প্রভাব পড়লে তৃণমূল চাপে থাকবে । তাই বিষয়টি নিয়ে টুইট বলে মনে করা হচ্ছে ৷ যদিও তৃণমূল এই অভিযোগকে যে সেভাবে পাত্তা দেয়নি তা মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যে স্পষ্ট ।

আরও পড়ুন : রাজনীতির স্বার্থে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ! তোপ মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.