কলকাতা, 3 এপ্রিল : নিজ়ামউদ্দিনের ঘটনা নিয়ে BJP নেতা দিলীপ ঘোষকে পালটা আক্রমণ ফিরহাদ হাকিমের । তাঁর কটাক্ষ, এই ধরনের মন্তব্য করে হিন্দু-মুসলিমের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করছেন তিনি । তাই এই ধরনের মন্তব্য বন্ধ করা উচিত ।
নিজ়ামউদ্দিনের ঘটনা প্রসঙ্গে রাজ্যকে আক্রমণ করে গতকাল দিলীপ ঘোষ বলেন, "নিজ়ামউদ্দিনের তাবলিঘি জামাতের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিমধ্যে অনেকেই রাজ্যে ফিরেছেন। তাঁদেরেক দ্রুত আলাদা করা উচিত । কিন্তু রাজ্য তাঁদের নিয়ে সেরকম কোনও পদক্ষেপ করছে না ।"
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, "নিজ়ামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁরা কেউ কলকাতায় আসেননি । কেউ এলে আমরা তাঁকে আলাদা রাখার ব্যবস্থা অবশ্যই করব। তাই এই ধরনের মন্তব্য করার কোনও প্রয়োজন নেই। হিন্দু-মুসলিম ভেদাভেদ করে এই ধরনের সুড়সুড়ি দিয়ে মন্তব্য করে কোনও কোন লাভ হবে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । যিনি মানুষের মধ্যে ভেদাভেদ করেন না। তিনি রাস্তায় নেমে মানুষের জন্য লড়ছেন। তাই এখন BJP-কে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য বন্ধ করতে বলুন ।"
তিনি আরও বলেন, "নিজ়ামউদ্দিনের ঘটনা দিল্লির সরকারকে অপদার্থতা। এই অবস্থায় কী করে এই ধরনের একটি অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয় ।"
দিল্লি থেকে ফেরার পর কোয়ারান্টাইনে না গিয়ে দেবশ্রী চৌধুরির মাস্ক বিতরণ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে । এবিষয়ে ফিরহাদ বলেন, "উনি যা করেছেন তা পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই বলা যায় না। লকডাউন ভেঙে রাস্তায় নেমে যা করেছেন তা অন্যায় । ওঁর হঠাৎ মনে হয়েছে মানুষের মাঝখানে গিয়ে দাঁড়াব । এইসময়ে এই ধরনের কাজ একেবারেই ঠিক হয়নি ।"