কলকাতা, 10 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছেন ভোটে কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে বিপুল টাকা এখনও তাঁরা রাজ্যের থেকে পায় । পাশাপাশি আবাস যোজনা নিয়েও রাজ্যের বিরুদ্ধে সরব হন (Firhad Criticises Nirmala on Awas Yojana Scheme)। আর তার উত্তরেই শুক্রবার পালটা তোপ দেগেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন, "নির্মলা সীতারামনকে বলুন আদানির তদন্ত আগে করতে । ব্যাংক যে খালি হয়ে গেল । সেটা আগে তদন্ত করতে বলুন । লক্ষ কোটি টাকা লুঠ করছেন মোদির বন্ধুরা ।"
অন্যদিকে প্রাপ্য টাকা না-দেওয়া নিয়ে ফিরহাদ বলেন, "বিজেপির পিতৃকুলের টাকা নয় । রাজ্যের মানুষের করের টাকা ।" এদিকে কলকাতায় একাধিক জায়গায় কোটি কোটি টাকা উদ্ধার নিয়েও দেশের অর্থমন্ত্রীকে কাঠগড়ায় তুলে বলেন,"নোট বন্দির পর মানুষের কাছে এত টাকা আসছে কী করে । তাহলে ওটা কী ফেল হল । ব্যাংক কন্ট্রোল করতে পারছেন না । তাহলে ছেড়ে দিক সেন্ট্রাল ফাইনান্স মিনিস্টারের পদ ।"
কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রেস বিজ্ঞপ্তি নিয়েও এদিন সরব হন মন্ত্রী ৷ ক্ষোভপ্রকাশ করে বলেন, "তৃণমূল কোনও অন্যায় করেনি । যারা ইন্ডিভিজুয়াল অন্যায় করেছে তারা জেলে আছে । এজেন্সি নিরপেক্ষতা মতো কাজ করছে না । এটাই দুঃখের । কেন প্রেস করবে, টুইট করবে । আগে তো এমন হয়নি । ছবি দেখানোর কী দরকার । তারা তদন্ত করে কোর্টে জানাবে । অন্যায় করে আমাদের উপর যে তকমা দেওয়া হয়েছে আমরা সেটা কোর্টে লড়ে নেব ।"
বিজেপি বিধায়কের বাংলা ভাগের সপক্ষে সওয়াল করার উত্তরে ফিরহাদের সাফ কথা, "বাংলা ভাগ হবে না । বিচ্ছিন্নতাবাদী দল বিজেপি যতই চেষ্টা করুক না কেন বাংলা ভাগ হবে না । রবীন্দ্রনাথ কবি নজরুলের বাংলা ভাগ করতে দেব না । রক্ত দেব তবু ভাগ করতে দেব না ।"
আরও পড়ুন : নতুন করকাঠামোয় মানুষের হাতে খরচের টাকা বাড়বে, দাবি নির্মলার