কলকাতা, 22 ডিসেম্বর :ই এম বাইপাস সংলগ্ন বেঙ্গল কেমিকেলসের পাশের কলোনিতে আগুন । পূর্বাশা আবাসনের পাশে এই বস্তিতে আগুন লাগার পরপরই পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি । দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই । রাত প্রায় 9 টা 30 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ।
সন্ধে সাতটা নাগাদ প্রথম আগুন দেখা যায় । একের পর এক ঝুপড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করে । দমকলের 15 টি ইঞ্জিন দুর্ঘটনাস্থানে আসে । পরে আরও তিনটি ইঞ্জিন আসে । 18 টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।
দুর্ঘটনাস্থানে এসেছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু । তিনি দমকলকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছিলেন । দুর্ঘটনাস্থানে এসেছিলেন মন্ত্রী সাধন পান্ডে এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । আগুন লাগার জেরে বাইপাসে যান-চলাচল বন্ধ হয়ে যায় । তবে ঠিক কী কারণে আগুন লাগল, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ।
এদিকে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় শতাধিক মানুষ । আগুন যাতে আরও ভয়াবহ আকার না নেয়, সেই জন্য বস্তি থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলি সরিয়ে নেওয়া হয়েছে । স্থানীয় সূত্রে খবর, একটি দু'টি সিলিন্ডার ফেটেছে ।
তবে এখনও পর্যন্ত সরকার বা কোনও রাজনৈতিক দলের থেকে কোনওরকম সাহায্যের আশ্বাস মেলেনি বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়দের একাংশ ।
সুজিত বোস জানিয়েছেন, "ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার। স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠাতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা এলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।
মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, " 30 থেকে 35 টি ঝুপড়ি কমপক্ষে পুড়ে গেছে। কোনও হতাহতের খবর নেই। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং কলকাতা পৌরসভার তরফ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। "