ETV Bharat / state

Firhad Hakim on Dengue: ডেঙ্গি বৃদ্ধিতে দায়ী নগরায়ন, দাবি ফিরহাদের; কটাক্ষ বিরোধীদের - urbanisation Dengue Relation

বর্ষার মরশুমে শহরে ফিরেছে ডেঙ্গির প্রকোপ ৷ এর জন্য নগরায়নের দিকেই আঙুল তুললেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এদিকে খারাপ নিকাশি ব্যবস্থার জন্য় বিরোধীরা তাঁকেই পালটা কাঠগড়ায় তুললেন ৷

ETV Bharat
ফিরহাদ হাকিম
author img

By

Published : Jul 29, 2023, 7:05 AM IST

কলকাতা, 29 জুলাই: ডেঙ্গির বাড়বাড়ন্তের কারণ নগরায়ন । এমনটাই দাবি করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ শুক্রবার তিনি জানালেন, রাজ্যে অর্থ-সামাজিক উন্নয়নের চাকা ঘুরেছে ৷ এর প্রভাব পড়েছে গ্রামাঞ্চলে ৷ ভোল বদলেছে রাজ্যের গ্রামের দৈনন্দিন জীবনে ৷ গড়ে উঠছে সমান্তরাল নগরায়ন ৷ এটাই ডেঙ্গির প্রকোপের অন্যতম কারণ ৷ তাঁর এই বক্তব্যকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি থেকে শুরু করে সিপিএমের মতো বিরোধী দলগুলি।

এর মধ্যে 24 জুলাই, সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার ৷ ঘটনার পর পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ শুক্রবার এ প্রসঙ্গে মেয়র বলেন, "নগরায়নের জন্যই ডেঙ্গির এত বাড়বাড়ন্ত ৷ আগে প্রত্যেক বাড়িতে বাগান থাকত, গরু থাকত ৷ গোবর দিয়ে সারের কাজ হত ৷ আবার মশা-মাছিও তাড়ানো যেত ৷" আক্ষেপের সুরে তিনি জানান, ডেঙ্গি রোধের প্রাকৃতিক উপায়গুলি বন্ধ হয়ে গিয়েছে ৷ সেটাই ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির কারণ ৷

আরও পড়ুন: আরও এক প্রাণ কাড়ল ডেঙ্গি, বাঙুর হাসপাতালে মৃত্যু গৃহবধূর

অন্যদিকে, ডেঙ্গি বৃদ্ধি নিয়ে পরিবেশবিদরা কলকাতা পৌরনিগমের মেয়রের এই বক্তব্য মানতে রাজি নন ৷ তাঁদের একাংশের দাবি, নগরায়নের সঙ্গে ডেঙ্গির সরাসরি কোনও সম্পর্ক নেই ৷ ডেঙ্গি রোধে চিকিৎসার উন্নতির প্রয়োজন ৷ পাশাপাশি প্রয়োজন নাগরিক সচেতনতা ৷ যে কোনও শহরের ক্ষেত্রেই সমাজ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নগরায়ন ৷ সেক্ষত্রে নগরায়ন না-হলে কোনও উন্নতি সম্ভব নয় ৷

পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী নিজের দফতর নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা ৷ বাম কাউন্সিলর মধুছন্দ দেব ফিরহাদ হাকিমের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, "ডেঙ্গি রোধে কলকাতা পৌরনিগমের পরিকাঠামোর অভাব রয়েছে ৷ শুধু নগরায়ন করলেই হয় না, নিকাশি ব্যবস্থা এতদিনেও ঠিক করতে পারেননি মেয়র ৷ বর্ষা হলেই শহর জুড়ে জল জমে যায় ৷ সেখান থেকেই এডিস মশার উৎপত্তি ৷" বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "ফিরহাদ হাকিম নিজেই রাজ্যের পৌর ও নগরউন্নয়ন মন্ত্রী ৷ তৃণমূল সবেতেই জিরো। এতদিনে তিনি নিজেই সেটা স্বীকার করলেন ৷"

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গির থাবা, প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

এদিকে, চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 675 জন ৷ পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি নবান্নে বিশেষ বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 250 ৷

কলকাতা, 29 জুলাই: ডেঙ্গির বাড়বাড়ন্তের কারণ নগরায়ন । এমনটাই দাবি করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ শুক্রবার তিনি জানালেন, রাজ্যে অর্থ-সামাজিক উন্নয়নের চাকা ঘুরেছে ৷ এর প্রভাব পড়েছে গ্রামাঞ্চলে ৷ ভোল বদলেছে রাজ্যের গ্রামের দৈনন্দিন জীবনে ৷ গড়ে উঠছে সমান্তরাল নগরায়ন ৷ এটাই ডেঙ্গির প্রকোপের অন্যতম কারণ ৷ তাঁর এই বক্তব্যকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি থেকে শুরু করে সিপিএমের মতো বিরোধী দলগুলি।

এর মধ্যে 24 জুলাই, সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার ৷ ঘটনার পর পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ শুক্রবার এ প্রসঙ্গে মেয়র বলেন, "নগরায়নের জন্যই ডেঙ্গির এত বাড়বাড়ন্ত ৷ আগে প্রত্যেক বাড়িতে বাগান থাকত, গরু থাকত ৷ গোবর দিয়ে সারের কাজ হত ৷ আবার মশা-মাছিও তাড়ানো যেত ৷" আক্ষেপের সুরে তিনি জানান, ডেঙ্গি রোধের প্রাকৃতিক উপায়গুলি বন্ধ হয়ে গিয়েছে ৷ সেটাই ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির কারণ ৷

আরও পড়ুন: আরও এক প্রাণ কাড়ল ডেঙ্গি, বাঙুর হাসপাতালে মৃত্যু গৃহবধূর

অন্যদিকে, ডেঙ্গি বৃদ্ধি নিয়ে পরিবেশবিদরা কলকাতা পৌরনিগমের মেয়রের এই বক্তব্য মানতে রাজি নন ৷ তাঁদের একাংশের দাবি, নগরায়নের সঙ্গে ডেঙ্গির সরাসরি কোনও সম্পর্ক নেই ৷ ডেঙ্গি রোধে চিকিৎসার উন্নতির প্রয়োজন ৷ পাশাপাশি প্রয়োজন নাগরিক সচেতনতা ৷ যে কোনও শহরের ক্ষেত্রেই সমাজ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নগরায়ন ৷ সেক্ষত্রে নগরায়ন না-হলে কোনও উন্নতি সম্ভব নয় ৷

পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী নিজের দফতর নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা ৷ বাম কাউন্সিলর মধুছন্দ দেব ফিরহাদ হাকিমের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, "ডেঙ্গি রোধে কলকাতা পৌরনিগমের পরিকাঠামোর অভাব রয়েছে ৷ শুধু নগরায়ন করলেই হয় না, নিকাশি ব্যবস্থা এতদিনেও ঠিক করতে পারেননি মেয়র ৷ বর্ষা হলেই শহর জুড়ে জল জমে যায় ৷ সেখান থেকেই এডিস মশার উৎপত্তি ৷" বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "ফিরহাদ হাকিম নিজেই রাজ্যের পৌর ও নগরউন্নয়ন মন্ত্রী ৷ তৃণমূল সবেতেই জিরো। এতদিনে তিনি নিজেই সেটা স্বীকার করলেন ৷"

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গির থাবা, প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

এদিকে, চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 675 জন ৷ পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি নবান্নে বিশেষ বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 250 ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.