ETV Bharat / state

Hakim on Hookah Bar: হুক্কা বার বন্ধ করা নিয়ে অনড় ফিরহাদ, এবার আইন প্রণয়নের ভাবনা - ফিরহাদ হাকিম

হুক্কা বার বন্ধ করা নিয়ে এখনও অনড় মনোভব ফিরহাদ হাকিমের (Hakim on Hookah Bar)৷ এ বার এই নিয়ে আইন প্রণয়নের চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ৷

Hakim on Hookah Bar ETV Bharat
ফিরহাদ হাকিম
author img

By

Published : Mar 3, 2023, 8:11 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: হুক্কা বার (Law on Hookah Bar) বন্ধ রাখতে এখনও নিজের অবস্থানে অনড় রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Hakim on Hookah Bar)। আদালত বলেছিল রাজ্যকে আইন করতে হবে । এ বার সেই পথে গিয়ে এই বিষয়ে আইন প্রণয়নের কথা বললেন তিনি (Firhad Hakim News)।

ইতিমধ্যেই হুক্কা বার বন্ধ করা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে । আগামী 3 সপ্তাহের মধ্যে কলকাতা পৌরনিগমকে পেপারবুক জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত । এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 6 সপ্তাহ পর ।

হুক্কায় মাদক মিশিয়ে যুব প্রজন্মকে আসক্ত করা হচ্ছে - এমন কারণ দেখিয়ে শহরে হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম । পরে সেই পথে হেঁটেছে বিধান নগর পৌরনিগমও । সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল মালিক পক্ষ । পরে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতি রাজা শেখর মান্থা জানিয়ে দেন, যেহেতু হুক্কা বার বন্ধ নিয়ে রাজ্যের কোনও আইন নেই, তাই হুক্কা বার চলতে পারে । এই আইন রয়েছে কেন্দ্রীয় সরকারের । রাজ্যে হুক্কা বার বন্ধ করতে গেলে রাজ্য সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে বলে জানান বিচারপতি ।

আরও পড়ুন: ডিভিশন বেঞ্চেও বহাল সিঙ্গল বেঞ্চের নির্দেশ, কলকাতা-বিধাননগরে বন্ধ হচ্ছে না হুক্কা বার

হুক্কা বার বন্ধ নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করে কলকাতা পৌরনিগম । যদিও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ । বুধবার মালিক পক্ষের আইনজীবী মেঘলা দাস জানান, এ রাজ্যে হুক্কা বার বন্ধের কোনও আইন নেই । তাই এখানে এ ভাবে হুক্কা বার বন্ধ করা যাবে না ।

আদালতের এই নির্দেশ প্রসঙ্গে শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানান, "হুক্কা বার নিয়ে এখনও মামলা চলছে, তা খারিজ হয়নি । তবে আদালত যেমনটা বলেছে, যে পথ দেখিয়েছে, সেই পথেই যাব । হুক্কা বার বন্ধ করতে আইন প্রণয়ন করতে হবে ।"

কলকাতা, 3 ফেব্রুয়ারি: হুক্কা বার (Law on Hookah Bar) বন্ধ রাখতে এখনও নিজের অবস্থানে অনড় রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Hakim on Hookah Bar)। আদালত বলেছিল রাজ্যকে আইন করতে হবে । এ বার সেই পথে গিয়ে এই বিষয়ে আইন প্রণয়নের কথা বললেন তিনি (Firhad Hakim News)।

ইতিমধ্যেই হুক্কা বার বন্ধ করা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে । আগামী 3 সপ্তাহের মধ্যে কলকাতা পৌরনিগমকে পেপারবুক জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত । এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 6 সপ্তাহ পর ।

হুক্কায় মাদক মিশিয়ে যুব প্রজন্মকে আসক্ত করা হচ্ছে - এমন কারণ দেখিয়ে শহরে হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম । পরে সেই পথে হেঁটেছে বিধান নগর পৌরনিগমও । সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল মালিক পক্ষ । পরে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতি রাজা শেখর মান্থা জানিয়ে দেন, যেহেতু হুক্কা বার বন্ধ নিয়ে রাজ্যের কোনও আইন নেই, তাই হুক্কা বার চলতে পারে । এই আইন রয়েছে কেন্দ্রীয় সরকারের । রাজ্যে হুক্কা বার বন্ধ করতে গেলে রাজ্য সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে বলে জানান বিচারপতি ।

আরও পড়ুন: ডিভিশন বেঞ্চেও বহাল সিঙ্গল বেঞ্চের নির্দেশ, কলকাতা-বিধাননগরে বন্ধ হচ্ছে না হুক্কা বার

হুক্কা বার বন্ধ নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করে কলকাতা পৌরনিগম । যদিও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ । বুধবার মালিক পক্ষের আইনজীবী মেঘলা দাস জানান, এ রাজ্যে হুক্কা বার বন্ধের কোনও আইন নেই । তাই এখানে এ ভাবে হুক্কা বার বন্ধ করা যাবে না ।

আদালতের এই নির্দেশ প্রসঙ্গে শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানান, "হুক্কা বার নিয়ে এখনও মামলা চলছে, তা খারিজ হয়নি । তবে আদালত যেমনটা বলেছে, যে পথ দেখিয়েছে, সেই পথেই যাব । হুক্কা বার বন্ধ করতে আইন প্রণয়ন করতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.