ETV Bharat / state

বড়বাজারে পুলিশের বাড়তি নজরদারির নির্দেশ মেয়রের - barabazar kolkata

জানা গেছে, 4 নম্বর বোরো বিশেষ করে রাজা কাটরা, দুধ বাজার, বড় বাজার, জোড়াসাঁকোর পোস্তা এলাকায় সংক্রমণের প্রতিদিন নতুন নতুন ঘটনা ধরা পড়ছে ।

Mayor firhad hakim directed additional police surveillance in barabazar, kolkata
বড়বাজারে পুলিশের বাড়তি নজরদারির নির্দেশ মেয়রের
author img

By

Published : May 12, 2020, 11:45 PM IST

কলকাতা, 12 মে : কোরোনা সংক্রমণ মোকাবিলায় আজ বৈঠক করেন বোর্ড অফ অ্যাডমিনের চেয়ারম্যান ফিরহাদ হাকিম । কোরোনা মোকাবিলায় প্রতিদিন কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে বিশেষ বৈঠক করেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্যরা ৷ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মাও ।

4 নম্বর বোরো বিশেষ করে রাজা কাটরা, দুধ বাজার, বড় বাজার, জোড়াসাঁকোর পোস্তা এলাকায় সংক্রমণের প্রতিদিন নতুন নতুন ঘটনা ধরা পড়ছে । ফলপট্টি ব্যবসায়ীদের নিয়ে আজ কলকাতা পৌর নিগমের বৈঠক করেন তিনি । তিনি ফলপট্টি ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রেখেই ফল বিক্রি করতে হবে । ফলের গাড়ি রাতে এলে সেই গাড়ি যত সম্ভব দ্রুত খালি করে রাতেই লরি ছেড়ে দিতে হবে ৷ লরির চালক ও খালাসিকে গাড়ির মধ্যেই থাকতে হবে ৷ যাতে সংক্রমণ প্রতিরোধ করা যায় । বহু মানুষ একসঙ্গে জড়ো হয়ে মাল লোডিং আনলোডিং করা যাবে না ৷ তাঁদের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক ৷

শুধু ফলপট্টি নয় ডাল পট্টির ব্যবসায়ীদেরও আজ একই নির্দেশ দিয়েছেন তিনি ৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করতে হবে । আজ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বৈঠকের পর ফিরহাদ হাকিম বলেন, যেখানে মানুষকে সচেতন করা সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছে না সেখানে পুলিশকে বাড়তি নজরদারি করতে বলা হয়েছে । রাজা কাটরা, দুধ বাজার, মেছুয়া বাজার, ডালপট্টি এই সব এলাকায় বাড়তি নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে । কারণ এসব এলাকায় অতিরিক্ত ভিড় হয় ৷ ভিন রাজ্য থেকে মালবাহী লরি আসে । তাই ওই এলাকাগুলোতে কোরোনা সংক্রমণ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে । তাই যে কোনওভাবে এলাকাগুলোতে ভিড় কমাতে হবে ৷ সামাজিক দূরত্ব বাড়াতে হবে । তবে বাজারগুলিকে স্থানান্তরিত করা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি । ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাজার অন্যত্র স্থানান্তর করলে, সেই অন্য জায়গাতেও কোরোনার সংক্রমণ বৃদ্ধি পাবে । তাই স্থানান্তরিত না করে যেখানে আছে সেখানে রেখেই কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে হবে । তাই বাজার স্থানান্তরিত না করে মানুষদের সচেতন করে তুলতে হবে ।

কলকাতা, 12 মে : কোরোনা সংক্রমণ মোকাবিলায় আজ বৈঠক করেন বোর্ড অফ অ্যাডমিনের চেয়ারম্যান ফিরহাদ হাকিম । কোরোনা মোকাবিলায় প্রতিদিন কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে বিশেষ বৈঠক করেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্যরা ৷ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মাও ।

4 নম্বর বোরো বিশেষ করে রাজা কাটরা, দুধ বাজার, বড় বাজার, জোড়াসাঁকোর পোস্তা এলাকায় সংক্রমণের প্রতিদিন নতুন নতুন ঘটনা ধরা পড়ছে । ফলপট্টি ব্যবসায়ীদের নিয়ে আজ কলকাতা পৌর নিগমের বৈঠক করেন তিনি । তিনি ফলপট্টি ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রেখেই ফল বিক্রি করতে হবে । ফলের গাড়ি রাতে এলে সেই গাড়ি যত সম্ভব দ্রুত খালি করে রাতেই লরি ছেড়ে দিতে হবে ৷ লরির চালক ও খালাসিকে গাড়ির মধ্যেই থাকতে হবে ৷ যাতে সংক্রমণ প্রতিরোধ করা যায় । বহু মানুষ একসঙ্গে জড়ো হয়ে মাল লোডিং আনলোডিং করা যাবে না ৷ তাঁদের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক ৷

শুধু ফলপট্টি নয় ডাল পট্টির ব্যবসায়ীদেরও আজ একই নির্দেশ দিয়েছেন তিনি ৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করতে হবে । আজ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বৈঠকের পর ফিরহাদ হাকিম বলেন, যেখানে মানুষকে সচেতন করা সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছে না সেখানে পুলিশকে বাড়তি নজরদারি করতে বলা হয়েছে । রাজা কাটরা, দুধ বাজার, মেছুয়া বাজার, ডালপট্টি এই সব এলাকায় বাড়তি নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে । কারণ এসব এলাকায় অতিরিক্ত ভিড় হয় ৷ ভিন রাজ্য থেকে মালবাহী লরি আসে । তাই ওই এলাকাগুলোতে কোরোনা সংক্রমণ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে । তাই যে কোনওভাবে এলাকাগুলোতে ভিড় কমাতে হবে ৷ সামাজিক দূরত্ব বাড়াতে হবে । তবে বাজারগুলিকে স্থানান্তরিত করা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি । ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাজার অন্যত্র স্থানান্তর করলে, সেই অন্য জায়গাতেও কোরোনার সংক্রমণ বৃদ্ধি পাবে । তাই স্থানান্তরিত না করে যেখানে আছে সেখানে রেখেই কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে হবে । তাই বাজার স্থানান্তরিত না করে মানুষদের সচেতন করে তুলতে হবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.