ETV Bharat / state

করোনা মোকাবিলায় কাজ করতে না পেরে চোখে জল ফিরহাদের, অভিমান মদনের - মদন মিত্র

গতকাল রাতে নিজাম প্যালেস থেকে বেরিয়ে কলকাতার কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে চোখ ছলছল করে উঠল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকের ৷ বললেন, "আমাকে শহরের কোভিড পরিস্থিতি সামাল দিতেই নিযুক্ত করা হয়েছিল ৷ কিন্তু এরা কলকাতার মানুষকে বাঁচতে দিল না ৷" সংবাদমাধ্যমের সামনে অভিমান ঝরে পড়ে মদন মিত্রের গলা থেকেও ৷ তিনি বলেন, "মুকুল, শুভেন্দুরা ভাল । আর আমরা খারাপ । বাহ ! ভাল !"

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : May 18, 2021, 12:41 PM IST

Updated : May 18, 2021, 1:22 PM IST

কলকাতা, 18 মে : রাতে নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়ার পথে চোখে জল এল ফিরহাদ হাকিমের । তিনি বলেন, "বাংলার মানুষকে আমায় বাঁচাতে দিল না ৷" পাশাপাশি মদন মিত্র অভিমানের সুরে বলেন, "মুকুল, শুভেন্দুরা ভাল । আর আমরা খারাপ । বাহ! ভাল !"

সোমবার রাত 1টা 14 মিনিটে চার হেভিওয়েটকে নিয়ে নিজাম প্যালেস থেকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় আনা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারের উদ্দেশে রওনা দেওয়া হয় ৷ নিজাম প্যালেস থেকে বেরিয়েই সাংবাদিকরা ছেঁকে ধরেন ফিরহাদদের ৷ সারাদিনের ধকলে বেশ বিধ্বস্ত দেখায় রাজ্যের সদ্য নিযুক্ত পরিবহণমন্ত্রীকে ৷ তবে সংবাদমাধ্যমের সামনে ববি হাকিম স্পষ্ট জানান, ভারতের আইন ব্যবস্থার উপর তাঁর পূর্ণ বিশ্বাস আছে ৷ আইনের মধ্যে দিয়ে তাঁরা মুক্তি পাবেন ৷ তাঁর মুখে এমন কথা শুনেই পাশ থেকে সমর্থকদের উল্লাস শোনা যায় ৷ তারপরই বিজেপিকে তীক্ষ্ণ ফলায় বেঁধেন ৷ বলেন, "বিজেপি সব খেয়ে নিতে পারে ৷ সিবিআই, ইডি সব ৷ এরপর হয়ত ইডি দিয়ে আমাদের হয়রান করবে ৷ কিন্তু আইন ব্যাবস্থা মুখ বন্ধ করে থাকবে না ৷ আইন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা ন্যায় বিচার পাব ৷"

সোমবার রাতে নিজাম প্যালেস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ফিরহাদ হাকিম ৷

নিজাম প্যালেসের সামনে সমর্থকদের বিক্ষোভের পক্ষে যুক্তি সাজিয়ে ববি বলেন, "পপুলার হওয়া দোষের নয় ৷ আমি পপুলার ৷ অন্যায় হওয়ায় আমার সমর্থকরা তার প্রতিবাদ করেছেন ৷" তারপরই আত্মপক্ষ সমর্থন করে বলেন, "আমি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছি ৷ আমি ভাল ব্যবহার করেছি ৷ তারপরও আমি আমার জামিনের অধিকার থেকে বঞ্চিত হলাম ৷"

কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে বলে গিয়ে তারপরই কেঁদে ফেলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ৷ বলেন, "আমাকে শহরের কোভিড পরিস্থিতি সামাল দিতেই নিযুক্ত করা হয়েছিল ৷ কিন্তু এরা কলকাতার মানুষকে বাঁচতে দিল না ৷"

এদিন রাতে নিজাম প্যালেসে পৌঁছন ফিরহাদের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম ৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ প্রিয়দর্শিনী জানান, হাইকোর্টে তাঁদের তরফের আইনজীবী যানইনি ৷ সোমবার তাঁরা জামিনের কপি পেয়েছেন রাত আটটা নাগাদ ৷ তারপরই তাঁদের বসিয়ে রাখা হয় ৷ তাঁদের সামনেই সেন্ট্রাল থেকে ফোন আসছে বলে ফোনে কথাবার্তাও চালানো হয় ৷ তারপর রাতে হাইকোর্ট জামিনের উপর স্থগিতাদেশ দেওয়ার পর সিবিআই তাঁদের ফের গ্রেফতার করে ৷ তাঁর যুক্তি, রাত আটটায় জামিন পাওয়া গেলে তখনই চারজনকেই ছেড়ে দেওয়ার কথা ৷ কিন্তু তাঁদের রাত এগারোটা অবধি বসিয়ে রাখা হয় ৷ তারপরই হাইকোর্ট থেকে জামিনের উপর স্থগিতাদেশের নির্দেশ আসে ৷ সিবিআইয়ের এটা তো আগে থেকে জানার কথা ছিল না ৷ তাঁদের কেন তবে বসিয়ে রাখা হল? তাঁর অভিযোগ, জামিন পাওয়া থেকে জামিনের উপর স্থগিতাদেশ পর্যন্ত গোটা বিষয়টিই বেআইনিভাবে ঘটেছে ৷ পাশাপাশি রাজ্যের মানুষকে উত্তেজিত না হয়ে শান্ত থাকার কথা বলেন তিনি ৷ ঠিকভাবে আইনি প্রক্রিয়াটি এগোতে দেওয়ার কথাও বলেন ৷

সোমবার রাত 1টা 22 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছয় কনভয় ৷ রাত 1টা 27 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতরে ঢোকেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় । এরপরই সিবিআই গোয়েন্দা ও জেল কর্তৃপক্ষের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় ।

আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে আনা হল সুব্রত মুখোপাধ্যায়কে

কলকাতা, 18 মে : রাতে নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়ার পথে চোখে জল এল ফিরহাদ হাকিমের । তিনি বলেন, "বাংলার মানুষকে আমায় বাঁচাতে দিল না ৷" পাশাপাশি মদন মিত্র অভিমানের সুরে বলেন, "মুকুল, শুভেন্দুরা ভাল । আর আমরা খারাপ । বাহ! ভাল !"

সোমবার রাত 1টা 14 মিনিটে চার হেভিওয়েটকে নিয়ে নিজাম প্যালেস থেকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় আনা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারের উদ্দেশে রওনা দেওয়া হয় ৷ নিজাম প্যালেস থেকে বেরিয়েই সাংবাদিকরা ছেঁকে ধরেন ফিরহাদদের ৷ সারাদিনের ধকলে বেশ বিধ্বস্ত দেখায় রাজ্যের সদ্য নিযুক্ত পরিবহণমন্ত্রীকে ৷ তবে সংবাদমাধ্যমের সামনে ববি হাকিম স্পষ্ট জানান, ভারতের আইন ব্যবস্থার উপর তাঁর পূর্ণ বিশ্বাস আছে ৷ আইনের মধ্যে দিয়ে তাঁরা মুক্তি পাবেন ৷ তাঁর মুখে এমন কথা শুনেই পাশ থেকে সমর্থকদের উল্লাস শোনা যায় ৷ তারপরই বিজেপিকে তীক্ষ্ণ ফলায় বেঁধেন ৷ বলেন, "বিজেপি সব খেয়ে নিতে পারে ৷ সিবিআই, ইডি সব ৷ এরপর হয়ত ইডি দিয়ে আমাদের হয়রান করবে ৷ কিন্তু আইন ব্যাবস্থা মুখ বন্ধ করে থাকবে না ৷ আইন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা ন্যায় বিচার পাব ৷"

সোমবার রাতে নিজাম প্যালেস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ফিরহাদ হাকিম ৷

নিজাম প্যালেসের সামনে সমর্থকদের বিক্ষোভের পক্ষে যুক্তি সাজিয়ে ববি বলেন, "পপুলার হওয়া দোষের নয় ৷ আমি পপুলার ৷ অন্যায় হওয়ায় আমার সমর্থকরা তার প্রতিবাদ করেছেন ৷" তারপরই আত্মপক্ষ সমর্থন করে বলেন, "আমি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছি ৷ আমি ভাল ব্যবহার করেছি ৷ তারপরও আমি আমার জামিনের অধিকার থেকে বঞ্চিত হলাম ৷"

কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে বলে গিয়ে তারপরই কেঁদে ফেলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ৷ বলেন, "আমাকে শহরের কোভিড পরিস্থিতি সামাল দিতেই নিযুক্ত করা হয়েছিল ৷ কিন্তু এরা কলকাতার মানুষকে বাঁচতে দিল না ৷"

এদিন রাতে নিজাম প্যালেসে পৌঁছন ফিরহাদের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম ৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ প্রিয়দর্শিনী জানান, হাইকোর্টে তাঁদের তরফের আইনজীবী যানইনি ৷ সোমবার তাঁরা জামিনের কপি পেয়েছেন রাত আটটা নাগাদ ৷ তারপরই তাঁদের বসিয়ে রাখা হয় ৷ তাঁদের সামনেই সেন্ট্রাল থেকে ফোন আসছে বলে ফোনে কথাবার্তাও চালানো হয় ৷ তারপর রাতে হাইকোর্ট জামিনের উপর স্থগিতাদেশ দেওয়ার পর সিবিআই তাঁদের ফের গ্রেফতার করে ৷ তাঁর যুক্তি, রাত আটটায় জামিন পাওয়া গেলে তখনই চারজনকেই ছেড়ে দেওয়ার কথা ৷ কিন্তু তাঁদের রাত এগারোটা অবধি বসিয়ে রাখা হয় ৷ তারপরই হাইকোর্ট থেকে জামিনের উপর স্থগিতাদেশের নির্দেশ আসে ৷ সিবিআইয়ের এটা তো আগে থেকে জানার কথা ছিল না ৷ তাঁদের কেন তবে বসিয়ে রাখা হল? তাঁর অভিযোগ, জামিন পাওয়া থেকে জামিনের উপর স্থগিতাদেশ পর্যন্ত গোটা বিষয়টিই বেআইনিভাবে ঘটেছে ৷ পাশাপাশি রাজ্যের মানুষকে উত্তেজিত না হয়ে শান্ত থাকার কথা বলেন তিনি ৷ ঠিকভাবে আইনি প্রক্রিয়াটি এগোতে দেওয়ার কথাও বলেন ৷

সোমবার রাত 1টা 22 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছয় কনভয় ৷ রাত 1টা 27 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতরে ঢোকেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় । এরপরই সিবিআই গোয়েন্দা ও জেল কর্তৃপক্ষের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় ।

আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে আনা হল সুব্রত মুখোপাধ্যায়কে

Last Updated : May 18, 2021, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.