ETV Bharat / state

বাজি ফাটিয়ে আনন্দ করার কি সময় এখন ? মন্তব্য ফিরহাদের

গতকাল রাতে শহরবাসীর বাজি পোড়ানোর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন , "মানুষ গৃহবন্দী অবস্থায় হতাশায় ভুগছিল ৷ তাই একটু বাজি- পটকা ফাটিয়ে আনন্দ করেছে ৷ তাতে এত বিতর্কের কী আছে !" এই বক্তব্যের পরিপ্রক্ষিতে ফিরহাদ হাকিম মন্তব্য করেন , "এটা আনন্দ করার সময় নয় ৷"

Firhad Hakim
ফিরহাদ হাকিম
author img

By

Published : Apr 6, 2020, 11:20 PM IST

কলকাতা, 6 এপ্রিল : দিলীপ ঘোষকে কটাক্ষ ফিরহাদ হাকিমের ৷ "এটা কি আনন্দ করার সময় ! যখন দেশজুড়ে কোরোনায় আক্রান্ত হয়ে এত লোক মারা গেছেন , তখন কি বাজি ফাটিয়ে উৎসব পালন করার সময় ? গতকাল রাতে বাজি ফাটানোর প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে রবিবার রাত 9টা থেকে 9 মিনিট পর্যন্ত ঘরের আলো নিভিয়ে রেখে প্রদীপ, মোমবাতি জ্বালাবার আবেদন জানিয়েছিলেন । কিন্তু গতকাল শহরে মোমবাতি , প্রদীপের সঙ্গেই প্রচুর বাজি পুড়তেও দেখা গেল বিভিন্ন এলাকায় । তা নিয়ে সমালোচনাও হয় ৷ বাজি পোড়ানোর সমালোচনার প্রসঙ্গে রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ বলেন , "মানুষ গৃহবন্দী অবস্থায় হতাশায় ভুগছিল ৷ তাই একটু বাজি- পটকা ফাটিয়ে আনন্দ করেছে ৷ তাতে এত বিতর্কের কী আছে !"

দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম বলে , "সারা পৃথিবীতে কোরোনাতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন ।দেশের অন্যান্য জায়গার তুলনায় কলকাতা তবু ভালো অবস্থায় রয়েছে । কিন্তু দেশের অনেক জায়গায় অনেক মানুষ মারা গেছেন , বহু মানুষ কোরোনার সংক্রমণে আক্রান্ত হয়েছেন । সেখানে এটা আনন্দ করার সময় নয় ৷"

কলকাতা, 6 এপ্রিল : দিলীপ ঘোষকে কটাক্ষ ফিরহাদ হাকিমের ৷ "এটা কি আনন্দ করার সময় ! যখন দেশজুড়ে কোরোনায় আক্রান্ত হয়ে এত লোক মারা গেছেন , তখন কি বাজি ফাটিয়ে উৎসব পালন করার সময় ? গতকাল রাতে বাজি ফাটানোর প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে রবিবার রাত 9টা থেকে 9 মিনিট পর্যন্ত ঘরের আলো নিভিয়ে রেখে প্রদীপ, মোমবাতি জ্বালাবার আবেদন জানিয়েছিলেন । কিন্তু গতকাল শহরে মোমবাতি , প্রদীপের সঙ্গেই প্রচুর বাজি পুড়তেও দেখা গেল বিভিন্ন এলাকায় । তা নিয়ে সমালোচনাও হয় ৷ বাজি পোড়ানোর সমালোচনার প্রসঙ্গে রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ বলেন , "মানুষ গৃহবন্দী অবস্থায় হতাশায় ভুগছিল ৷ তাই একটু বাজি- পটকা ফাটিয়ে আনন্দ করেছে ৷ তাতে এত বিতর্কের কী আছে !"

দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম বলে , "সারা পৃথিবীতে কোরোনাতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন ।দেশের অন্যান্য জায়গার তুলনায় কলকাতা তবু ভালো অবস্থায় রয়েছে । কিন্তু দেশের অনেক জায়গায় অনেক মানুষ মারা গেছেন , বহু মানুষ কোরোনার সংক্রমণে আক্রান্ত হয়েছেন । সেখানে এটা আনন্দ করার সময় নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.