ETV Bharat / state

Firhad Hakim on Coal Crisis : কয়লা সঙ্কট নিয়ে কেন্দ্রকে বিঁধলেন ফিরহাদ - Firhad Hakim

কেন্দ্র সরকারের তুলধনা করলেন তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

Firhad Hakim
ফিরহাদ হাকিম
author img

By

Published : Apr 30, 2022, 10:28 PM IST

কলকাতা, 30 এপ্রিল : দেশে কয়লার সঙ্কট তীব্র হচ্ছে । বহু ট্রেন থেকে শুরু করে নানা ক্ষেত্রে তার প্রভাব পড়ছে। আর এই অভাব নিয়ে কেন্দ্র সরকারকে তুলধনা করলেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি তেহট্টের বিধায়ক তাপস সাহার আপ্তসহায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যাবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি জানান, অত্যন্ত কড়া আমাদের সরকার।

শনিবার ফিরহাদ হাকিম কয়লা সঙ্কট নিয়ে কেন্দ্রের তীব্র সমালচনা করেন ৷ তিনি বলেন, "শুধু পাবলিসিটি করলেই হয় না ৷ আগাম পরিকল্পনা করতে হয়। আমাদের সরকার আগাম পরিকল্পনায় চলে। কোথায় কতটা রসদ আছে, তার মজুদ কতটা আছে, এদের এসব কিছু নেই ৷ তাই এই সমস্যায় পড়ছে। কয়লার অভাবে ট্রেন বন্ধ করে দিচ্ছে। সঙ্কটের মধ্যেই উনি আছেন আর আচ্ছে দিন আসছে দেশে। কোন জিনিসের দাম বাড়েনি, মানুষ কোথায় স্বস্তিতে আছে ? বড়লোক ও কর্পোরেট ছাড়া গত 8-10 বছরে কার রোজগার বেড়েছে !"

আরও পড়ুন : সিপিএম, বিজেপিকে একযোগে বিঁধলেন ফিরহাদ

তেহট্টের বিধায়কের আপ্তসায়ককে দুর্নীতির দায়ে গ্রেফতার প্রসঙ্গে ফিরহাদ বলেন, "মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে খুব কড়া। কোনও মতে দুর্নীতি আমরা সহ্য করব না। সবার স্বচ্ছতা রেখে কাজ করা উচিত। মুখ্যমন্ত্রী দিনরাত খেটে আমাদের জিতিয়ে এনেছেন। মানুষ ওনাকে বিশ্বাস করেন। আমরা তাই মন্ত্রী হয়েছি। এটা মাথায় রেখেই নিজের দায়িত্ব পালন করতে হবে।"

কলকাতা, 30 এপ্রিল : দেশে কয়লার সঙ্কট তীব্র হচ্ছে । বহু ট্রেন থেকে শুরু করে নানা ক্ষেত্রে তার প্রভাব পড়ছে। আর এই অভাব নিয়ে কেন্দ্র সরকারকে তুলধনা করলেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি তেহট্টের বিধায়ক তাপস সাহার আপ্তসহায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যাবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি জানান, অত্যন্ত কড়া আমাদের সরকার।

শনিবার ফিরহাদ হাকিম কয়লা সঙ্কট নিয়ে কেন্দ্রের তীব্র সমালচনা করেন ৷ তিনি বলেন, "শুধু পাবলিসিটি করলেই হয় না ৷ আগাম পরিকল্পনা করতে হয়। আমাদের সরকার আগাম পরিকল্পনায় চলে। কোথায় কতটা রসদ আছে, তার মজুদ কতটা আছে, এদের এসব কিছু নেই ৷ তাই এই সমস্যায় পড়ছে। কয়লার অভাবে ট্রেন বন্ধ করে দিচ্ছে। সঙ্কটের মধ্যেই উনি আছেন আর আচ্ছে দিন আসছে দেশে। কোন জিনিসের দাম বাড়েনি, মানুষ কোথায় স্বস্তিতে আছে ? বড়লোক ও কর্পোরেট ছাড়া গত 8-10 বছরে কার রোজগার বেড়েছে !"

আরও পড়ুন : সিপিএম, বিজেপিকে একযোগে বিঁধলেন ফিরহাদ

তেহট্টের বিধায়কের আপ্তসায়ককে দুর্নীতির দায়ে গ্রেফতার প্রসঙ্গে ফিরহাদ বলেন, "মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে খুব কড়া। কোনও মতে দুর্নীতি আমরা সহ্য করব না। সবার স্বচ্ছতা রেখে কাজ করা উচিত। মুখ্যমন্ত্রী দিনরাত খেটে আমাদের জিতিয়ে এনেছেন। মানুষ ওনাকে বিশ্বাস করেন। আমরা তাই মন্ত্রী হয়েছি। এটা মাথায় রেখেই নিজের দায়িত্ব পালন করতে হবে।"

For All Latest Updates

TAGGED:

Firhad Hakim
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.