ETV Bharat / state

পৌর নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ মেয়রের - Kolkata

পৌর নির্বাচনের আগে আগামী ছয় মাসের জন্য ভোট অফ অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয় ৷ আজ 2020-2021 সালের কলকাতা পৌরনিগমের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷

বাজেট পেশ মেয়রের
বাজেট পেশ মেয়রের
author img

By

Published : Feb 22, 2020, 6:58 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : কলকাতা পৌরনিগমের 2020-21 অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ পৌর নির্বাচনের আগে আগামী ছয় মাসের জন্য ভোট অফ অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয় ৷ মেয়র জানান, গত এক বছরে বস্তি বিদ্যুৎ নাগরিক পরিষেবায় পৌরনিগম সবচেয়ে বেশি খরচ করেছে ৷ এর আগে কলকাতা পৌরনিগম বস্তি উন্নয়নে এত টাকা খরচ করেনি বলেও দাবি করেন তিনি ৷ আরও জানান, 70 শতাংশ কাজ হয়ে গেছে ৷ বস্তি উন্নয়নের ক্ষেত্রে 30 শতাংশ কাজ বাকি রয়েছে ৷

নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে হয় ৷ পুরোনো বোর্ড শেষ হওয়ার ও নির্বাচন প্রক্রিয়ার পর নতুন বোর্ড গঠন পর্যন্ত অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যতক্ষণ না নতুন বোর্ড এসে দায়িত্বভার নিচ্ছে ততদিন পর্যন্ত পৌরনিগমের কাজকর্মের জন্য এই অন্তবর্তী বাজেট পেশ করা হয় । এই বাজেটে আগামী ছ'মাসের জন্য এক হাজার 900 কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে । নীতিগত কারণে তিনি আগামী ছ'মাসের জন্য বাজেট পেশ করলেন ৷ তিনি বলেন, "যদিও তৃণমূল সরকারই ক্ষমতায় আসবে । তাই সম্পূর্ণ কাজের বাজেটই পেশ করা যেত ।" কিন্তু নীতিগত কারণে তিনি তা না করে প্রথা অনুযায়ী, ছ'মাসের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন ৷ নতুন বোর্ড গঠন করার পর নতুনভাবে বাজেট করা হবে ।

আজ পৌরনিগমের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম

আজ পৌর অধিবেশনে বাজেট পেশ করার সময় ফিরহাদ হাকিম জানান, "বস্তি উন্নয়নের ক্ষেত্রে চলতি বছর কলকাতা পৌরনিগম রেকর্ড গড়েছে । বস্তি উন্নয়নের ক্ষেত্রে খরচ হয়েছে 321 কোটি 88 লাখ টাকা । সিভিল ইঞ্জিনিয়রিং বিভাগ গত এক বছরে খরচ করেছে 328 কোটি 92 লাখ টাকা । লাইটিং বিভাগ গতবছর খরচ করেছে 57 কোটি 41 লাখ টাকা । গ্রিন সিটি প্রকল্পে চলতি বছরে খরচ হয়েছে 29 কোটি 62 লাখ টাকা ।"

কলকাতা, 22 ফেব্রুয়ারি : কলকাতা পৌরনিগমের 2020-21 অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ পৌর নির্বাচনের আগে আগামী ছয় মাসের জন্য ভোট অফ অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয় ৷ মেয়র জানান, গত এক বছরে বস্তি বিদ্যুৎ নাগরিক পরিষেবায় পৌরনিগম সবচেয়ে বেশি খরচ করেছে ৷ এর আগে কলকাতা পৌরনিগম বস্তি উন্নয়নে এত টাকা খরচ করেনি বলেও দাবি করেন তিনি ৷ আরও জানান, 70 শতাংশ কাজ হয়ে গেছে ৷ বস্তি উন্নয়নের ক্ষেত্রে 30 শতাংশ কাজ বাকি রয়েছে ৷

নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে হয় ৷ পুরোনো বোর্ড শেষ হওয়ার ও নির্বাচন প্রক্রিয়ার পর নতুন বোর্ড গঠন পর্যন্ত অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যতক্ষণ না নতুন বোর্ড এসে দায়িত্বভার নিচ্ছে ততদিন পর্যন্ত পৌরনিগমের কাজকর্মের জন্য এই অন্তবর্তী বাজেট পেশ করা হয় । এই বাজেটে আগামী ছ'মাসের জন্য এক হাজার 900 কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে । নীতিগত কারণে তিনি আগামী ছ'মাসের জন্য বাজেট পেশ করলেন ৷ তিনি বলেন, "যদিও তৃণমূল সরকারই ক্ষমতায় আসবে । তাই সম্পূর্ণ কাজের বাজেটই পেশ করা যেত ।" কিন্তু নীতিগত কারণে তিনি তা না করে প্রথা অনুযায়ী, ছ'মাসের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন ৷ নতুন বোর্ড গঠন করার পর নতুনভাবে বাজেট করা হবে ।

আজ পৌরনিগমের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম

আজ পৌর অধিবেশনে বাজেট পেশ করার সময় ফিরহাদ হাকিম জানান, "বস্তি উন্নয়নের ক্ষেত্রে চলতি বছর কলকাতা পৌরনিগম রেকর্ড গড়েছে । বস্তি উন্নয়নের ক্ষেত্রে খরচ হয়েছে 321 কোটি 88 লাখ টাকা । সিভিল ইঞ্জিনিয়রিং বিভাগ গত এক বছরে খরচ করেছে 328 কোটি 92 লাখ টাকা । লাইটিং বিভাগ গতবছর খরচ করেছে 57 কোটি 41 লাখ টাকা । গ্রিন সিটি প্রকল্পে চলতি বছরে খরচ হয়েছে 29 কোটি 62 লাখ টাকা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.