ETV Bharat / state

জ্যোতি বসু-বুদ্ধদেব ভট্টাচার্যরা কি উদ্বাস্তু ? সিএএ-এনআরসি প্রসঙ্গে প্রশ্ন ফিরহাদের - জ্যোতি বসু-বুদ্ধদেব ভট্টাচার্যরা কি উদ্বাস্তু ? সিএএ-এনআরসি প্রসঙ্গে প্রশ্ন ফিরহাদের

বাংলার মানুষকে উদ্বাস্তু বলে বারবার অপমান করেছে বিজেপি । বললেন ফিরহাদ হাকিম ।

firhad-hakim-mocks-bjp-over-caa-and-nrc
firhad-hakim-mocks-bjp-over-caa-and-nrc
author img

By

Published : Dec 6, 2020, 5:10 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : এবার সিএএ, এনআরসি প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার বাংলাদেশ থেকে এই রাজ্যে এসেছিলেন । তাহলে তাদের কি উদ্বাস্তু বলা হবে ?

তিনি বলেন, "এ দেশে আদবানির যতটা অধিকার আছে ততটাই অধিকার রয়েছে মতুয়াদের । মতুয়ারা যেমন বাংলাদেশ থেকে এরাজ্যে এসেছেন তেমনই আদবানির পরিবার সিন্ধু প্রদেশ ও অবিভক্ত পাঞ্জাব থেকে এদেশে এসেছে । তারা যদি উদ্বাস্তু না হয় তাহলে বাংলাদেশ থেকে যারা এসেছে তারা কীভাবে উদ্বাস্তু হয় ?" প্রশ্ন তাঁর । তিনি আরও বলেন, "যারা দেশ চালাতে পারে না তারা কৃষি বিলের নামে দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছে । তারা এইসব এনআরসি, সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করে রাখছে । মানুষকে খেতে দিতে পারছে না । তাই ধর্ম-জাতের নামে বিভাজন করে মানুষকে ব্যস্ত করে রাখছে ।" তিনি বলেন, বাংলার মানুষকে উদ্বাস্তু বলে বারবার অপমান করছে বিজেপি ।

শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

আরও পড়ুন :"দলে স্তাবকদের নম্বর বেশি", মুখ খুললেন রাজীব

পাশাপাশি বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশ সম্পর্কে তিনি বলেন, "রাজীব আমার ছোটো ভাইয়ের মতো । অত্যন্ত সক্রিয় একজন মানুষ । অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করেন ।" রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "রাজনীতিতে কোথাও শূন্যতা তৈরি হচ্ছে না । দীর্ঘদিন রাজনীতিতে কাজ করতে করতে মনে শূন্যতা তৈরি হয় । দলে কোথাও শূন্যতা নেই । মাঝেমধ্যে ডিপ্রেশন চলে আসে । দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন । তিনি সব দেখছেন । এত চিন্তা করার কোনও কারণ নেই ।"

কলকাতা, 6 ডিসেম্বর : এবার সিএএ, এনআরসি প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার বাংলাদেশ থেকে এই রাজ্যে এসেছিলেন । তাহলে তাদের কি উদ্বাস্তু বলা হবে ?

তিনি বলেন, "এ দেশে আদবানির যতটা অধিকার আছে ততটাই অধিকার রয়েছে মতুয়াদের । মতুয়ারা যেমন বাংলাদেশ থেকে এরাজ্যে এসেছেন তেমনই আদবানির পরিবার সিন্ধু প্রদেশ ও অবিভক্ত পাঞ্জাব থেকে এদেশে এসেছে । তারা যদি উদ্বাস্তু না হয় তাহলে বাংলাদেশ থেকে যারা এসেছে তারা কীভাবে উদ্বাস্তু হয় ?" প্রশ্ন তাঁর । তিনি আরও বলেন, "যারা দেশ চালাতে পারে না তারা কৃষি বিলের নামে দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছে । তারা এইসব এনআরসি, সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করে রাখছে । মানুষকে খেতে দিতে পারছে না । তাই ধর্ম-জাতের নামে বিভাজন করে মানুষকে ব্যস্ত করে রাখছে ।" তিনি বলেন, বাংলার মানুষকে উদ্বাস্তু বলে বারবার অপমান করছে বিজেপি ।

শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

আরও পড়ুন :"দলে স্তাবকদের নম্বর বেশি", মুখ খুললেন রাজীব

পাশাপাশি বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশ সম্পর্কে তিনি বলেন, "রাজীব আমার ছোটো ভাইয়ের মতো । অত্যন্ত সক্রিয় একজন মানুষ । অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করেন ।" রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "রাজনীতিতে কোথাও শূন্যতা তৈরি হচ্ছে না । দীর্ঘদিন রাজনীতিতে কাজ করতে করতে মনে শূন্যতা তৈরি হয় । দলে কোথাও শূন্যতা নেই । মাঝেমধ্যে ডিপ্রেশন চলে আসে । দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন । তিনি সব দেখছেন । এত চিন্তা করার কোনও কারণ নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.