ETV Bharat / state

Firhad Slams Suvendu: রাজ্যপাল-মমতা সাক্ষাৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর, পালটা জবাব মন্ত্রী ফিরহাদের - CM Mamata Banerjee

তৃণমূল কংগ্রেসের কোন নেতার বাড়ি কে যাচ্ছে, কে বেরোচ্ছে সমস্ত খবর রাজ্যপাল রাখছেন বলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্যকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

Firhad Slams Suvendu
Firhad Slams Suvendu
author img

By

Published : Nov 5, 2022, 8:56 PM IST

কলকাতা, 5 নভেম্বর: পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের (La Ganesan) আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) চেন্নাই গেছিলেন । সেই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মন্তব্য করেন, "কে কোথায় যাচ্ছে সব নজর রাখছি । মুখ্যমন্ত্রীকে আচার্য হতে দেব না । রাজ্যপালকে চিঠি দিয়ে দেখা করতে যাব ।" আর সেই প্রসঙ্গেই শুভেন্দুকে পালটা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

Firhad Hakim Criticises Suvendu Adhikari over Mamata Ganesan meeting
চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জানান ফিরহাদ

চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকীতে (Chittaranjan Das) আজ কেওড়াতলা মহাশ্মশান শ্রদ্ধা জানাতে যান ফিরহাদ ৷ সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "শুভেন্দু অধিকারী অনেকটা গায়ে মানে না আপনি মোড়ল হয়েছেন। রাজ্যের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো থাকবে, সৌজন্য বজায় থাকবে, এটাই হওয়া উচিত ।

ফিরহাদ আরও বলেন, "যে রাজ্যপাল কাজের বদলে মুখ্যমন্ত্রীকে টাইট দিতে আসবেন এবং শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবেন, তিনি ভালো ৷ আর যিনি শুভেন্দুর কথা শুনে সেটা করবেন না, তিনি খারাপ ৷ এটা হয় না । আমরা বাংলায় উন্নয়নের রাজনীতি করব । বিজেপির সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত লড়াই করে তাদেরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করব । শুভেন্দু উন্নয়ন ছেড়ে শুধু রাজনীতি করতে চাইছে । এটা বাংলার মানুষ মেনে নেবে না ।"

রাজ্যপাল-মমতা সাক্ষাৎ নিয়ে শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের

আরও পড়ুন: লা গণেশনের বাড়ির অনুষ্ঠানে ছেন্দা বাজালেন মমতা

উল্লেখ্য, রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আচার্যের ক্ষমতা সব বিষয় রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্যের সরকারের বিবাদ প্রকাশ্যে আসে । আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে করার সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার । সেই উদ্দেশ্য নিয়ে বিলও তৈরি করে । তবে সেই বিল এখন বর্তমানে রাজ্যপালের কাছেই জমা রয়েছে ।

কলকাতা, 5 নভেম্বর: পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের (La Ganesan) আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) চেন্নাই গেছিলেন । সেই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মন্তব্য করেন, "কে কোথায় যাচ্ছে সব নজর রাখছি । মুখ্যমন্ত্রীকে আচার্য হতে দেব না । রাজ্যপালকে চিঠি দিয়ে দেখা করতে যাব ।" আর সেই প্রসঙ্গেই শুভেন্দুকে পালটা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

Firhad Hakim Criticises Suvendu Adhikari over Mamata Ganesan meeting
চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জানান ফিরহাদ

চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকীতে (Chittaranjan Das) আজ কেওড়াতলা মহাশ্মশান শ্রদ্ধা জানাতে যান ফিরহাদ ৷ সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "শুভেন্দু অধিকারী অনেকটা গায়ে মানে না আপনি মোড়ল হয়েছেন। রাজ্যের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো থাকবে, সৌজন্য বজায় থাকবে, এটাই হওয়া উচিত ।

ফিরহাদ আরও বলেন, "যে রাজ্যপাল কাজের বদলে মুখ্যমন্ত্রীকে টাইট দিতে আসবেন এবং শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবেন, তিনি ভালো ৷ আর যিনি শুভেন্দুর কথা শুনে সেটা করবেন না, তিনি খারাপ ৷ এটা হয় না । আমরা বাংলায় উন্নয়নের রাজনীতি করব । বিজেপির সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত লড়াই করে তাদেরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করব । শুভেন্দু উন্নয়ন ছেড়ে শুধু রাজনীতি করতে চাইছে । এটা বাংলার মানুষ মেনে নেবে না ।"

রাজ্যপাল-মমতা সাক্ষাৎ নিয়ে শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের

আরও পড়ুন: লা গণেশনের বাড়ির অনুষ্ঠানে ছেন্দা বাজালেন মমতা

উল্লেখ্য, রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আচার্যের ক্ষমতা সব বিষয় রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্যের সরকারের বিবাদ প্রকাশ্যে আসে । আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে করার সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার । সেই উদ্দেশ্য নিয়ে বিলও তৈরি করে । তবে সেই বিল এখন বর্তমানে রাজ্যপালের কাছেই জমা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.