কলকাতা, 14 মে : বিদ্যাসাগর কলেজের সামনে আগুন লাগাল দুষ্কৃতীরা । ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি । অন্যদিকে ইট ছোড়াছুড়িতে জখম হয় দু'জন ।
অমিত শাহর রোড শো বিদ্যাসাগর কলেজের কাছে পৌঁছাতেই হস্টেল গেটের সামনে থেকে গো ব্যাক অমিত শাহ স্লোগান দেয় TMCP কর্মীরা । এরপরই তাদের দিকে তেড়ে আসে BJP কর্মীরা । উভয় পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় । শুরু হয় ইট ছোড়াছুড়ি। এর জেরে কয়েকজন জখম হয় । পরে কলেজের মধ্যে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়।
ঘটনায় জখম অভিষেক মিশ্র বলেন, "আমাদের কোনও কর্মসূচি ছিল না । আজ অমিত শাহর মিছিল হচ্ছিল । আমরা দাঁড়িয়েছিলাম । হঠাৎ ইট ছোড়াছুড়ি শুরু হয় । অশ্রাব্য গালিগালাজ করা হয় আমাদের, জুতো ছোড়াও হয়। কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়। বেশ কয়েকজন জখম হয়েছে । কয়েকজন কলেজের ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে ।"
ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পূজা রায় বলে, "আমরা মিছিল দেখছিলাম । হঠাৎ এসে ওরা ইট ছুড়তে শুরু করে । মনে হচ্ছিল ইটের বৃষ্টি হচ্ছে । ভয়ে আমরা ভিতরে চলে যাই । ওরা তালা ভেঙে বাইকগুলি বাইরে নিয়ে যায় । তারপর আগুন ধরিয়ে দেয় । 200 বছরের পুরোনো বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় । আমাদের অফিসরুমেও ভাঙচুর চালায় । খবর পেয়ে স্যার ম্যাম বাইরে বেরিয়ে আসেন ।"