ETV Bharat / state

পোস্তায় বাড়িতে আগুন, 3টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে - kolkata

দমকল সূত্রে খবর, আজ রাত সাড়ে সাতটা নাগাদ পোস্তার 49A হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে একটি তিনতলা বাড়ির দোতলায় হঠাৎই ধোঁয়া দেখা যায় । কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ ।

fire at posta
কলকাতায় আগুন
author img

By

Published : Nov 3, 2020, 9:22 PM IST

Updated : Nov 3, 2020, 9:51 PM IST

কলকাতা, 3 নভেম্বর : কলকাতার বড় বাজার এলাকায় ফের আগুন । এবার আগুন লাগে পোস্তায় একটি বসতবাড়িতে । আসে দমকলের তিনটি ইঞ্জিন । প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে তারা । ঘটনাস্থানে পৌঁছায় পোস্তা থানার পুলিশ । আসে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ।কোনও হতাহতের খবর নেই ।

দমকল সূত্রে খবর, আজ রাত সাড়ে সাতটা নাগাদ পোস্তার 49A হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে একটি তিনতলা বাড়ির দোতলায় হঠাৎই ধোঁয়া দেখা যায় । কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ । এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক । ওই বাড়ির মানুষজন আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন । খবর দেওয়া হয় দমকলে । দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থানে ।

অপরিসর রাস্তা হওয়ায় প্রথমে দমকলের ইঞ্জিন পৌঁছাতে কিছুটা অসুবিধা হয় । দমকলকে সাহায্যে এগিয়ে আসে এলাকার মানুষজন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পোস্তা থানার পুলিশ এবং ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ । তারাও আগুন নেভাতে দমকলকে সহযোগিতা করে । দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে ।

কলকাতা, 3 নভেম্বর : কলকাতার বড় বাজার এলাকায় ফের আগুন । এবার আগুন লাগে পোস্তায় একটি বসতবাড়িতে । আসে দমকলের তিনটি ইঞ্জিন । প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে তারা । ঘটনাস্থানে পৌঁছায় পোস্তা থানার পুলিশ । আসে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ।কোনও হতাহতের খবর নেই ।

দমকল সূত্রে খবর, আজ রাত সাড়ে সাতটা নাগাদ পোস্তার 49A হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে একটি তিনতলা বাড়ির দোতলায় হঠাৎই ধোঁয়া দেখা যায় । কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ । এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক । ওই বাড়ির মানুষজন আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন । খবর দেওয়া হয় দমকলে । দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থানে ।

অপরিসর রাস্তা হওয়ায় প্রথমে দমকলের ইঞ্জিন পৌঁছাতে কিছুটা অসুবিধা হয় । দমকলকে সাহায্যে এগিয়ে আসে এলাকার মানুষজন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পোস্তা থানার পুলিশ এবং ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ । তারাও আগুন নেভাতে দমকলকে সহযোগিতা করে । দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে ।

Last Updated : Nov 3, 2020, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.