ETV Bharat / state

Firhad Responds to Suvendu: অমিত শাহের সময় গরু পাচার বন্ধ ? তাহলে কি রাজনাথ যুক্ত ছিলেন ? শুভেন্দুর দাবির পালটা ফিরহাদের - ফিরহাদ হাকিম

অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সময় থেকে রাজ্যে গরু পাচার বন্ধ হয় ৷ শুভেন্দু অধিকারীর এই দাবির জবাব দিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম ৷ তাঁর প্রশ্ন, তাহলে কি আগের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গরু পাচারে যুক্ত ছিলেন ?

Firhad Responds to Suvendu
শুভেন্দুর দাবির পালটা ফিরহাদের
author img

By

Published : May 10, 2023, 5:24 PM IST

Updated : May 10, 2023, 6:51 PM IST

শুভেন্দুর দাবির পালটা জবাব ফিরহাদের

কলকাতা, 10 মে: অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সময় থেকে রাজ্যে গরু পাচার বন্ধ হয় ৷ এমনই দাবি করেছিলেন বিরোধী শুভেন্দু অধিকারী ৷ তাঁর এই দাবির জবাব দিতে গিয়ে রাজনাথ সিং-এর সময়কে টেনে আনলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি পালটা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তাহলে কি রাজনাথ সিং গরু পাচারে যুক্ত ছিলেন ?

গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমে শাসক দল তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ৷ সম্প্রতি গ্রেফতার করা হয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও । গরু পাচারের থেকেই কয়েক কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে বলে সম্প্রতি আদালতে জানিয়েছেন তদন্তকারীরা ৷ আর এই নিয়ে সমানে চলছে বিজেপি ও তৃণমূলের মধ্যে দোষারোপ ও পালটা দোষারোপের রাজনীতি ।

সম্প্রতি গরু পাচার কাণ্ড নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যে গরু পাচার বন্ধ হয়েছে । আর তাঁর এই মন্তব্যের রেশ টেনেই পালটা খোঁচা দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বুধবার শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাব দিতে গিয়ে সাংবাদিকদের বলেন, "যতদূর আপনাদের টিভিতে দেখায়, গরু পাচার আজও চলছে । আমি তো যাইনি সেখানে । গরু পাচার অমিত শাহের সময় বন্ধ হয়ে থাকলে, 2014 থেকে কোনও মামলা হওয়ারই তো কথা নয় । তাহলে কেস হচ্ছে কেন ?"

এর পরেই ফিরহাদের পালটা প্রশ্ন, আগে তো রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তবে কি শুভেন্দু অধিকারী বলছেন যে রাজনাথ গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ? আদালতের ব্যাপার আদালত ও তদন্তকারী সংস্থার উপরই ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন ফিরহাদ । তাঁর অভিযোগ, গরু পাচারের দায় একমাত্র কেন্দ্রীয় সরকারের । কোথা থেকে গরু আসছে, কোথায় যাচ্ছে তা কেন্দ্রেরই জানার কথা বলে মত তাঁর । তিনি আরও বলেন, যে জায়গা দিয়ে কাঁটাতার যায় সেই জায়গাটা রাজ্য সরকারের নয় । সীমান্তে কেন্দ্রের বাহিনী থাকে ।

ফিরহাদের কথায়, "রাজ্য সরকার সহযোগিতা করছে না এমন নয়, নাচতে না জানলে উঠোন ব্যাঁকা । রাজ্য চায় আইনশৃঙ্খলা ঠিক থাকুক, যাতে পাচারকারীরা সুযোগ না পায় ৷ কিন্তু সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকার সেটা আন্তরিকভাবে চাইছে না ।" ফিরহাদ বলেন, "আমি জানি না, বিএসএফ-এর মাধ্যমে উপরে কিছু পৌঁছেছে কি না, সেটার প্রমাণ নেই ৷ আমি বলতে পারব না ।"

আরও পড়ুন: রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা, শুভেন্দুকে নিশানা ফিরহাদের

শুভেন্দুর দাবির পালটা জবাব ফিরহাদের

কলকাতা, 10 মে: অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সময় থেকে রাজ্যে গরু পাচার বন্ধ হয় ৷ এমনই দাবি করেছিলেন বিরোধী শুভেন্দু অধিকারী ৷ তাঁর এই দাবির জবাব দিতে গিয়ে রাজনাথ সিং-এর সময়কে টেনে আনলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি পালটা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তাহলে কি রাজনাথ সিং গরু পাচারে যুক্ত ছিলেন ?

গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমে শাসক দল তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ৷ সম্প্রতি গ্রেফতার করা হয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও । গরু পাচারের থেকেই কয়েক কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে বলে সম্প্রতি আদালতে জানিয়েছেন তদন্তকারীরা ৷ আর এই নিয়ে সমানে চলছে বিজেপি ও তৃণমূলের মধ্যে দোষারোপ ও পালটা দোষারোপের রাজনীতি ।

সম্প্রতি গরু পাচার কাণ্ড নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যে গরু পাচার বন্ধ হয়েছে । আর তাঁর এই মন্তব্যের রেশ টেনেই পালটা খোঁচা দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বুধবার শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাব দিতে গিয়ে সাংবাদিকদের বলেন, "যতদূর আপনাদের টিভিতে দেখায়, গরু পাচার আজও চলছে । আমি তো যাইনি সেখানে । গরু পাচার অমিত শাহের সময় বন্ধ হয়ে থাকলে, 2014 থেকে কোনও মামলা হওয়ারই তো কথা নয় । তাহলে কেস হচ্ছে কেন ?"

এর পরেই ফিরহাদের পালটা প্রশ্ন, আগে তো রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তবে কি শুভেন্দু অধিকারী বলছেন যে রাজনাথ গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ? আদালতের ব্যাপার আদালত ও তদন্তকারী সংস্থার উপরই ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন ফিরহাদ । তাঁর অভিযোগ, গরু পাচারের দায় একমাত্র কেন্দ্রীয় সরকারের । কোথা থেকে গরু আসছে, কোথায় যাচ্ছে তা কেন্দ্রেরই জানার কথা বলে মত তাঁর । তিনি আরও বলেন, যে জায়গা দিয়ে কাঁটাতার যায় সেই জায়গাটা রাজ্য সরকারের নয় । সীমান্তে কেন্দ্রের বাহিনী থাকে ।

ফিরহাদের কথায়, "রাজ্য সরকার সহযোগিতা করছে না এমন নয়, নাচতে না জানলে উঠোন ব্যাঁকা । রাজ্য চায় আইনশৃঙ্খলা ঠিক থাকুক, যাতে পাচারকারীরা সুযোগ না পায় ৷ কিন্তু সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকার সেটা আন্তরিকভাবে চাইছে না ।" ফিরহাদ বলেন, "আমি জানি না, বিএসএফ-এর মাধ্যমে উপরে কিছু পৌঁছেছে কি না, সেটার প্রমাণ নেই ৷ আমি বলতে পারব না ।"

আরও পড়ুন: রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা, শুভেন্দুকে নিশানা ফিরহাদের

Last Updated : May 10, 2023, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.