ETV Bharat / state

Firhad Hakim Criticises Narendra Modi :জ্বালানীর দাম বাড়লে পথে নেমে আন্দোলনের ইঙ্গিত ফিরহাদের - fuel price may hike

আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমলেও কেন্দ্র কেন তা কমায়নি, সেই প্রশ্ন তুলেছেন ফিরহাদ (Firhad Hakim on fuel price)

Firhad Hakim Criticises Central Government
জ্বালানীর দাম বাড়লে পথে নেমে আন্দোলনের ইঙ্গিত ফিরহাদের
author img

By

Published : Mar 11, 2022, 10:31 PM IST

কলকাতা, 11 মার্চ : বেশ কয়েকমাস আগেই লিটার পিছু 100 টাকা ছাড়িয়েছে পেট্রল, ডিজেলের দাম । তবে সম্প্রতি আর ঊর্ধ্বমুখী হয়নি । কিন্তু পাঁচ রাজ্যে ভোটের ফলাফল ঘোষণার পরেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর দেশে জ্বালানীর দাম ফের বাড়তে পারে (fuel price may hike) বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এই দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । শুক্রবার তিনি বলেন, "দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিচ্ছেন যে মানুষের উপরে বোঝা চাপাব । মানুষকে শোষণ করব । ভারতবর্ষের মানুষ মুচলেকা দিয়ে দিয়েছে আমাকে তাই তাদের শোষণ করার ক্ষমতা আমার । তেলের দাম তো বাড়বেই, অন্য জিনিসপত্রর দাম বাড়বে । আমরা শোষিত হয়ে সবাই বাস করব ।"

ফিরহাদের কটাক্ষ, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তেলের দাম 100 টাকা পেরিয়েছে । তখন যুদ্ধ ছিল না । বিশ্ববাজারে যখন তেলের দাম কমে তখন মোদি সাহেব তেলের দাম কমান না কেন ? এখন যুদ্ধের অজুহাতে তেলের দাম দ্বিগুণ করলে জিনিসপত্র দাম আকাশ ছোঁয়া হবে । আর সেন্ট্রাল ফোর্স, ইউপির পুলিশ এবং ইভিএম মিলে উনি ভারতবর্ষে রাজ করবেন ।"

আরও পড়ুন : চন্দ্রিমার প্রথম বাজেটে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে জোর

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক স্কুটি নিয়ে রাস্তায় প্রতিবাদে শামিল হয়েছেন অতীতে । সেই কথা মনে করিয়ে এদিন ফিরহাদ জানিয়েছেন, মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় রাস্তায় নেমে প্রতিবাদ করেন । দরকার হলে আবারও করবেন ।

কলকাতা, 11 মার্চ : বেশ কয়েকমাস আগেই লিটার পিছু 100 টাকা ছাড়িয়েছে পেট্রল, ডিজেলের দাম । তবে সম্প্রতি আর ঊর্ধ্বমুখী হয়নি । কিন্তু পাঁচ রাজ্যে ভোটের ফলাফল ঘোষণার পরেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর দেশে জ্বালানীর দাম ফের বাড়তে পারে (fuel price may hike) বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এই দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । শুক্রবার তিনি বলেন, "দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিচ্ছেন যে মানুষের উপরে বোঝা চাপাব । মানুষকে শোষণ করব । ভারতবর্ষের মানুষ মুচলেকা দিয়ে দিয়েছে আমাকে তাই তাদের শোষণ করার ক্ষমতা আমার । তেলের দাম তো বাড়বেই, অন্য জিনিসপত্রর দাম বাড়বে । আমরা শোষিত হয়ে সবাই বাস করব ।"

ফিরহাদের কটাক্ষ, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তেলের দাম 100 টাকা পেরিয়েছে । তখন যুদ্ধ ছিল না । বিশ্ববাজারে যখন তেলের দাম কমে তখন মোদি সাহেব তেলের দাম কমান না কেন ? এখন যুদ্ধের অজুহাতে তেলের দাম দ্বিগুণ করলে জিনিসপত্র দাম আকাশ ছোঁয়া হবে । আর সেন্ট্রাল ফোর্স, ইউপির পুলিশ এবং ইভিএম মিলে উনি ভারতবর্ষে রাজ করবেন ।"

আরও পড়ুন : চন্দ্রিমার প্রথম বাজেটে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে জোর

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক স্কুটি নিয়ে রাস্তায় প্রতিবাদে শামিল হয়েছেন অতীতে । সেই কথা মনে করিয়ে এদিন ফিরহাদ জানিয়েছেন, মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় রাস্তায় নেমে প্রতিবাদ করেন । দরকার হলে আবারও করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.