ETV Bharat / state

Garden Reach Fire : দমকলবাহিনীর রাতভর চেষ্টায় নিভল গার্ডেনরিচের আগুন

গতকাল সকাল 10টা নাগাদ আগুন লাগে গার্ডেনরিচ এলাকায় ফুড কর্পোরেশনের গোডাউনে ৷ ভিতরে দাহ্যবস্তু থাকায় ভয়াবহ আকার নেয় অগ্নিকাণ্ড ৷ সারারাত চেষ্টার পর দমকলকর্মীরা উৎসস্থলে পৌঁছাতে পারেন ৷ এখন আগুন নিভে গেছে ৷ স্বস্তি এলাকায় ৷

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে
এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে
author img

By

Published : Sep 12, 2021, 12:15 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : অবশেষে নিভল গার্ডেনরিচের বিধ্বংসী আগুন । গতকাল প্রায় সারা রাত ধরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে গিয়েছেন দমকলকর্মীরা । তবে সকালে আগুন নিয়ে নতুন করে ভাবতে হয়নি দমকল বাহিনীকে ।

দমকল সূত্রে খবর, প্রায় রাত 12টা নাগাদ আগুনের উৎসস্থলে পৌঁছান দমকলকর্মীরা । এরপরে সারারাত ধরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন । তবে গার্ডেনরিচের ফুড কর্পোরেশনের ওই গোডাউনের ভিতরে ঢুকে গোটা গুদাম ঘরে কোথাও কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা খুঁজে পাননি দমকলকর্মীরা । পরবর্তীকালে এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দমকল বিভাগ ৷

রাতে জেসিবি মেশিন দিয়ে টিনের শেডগুলি সরিয়ে দেন দমকলকর্মীরা । পরে একেবারে ভিতরে ঢুকে জল দিয়ে পকেট ফায়ারগুলিকে আয়ত্তে আনেন তাঁরা । পাশাপাশি ঘটনাস্থল থেকে দাহ্য বস্তুগুলি বাইরে বের করে আনা হয় । আনাচে-কানাচে ছোট ছোট আগুনের শিখা দেখা গেলেও তা নিভিয়ে দেন তাঁরা ।

আরও পড়ুন : গার্ডেনরিচে ফুড কর্পোরেশনের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের 23টি ইঞ্জিন

মোট কত টাকার ক্ষতি হয়েছে, তা স্পষ্ট ভাবে বলা না গেলেও দমকলকর্মীদের অনুমান গুদাম ঘরের ভিতরে দাহ্য বস্তু ভর্তি ছিল । ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে, তা বলা যায় । আজ সকালে মোট 9 টি ইঞ্জিন কাজ করছে বলে খবর । নাম প্রকাশে অনিচ্ছুক এক দমকল আধিকারিক জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে । কোথাও কোনও পকেট ফায়ার রয়ে গিয়েছে কি না, এখন শুধু সেটা দেখা হচ্ছে ৷

পুলিশ সূত্রের খবর, গতকাল সকাল 10টা নাগাদ গার্ডেনরিচের তারাতলা রোডের এফসিআই-এর গোডাউনে হঠাৎ আগুন লাগে । মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গোডাউনের ভিতর । এলাকার বাসিন্দারা প্রথমদিকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, মুহূর্তে তা ভয়াবহ রূপ নেয় ৷ তাই তাঁরা দমকলে খবর দেন । কিন্তু গার্ডেনরিচ বরাবর গঙ্গার দমকা হাওয়ায় আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করে গোটা গুদাম ঘরকে । ওই গুদামের আশেপাশে একাধিক গাড়ি রাখা ছিল। আগুনের হাত থেকে গাড়ি গুলিকে বাঁচাতে কোনও প্রকারে জেসিবি দিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হয় । প্রথমে 10টি থাকলেও পরে আরও 15টি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয় ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর : অবশেষে নিভল গার্ডেনরিচের বিধ্বংসী আগুন । গতকাল প্রায় সারা রাত ধরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে গিয়েছেন দমকলকর্মীরা । তবে সকালে আগুন নিয়ে নতুন করে ভাবতে হয়নি দমকল বাহিনীকে ।

দমকল সূত্রে খবর, প্রায় রাত 12টা নাগাদ আগুনের উৎসস্থলে পৌঁছান দমকলকর্মীরা । এরপরে সারারাত ধরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন । তবে গার্ডেনরিচের ফুড কর্পোরেশনের ওই গোডাউনের ভিতরে ঢুকে গোটা গুদাম ঘরে কোথাও কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা খুঁজে পাননি দমকলকর্মীরা । পরবর্তীকালে এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দমকল বিভাগ ৷

রাতে জেসিবি মেশিন দিয়ে টিনের শেডগুলি সরিয়ে দেন দমকলকর্মীরা । পরে একেবারে ভিতরে ঢুকে জল দিয়ে পকেট ফায়ারগুলিকে আয়ত্তে আনেন তাঁরা । পাশাপাশি ঘটনাস্থল থেকে দাহ্য বস্তুগুলি বাইরে বের করে আনা হয় । আনাচে-কানাচে ছোট ছোট আগুনের শিখা দেখা গেলেও তা নিভিয়ে দেন তাঁরা ।

আরও পড়ুন : গার্ডেনরিচে ফুড কর্পোরেশনের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের 23টি ইঞ্জিন

মোট কত টাকার ক্ষতি হয়েছে, তা স্পষ্ট ভাবে বলা না গেলেও দমকলকর্মীদের অনুমান গুদাম ঘরের ভিতরে দাহ্য বস্তু ভর্তি ছিল । ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে, তা বলা যায় । আজ সকালে মোট 9 টি ইঞ্জিন কাজ করছে বলে খবর । নাম প্রকাশে অনিচ্ছুক এক দমকল আধিকারিক জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে । কোথাও কোনও পকেট ফায়ার রয়ে গিয়েছে কি না, এখন শুধু সেটা দেখা হচ্ছে ৷

পুলিশ সূত্রের খবর, গতকাল সকাল 10টা নাগাদ গার্ডেনরিচের তারাতলা রোডের এফসিআই-এর গোডাউনে হঠাৎ আগুন লাগে । মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গোডাউনের ভিতর । এলাকার বাসিন্দারা প্রথমদিকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, মুহূর্তে তা ভয়াবহ রূপ নেয় ৷ তাই তাঁরা দমকলে খবর দেন । কিন্তু গার্ডেনরিচ বরাবর গঙ্গার দমকা হাওয়ায় আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করে গোটা গুদাম ঘরকে । ওই গুদামের আশেপাশে একাধিক গাড়ি রাখা ছিল। আগুনের হাত থেকে গাড়ি গুলিকে বাঁচাতে কোনও প্রকারে জেসিবি দিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হয় । প্রথমে 10টি থাকলেও পরে আরও 15টি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.