কলকাতা, 11 মার্চ : বেশ কয়েকমাস আগেই লিটার পিছু 100 টাকা ছাড়িয়েছে পেট্রল, ডিজেলের দাম । তবে সম্প্রতি আর ঊর্ধ্বমুখী হয়নি । কিন্তু পাঁচ রাজ্যে ভোটের ফলাফল ঘোষণার পরেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর দেশে জ্বালানীর দাম ফের বাড়তে পারে (fuel price may hike) বলে আশঙ্কা করা হচ্ছে ৷
এই দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । শুক্রবার তিনি বলেন, "দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিচ্ছেন যে মানুষের উপরে বোঝা চাপাব । মানুষকে শোষণ করব । ভারতবর্ষের মানুষ মুচলেকা দিয়ে দিয়েছে আমাকে তাই তাদের শোষণ করার ক্ষমতা আমার । তেলের দাম তো বাড়বেই, অন্য জিনিসপত্রর দাম বাড়বে । আমরা শোষিত হয়ে সবাই বাস করব ।"
ফিরহাদের কটাক্ষ, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তেলের দাম 100 টাকা পেরিয়েছে । তখন যুদ্ধ ছিল না । বিশ্ববাজারে যখন তেলের দাম কমে তখন মোদি সাহেব তেলের দাম কমান না কেন ? এখন যুদ্ধের অজুহাতে তেলের দাম দ্বিগুণ করলে জিনিসপত্র দাম আকাশ ছোঁয়া হবে । আর সেন্ট্রাল ফোর্স, ইউপির পুলিশ এবং ইভিএম মিলে উনি ভারতবর্ষে রাজ করবেন ।"
আরও পড়ুন : চন্দ্রিমার প্রথম বাজেটে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে জোর
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক স্কুটি নিয়ে রাস্তায় প্রতিবাদে শামিল হয়েছেন অতীতে । সেই কথা মনে করিয়ে এদিন ফিরহাদ জানিয়েছেন, মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় রাস্তায় নেমে প্রতিবাদ করেন । দরকার হলে আবারও করবেন ।